টুকরো খবর |
ক্রিকেটে অপ্রত্যাশিত হার মোহনবাগানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে লিগের ম্যাচ খেলতে নেমে অঘটনের মুখে পড়ল জে সি মুখোপাধ্যায়র ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান। ১৬১ রানের বিশাল ব্যবধানে তারা হেরে গেল ভূকৈলাসের কাছে। ভূকৈলাসের তোলা ৪০২ রানের জবাবে বৃহস্পতিবার মোহনবাগান শেষ হয়ে যায় মাত্র ২৪১ রানে। এই ম্যাচে লক্ষ্মীরতন শুক্ল, অধিনায়ক সঞ্জীব সান্যালদের বিশ্রাম দিয়েছিল মোহনবাগান। কিন্তু সেটা বুমেরাং হয়ে দাঁড়ায়। মোহনবাগান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন সামি আহমেদ (৫৭)। যিনি কি না আদতে বোলার। ভূকৈলাসের চন্দন সিংহ এবং অলোক প্রধান তোলেন তিন উইকেট করে। তবে মোহনাবাগান হারলেও ইস্টবেঙ্গল অনায়াসে জিতল বেলগাছিয়া ইউনাইটেডের বিরুদ্ধে। ১৯৬ রানে। ইস্টবেঙ্গলের ৪৫১-৮-এর জবাবে ভূকৈলাস গুটিয়ে গেল ২৫৫ রানে। ইস্টবেঙ্গলের অর্নব নন্দী ৫ উইকেট পান। শিবশঙ্কর পাল তোলেন ৩ উইকেট। বেলগাছিয়া শিবিরের অভিযোগ, খারাপ আম্পায়ারিং অনেকটাই ডুবিয়েছে ম্যাচে। বড়িশা স্পোর্টি (৪০৫-৭) বনাম কুমোরটুলি (২৭৫) ম্যাচেও খারাপ আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। ভবানীপুর (৪৬৬-৯) ৮১ রানে হারিয়েছে নেতাজি সুভাষ ইন্সটিটিউটকে (৩৮৫)। ভবানীপুরের গৌরব শর্মা পেয়েছেন ৫ উইকেট। অন্য দিকে রাজস্থানের (১১৫) বিরুদ্ধে ৪৪ রানে ৭ উইকেট তুললেন ইস্টার্ন রেলের (২৪২) প্রণব প্রসাদ।
|
গেইল এ বার খেলবেন বরিশালে
সংবাদসংস্থা • ঢাকা |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ দর পেলেন শাহিদ আফ্রিদি। ৭ লক্ষ ডলারের বিনিময়ে তাঁকে কিনল ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এ দিন নিলামে তাঁকে নিয়ে টানাটানি কম হয়নি। অন্তত পাঁচ থেকে ছ’টি ফ্র্যাঞ্চাইজি আফ্রিদিকে কিনতে দর দিয়েছিল।
১০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। আইপিএলের ছকেই টুর্নামেন্ট চালু হচ্ছে বাংলাদেশে। সর্বোচ্চ দর পেলেও আফ্রিদি টুর্নামেন্টের শেষ দু’দিন ছাড়া থাকতে পারবেন না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন তিনি। ‘বুম বুম’ আফ্রিদি ছাড়াও আরও এক ভয়ঙ্কর ব্যাটসম্যান থাকছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তিনি ক্রিস গেইল। গত বার আইপিএলে একাই ঝড় তোলার পর যাঁর এই মুহূর্তে গম্তব্য, বাংলাদেশ। খেলবেন বরিশালের হয়ে। যারা কি না তাঁকে কিনল সাড়ে পাঁচ লক্ষ ডলারের বিনিময়ে। মার্লন স্যামুয়েলসকে ৩ লক্ষ ৬০ হাজার ডলারের বিনিময়ে কিনেছে রাজশাহি। ঢাকা আফ্রিদি ছাড়াও তুলেছে আর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কায়রন পোলার্ডকে।
|
