টুকরো খবর |
যোদ্ধাদের দেহাবশেষ ফিরছে জাপানে |
নিজস্ব সংবাদদাদাতা • গুয়াহাটি |
|
বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের কবর খোঁড়া হচ্ছে। ছবি: উজ্জ্বল দেব |
ভিনদেশে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারানো দেশের বীর যোদ্ধাদের দেহাবশেষ ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে জাপান সরকার। সেই লক্ষ্যেই গত কাল ও আজ গুয়াহাটির শিলপুখুরির ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধ’ চত্বরে থাকা ১১ জন জাপানি সেনার কবর খোঁড়া হল। ‘কমনওয়েল্থ ওয়ার গ্রেভ্স কমিশন’-এর রিজিওনাল ম্যানেজার স্যালেউ ফোট্টে জানান, ভারতে ‘সিডব্লিউজিসি’-র আমলের ৯টি কবরখানা রয়েছে। এর মধ্যে কোহিমা, গুয়াহাটি ও ডিগবয়ে একটি, ইম্ফলে দুটি। বাকিগুলি আছে দিল্লি, কলকাতা, চেন্নাই ও পুনেতে। গুয়াহাটি কবরখানাতেই একমাত্র জাপ সেনাদের কবর ছিল। এখানে মোট ৫২১ জন সৈনিকের কবর রয়েছে। ভারত, বাংলাদেশ, মায়ানমারের নানা সেনা হাসপাতালে মৃত সৈনিকদের দেহ এখানে নিয়ে এসে কবর দেওয়া হয়েছিল। ভারত সরকারের বিদেশ মন্ত্রক জাপান সরকারের আবেদনে সাড়া দিয়ে অসম সরকারকে শিলপুখুরির সৌধ খননের বিষয়ে চিঠি পাঠায়। জাপানি ‘ওয়ার ভিকটিম্স রিলিফ ব্যুরো’-র তরফে মাসাহিরো তাকেডা জানান, সাড়ে ছয় দশক পরে কোনও কবর থেকে কিছু মেলার সম্ভাবনা কম। তাঁরা কবর থেকে কিছু ‘শক্ত’ অবশেষ ছাড়া কিছুই পাননি। সেই অবশেষগুলিকেই দেশে নিয়ে যাচ্ছেন তাঁরা। সেখানে উপযুক্ত সম্মানে তাঁদের সমাহিত করা হবে।
|
দুই দুষ্কৃতী-গোষ্ঠীর ঝামেলায় অ্যাসিড বৃষ্টি, জখম আট |
নিজস্ব সংবাদাতা • পটনা |
দু’পক্ষের ঝগড়াকে কেন্দ্র করে অ্যাসিড ছোড়ার ফলে ৮ জন জখম হয়েছে। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। এদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতাল থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, গত কাল রাত ৯টা নাগাদ গোপালগঞ্জের সরস্বতী টকিজের কাছে, দিপু শা’র হোটেলে রাজীব প্রসাদের সঙ্গে বিশ্ববিজয় প্রসাদ এবং টুন্নার মধ্যে ঝগড়া বাধে। সেই সময় হোটেলে বসে অনেকেই খাচ্ছিলেন। যখন ঝগড়া চলছিল সেই সময় বাইরে থেকে কিছু লোক আসে। তাদের মধ্যে থেকে একজন হোটেলের ভিতর অ্যাসিড ছোড়ে। তাতেই ৮ জন ঘায়েল হয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি সুনীল কুমার সিংহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়। এঁদের মধ্যে দিপু শা এবং অনু মিশ্রের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়। ওসি সুনীল কুমার সিংহ জানিয়েছেন, “রাজীব প্রসাদ ও বিশ্ববিজয় প্রসাদকে গ্রেফতার করা হয়েছে। টুন্না পলাতক।” পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে, পুরনো কোনও ব্যাপারে নিয়ে আগে থেকেই এদের মধ্যে গোলমাল চলছিল। ওই দিন দু’পক্ষই সামনা-সামনি হওয়ায় ফের ঝামেলা বাধে। যারা অ্যাসিড ছুড়েছে তারা টুন্নাদের সঙ্গী বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তাদের খুঁজছে।
|
প্রয়াত অ্যান্টনি গঞ্জালভেস |
সংবাদসংস্থা • পানজিম |
চলে গেলেন অ্যান্টনি গঞ্জালভেস। রুপোলি পর্দার চরিত্র নয়। ইনি বাস্তবের অ্যান্টনি গঞ্জালভেস। যন্ত্রশিল্পী আর সঙ্গীত আয়োজক হিসেবেই যাঁকে দেখে এসেছে বলিউড। গত কাল রাতে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে গঞ্জালভেসের। বয়স হয়েছিল ৮৪। বেশ কিছু দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। অ্যান্টনি গঞ্জালভেসের নাম অমর হয়ে রয়েছে আরও একটি কারণে। মনমোহন দেশাইয়ের সুপারহিট ছবি ‘অমর আকবর অ্যান্টনি’র তুমুল জনপ্রিয় সেই গান। পর্দায় অমিতাভ বচ্চনের