২৪ ঘণ্টার মধ্যেই ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় ঢোকার নিষেধাজ্ঞা নেই বলে জানাল বন দফতর। বৃহস্পতিবার পর্যটন সংস্থা ও বনবস্তির বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন প্রকল্পের কর্তারা। বক্সার উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) বিজয় কুমার সালিমাথ এ দিন জানান, পর্যটকরা প্রকল্প এলাকায় ঢুকতে পারবেন। রাজাভাতখাওয়া চেকপোস্ট থেকে অনুমতিপত্র নিয়ে জয়ন্তী বা সান্তলাবাড়ি যাওয়া যাবে। তবে জয়ন্তী থেকে পুখরিপাহাড়, মহাকালধাম যাওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ থাকছে। বুধবার একদল পর্যটককে প্রকল্প এলাকায় ঢুকতে না দিয়ে রাজাভাতখাওয়া থেকেই ফিরিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, বনকর্মীদের একাংশের ভুল বোঝাবুঝিতেই এই ঘটনা ঘটে। তবে বক্সা দুর্গে যাওয়া নিয়ে তিনি এ দিন কিছু জানাননি।
|
রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষায় রাজ্য সরকার দৌড়ের আয়োজন করছে ‘রান ফর মুম্বই’-এর ধাঁচে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রান ফর চেঞ্জ’। বৃহস্পতিবার মহাকরণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ২৯ জানুয়ারি রবীন্দ্র সরোবরকে ঘিরে ১০ কিলোমিটার এই দৌড় হবে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে শুরু হয়ে টালিগঞ্জ, প্রিন্স আনোয়ার শাহ রোড, ঢাকুরিয়া, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ হয়ে স্টেডিয়ামেই দৌড় শেষ হবে। ওই দৌড়ে পেশাদার ক্রীড়াবিদ থেকে শুরু করে বহু বিশিষ্টজন অংশ নেবেন। শিশু এবং বয়স্কদের জন্য পৃথক ৪ কিলোমিটারের দৌড়ের আয়োজন করা হয়েছে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। মন্ত্রী জানান, দৌড়টি সংগঠিত করবে কেআইটি। সাহায্য করবে কেএমডিএ। কেএমডিএ-র সিইও বিবেক ভরদ্বাজ জানান, অন্তত পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে ২০টি পুরস্কার দেওয়া হবে। সর্বোচ্চ পুরস্কার মূল্য হবে ১ লক্ষ টাকা।
|