টুকরো খবর |
চলছে ঘাটাল উৎসব
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
নিজস্ব চিত্র। |
শুরু হয়েছে ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’। বুধবার সকালে এই উপলক্ষে ঘাটাল পুর-এলাকার সমস্ত প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সংগঠনের সদস্য-সদস্যাদের নিয়ে শোভাযাত্রা বেরোয়। পরে ঘাটাল শহরের বিদ্যাসাগর হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন করেন স্বামী অলিপ্তানন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুকুমার হাঁসদা, বিধায়ক শঙ্কর দোলই, পুরপ্রধান জগন্নাথ গোস্বামী, মহকুমাশাসক অংশুমান অধিকারী, ঘাটাল কলেজের অধ্যক্ষ ভোলানাথ চট্টোপাধ্যায়, প্রশান্ত সামন্ত, উদয়শঙ্কর সিংহরায়-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। বছর জুড়ে এই মেলার জন্য অপেক্ষা করেন ঘাটাল শহর ও আশপাশের এলাকার মানুষ। প্রথম দিনই মেলায় প্রচুর মানুষ ভিড় করেন। মেলা কমিটির পক্ষে জীবানন্দ ঘোষ, অসীম দাস, দিলীপ মাঝি, পঞ্চানন মণ্ডলেরা বলেন, “সাত দিনের এই মেলায় থাকছে শীতবস্ত্র-সহ বেচাকেনার বিপুল সম্ভার। এ ছাড়াও রয়েছে কৃষি প্রদর্শনী, আনন্দমেলা।” মেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিকাশ কর জানান, প্রতি দিনই কলকাতা ও স্থানীয় শিল্পীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে।
|
নব-রা আবার জেল-হাজতে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
চার বছর আগে নন্দীগ্রাম ‘পুনর্দখল-পর্বে’ ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটি-র সদস্যদের গুমখুনের অভিযোগে ধৃত সোনাচূড়ার সিপিএম নেতা নব সামন্ত ও তাঁর সঙ্গী সত্যরঞ্জন ওরফে লালু মাকুরকে ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার তাঁদের হলদিয়া আদালতে হাজির করা হলে এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন। গত ২১ ডিসেম্বর হলদিয়ার কুকড়াহাটি থেকে তাঁদের গ্রেফতার করে সিআইডি। প্রথমে ধৃতদের ১৪ দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। গত ৪ জানুয়ারি তাঁদের জেল হেফাজতের নির্দেশ হয়। বৃহস্পতিবার সেই মেয়াদ আরও ১৪ দিন বাড়ল। এই মামলায় ধৃত নন্দীগ্রাম-খেজুরির ৭ সিপিএম নেতাকর্মীই আপাতত রয়েছেন জেলে।
|
|
তমলুকের পদুমবসানে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। ছবি: পার্থপ্রতিম দাস। |
|
আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ইউজিসি-র অর্থানুকূল্যে বৃহস্পতিবার খেজুরি কলেজে ‘রবীন্দ্র ভাবনায় বাংলার লোকসমাজ’ শীর্ষক দু’দিনের এক আলোচনাচক্র শুরু হয়েছে। আলোচনাচক্রের গোড়ায় বক্তব্য রাখেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক বীতশোক ভট্টাচার্য। বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরুণ চক্রবর্তী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ রায় ও আনন্দমোহন কলেজের অধ্যাপক অয়ন্তিকা ঘোষ। আলোচনাচক্রে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রামচন্দ্র মণ্ডল ও মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র। সভাপতিত্ব করেন খেজুরি কলেজের বর্তমান অধ্যক্ষ অসীমকুমার মান্না।
|
বধূ-মৃত্যু, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাড়ির একটি ঘর থেকে মাঝরাতে ঝুলন্ত অবস্থায় এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে হলদিয়ার সুতাহাটা থানার দেউলপোতায় সুপ্রিয়া জানা পড়ুয়া (২০) নামে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ির ভিতর থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। রাতে স্বামী সুদীপ পড়ুয়াকে অবশ্য পুলিশ পায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। মেয়েটির বাবা থানায় জামাইয়ের নামে নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে সুদীপকে গ্রেফতার করে পুলিশ। |
|