ইস্টবেঙ্গলে এখনও ট্রায়াল চলছে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের মাঝপথে এখনও রাইট ব্যাকের খোঁজ করছেন ট্রেভর জেমস মর্গ্যান। নওবা সিংহ, নির্মল ছেত্রী এবং গুরবিন্দর সিংহের চোট। সে জন্য বৃহস্পতিবার পোর্ট ট্রাস্টের অভিজিৎ দাসকে ডাকা হয় ট্রায়লে। যদিও এ দিন তাঁকে দেখে খুব একটা সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল কোচ। মর্গ্যান বললেন, “অভিজিতকে নেব কী না এখনও ঠিক করিনি। আরও বেশ কিছু ফুটবলার দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”রাইট ব্যাক নিয়ে দলে চিন্তা থাকলেও পৈলানের বিরুদ্ধে বড় ব্যবধানের জয়ে অনেকটাই চাপমুক্ত পেন-টোলগেরা। লাল-হলুদ কোচ নিজেও বললেন, “মোহনবাগান আর এরিয়ান ম্যাচ হারার পরে দলে একটা চাপ তৈরি হয়েছিল। অ্যারোজ ম্যাচ জেতার পর এখন অনেকটাই স্বস্তি। যে করেই হোক আমাদের এই ছন্দটা ধরে রাখতে হবে।” মর্গ্যান কথা বললেও, পৈলান ম্যাচের বিতর্কিত গোলের নায়ক টোলগের মুখে কুলুপ। বান্ধবীর সঙ্গে প্রয়াগ ইউনাইটেড-চিরাগ কেরল ম্যাচ দেখতে এলেও, বিতর্কিত গোল নিয়ে মুখ খুলতে চাননি অস্ট্রেলিয়ান স্ট্রাইকার।
|
বাংলার নেতৃত্বে সৌরভ-অনিন্দিতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লখনউতে জাতীয় টেবল টেনিসে বাংলার নেতৃত্বে সৌরভ চক্রবর্তী এবং অনিন্দিতা চক্রবর্তী। দলের অন্য সদস্যরা হলেন রনবীর দাস, শুভম চৌধুরী, শৌভিক কর, সৌগত সরকার, মিনু বসাক, পল্লবী কুণ্ডু, কৃত্তিকা সিংহ রায়, সুতীর্থা মুখোপাধ্যায়। ২৩ জানুয়ারি লখনউতে জাতীয় মিট শুরু। বাংলার কোচ তপন চন্দ বললেন, “আমাদের লক্ষ্য দুটো বিভাগেই ফাইনালে ওঠা।”
|
সোমদেবদের পাশে ক্রীড়ামন্ত্রক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য টেনিস প্লেয়ারদের পাশে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মন্ত্রক প্রায় এক কোটি উনষাট লক্ষ টাকা বরাদ্দ করেছে তাঁদের প্লেয়ারদের জন্য। যার অনেকটা পাবেন সোমদেব দেব বর্মন। মাসে ৬ হাজার মার্কিন ডলার। ২৪ মাস। লিয়েন্ডার-মহেশ এই অর্থ পাবেন ১৪ মাসের জন্য, সানিয়া মির্জা সাড়ে ১৩ মাস।
|
রঞ্জি ফাইনালে ভাল জায়গায় রাজস্থান
সংবাদসংস্থা • চেন্নাই |
রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিন দুই ওপেনারের সৌজন্যে ভাল জায়গায় চলে গেল রাজস্থান। তামিলনাড়ুর বিরুদ্ধে টস জিতে আজ ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে রাজস্থান করেছে বিনা উইকেটে ২২১। বিনীত সাক্সেনা ১২০ এবং আকাশ চোপড়া ৮৬ রানে অপরাজিত আছেন।
|
অন্য খেলায় |
• মর্নিং ফুটবল কোচিং সেন্টারের ফুটবল মেলা ২২-২৯ জানুয়ারি বেহালা রায়নগর মাঠে। প্রতিদিন খেলা নৈশালোকে।
• বরাহনগর নাদিয়া লি নিং জিমন্যাস্টিক্স অ্যাকাডেমির উদ্যোগে ক্রীড়া সেমিনার শনিবার বিকেল চারটেয়।
• গ্রেটার কলকাতা যোগাসন প্রতিযোগিতা হবে ২২ জানুয়ারি। আয়োজনে চন্দননগর বিবিরহাটের নব উদয় সঙ্ঘ। |
|