কণ্ঠে গাইছেন কিশোর কুমার। ‘মাই নেম ইজ অ্যান্টনি গঞ্জালভেস’। সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। আসলে পেয়ারেলাল এই গানটি তাঁর সঙ্গীত ‘গুরু’ অ্যান্টনি গঞ্জালভেসকে উৎসর্গ করেছিলেন। ১৯৪৩ সালে গোয়া থেকে মুম্বই পাড়ি দেন অ্যান্টনি। তার পরে বহু হিন্দি ছবিতে সঙ্গীত আয়োজক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘মহল’, ‘প্যায়াসা’র মতো ছবি। নিজে খুব ভাল বেহালাও বাজাতেন। আশির দশকের গোড়ায় মুম্বই ছেড়ে গোয়া ফিরে যান গঞ্জালভেস। তার পর থেকে প্রচারমাধ্যমের আড়ালে নিরিবিলি জীবন কাটাতেই ভালবাসতেন। বাস্তবের অ্যান্টনি গঞ্জালভেসের মৃত্যুর খবরে শোকাহত পর্দার ‘অ্যান্টনি’। টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, “অ্যান্টনি গঞ্জালভেস চলে গেলেন। প্রতিভাবান এই যন্ত্রশিল্পী লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সঙ্গে অনেক কাজ করেছেন। আমার চরিত্রটি তাঁর নাম থেকেই তৈরি।”
|
জামিন পেলেন সুরেশ কলমডী |
নিজস্ব প্রতিবেদন • নয়াদিল্লি |
প্রায় ৯ মাস জেল খাটার পর অবশেষে জামিন পেলেন কমনওয়েলথ গেমস পরিচালন কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুরেশ কলমডী। আজই তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। কলমডী জামিন পাওয়ায় অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে দেশের সর্বোচ্চ ক্রীড়াসংস্থা ভারতীয় অলিম্পিক সংস্থায়। আই ও এতে এখন কলমডীর অনুগামীরা সংখ্যা গরিষ্ঠ। এ দিকে কলমডীর অনুপস্থিতিতে সংস্থার অস্থায়ী প্রধান হন বিজেপির বিজয় মলহোত্র। কলমাডী চাইলেই ক্ষমতায় ফিরতে পারেন। কিন্তু প্রকাশ্যে তাঁকে সমর্থন করা ঠিক হবে কি না অনুগামীরা ভেবে পাচ্ছেন না।
২০১০ সালে কমনওয়েলথ গেমস পরিচালনার সময় প্রায় ৯০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে কলমডীর বিরুদ্ধে। একই কাণ্ডে অভিযুক্ত পরিচালন কমিটির ডিরেক্টর জেনারেল ভি কে বর্মাকেও জামিন দেওয়া হয়েছে। এঁদের দু’জনকেই আদালতে পাঁচ লক্ষ টাকা করে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মুক্তা গুপ্ত। তবে, আদালতের অনুমতি ছাড়া তাঁদের দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি বর্মাকে গ্রেফতার করে সিবিআই। ওই বছরেই ২৫ এপ্রিল গ্রেফতার হন কলমডী। টু-জি স্পেকট্রাম মামলায় অভিযুক্তদের জামিনের ব্যাপারে বিচারপতি গুপ্ত সম্প্রতি বলেছিলেন, “জামিন পাওয়াই নিয়ম, জেলে যাওয়া নিয়মের ব্যতিক্রম।” এর পর টু-জি মামলায় অভিযুক্তদের একে একে জামিন পেতে দেখে উৎসাহিত হয়ে জানুয়ারিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন কলমডী।
|
মান্না দে-র পত্মীবিয়োগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জন্মদিনের রাতেই চলে গেলেন সুলোচনা দে। কিংবদন্তি শিল্পী মান্না দে-র স্ত্রী। গায়িকা ছিলেন। অধ্যাপনা করতেন মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে। ৫৯ বছর আগে মান্নাকে বিয়ে করার পরে সব ছেড়ে দেন এই মালয়ালি তরুণী। মান্নার প্রতিষ্ঠার পিছনে অবদান প্রচুর। মান্নার অসংখ্য প্রেমের গান তাঁর উদ্দেশেই গাওয়া। বছর দুই হল সুলোচনা ভুগছিলেন ক্যান্সারে। দীর্ঘ লড়াই শেষে, বুধবার রাত দুটো নাগাদ বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল ৮৮। অবাঙালি হয়েও বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিলেন সুলোচনা কুমারন। মান্নার সব গানের প্রথম শ্রোতা ছিলেন তিনিই। বাড়িতে স্বামীর সঙ্গে গাইতেন রবীন্দ্রসঙ্গীত। করতেন বাঙালি রান্না। স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘদিন বাড়িতেই থাকতেন মান্না। স্ত্রী-র শেষকৃত্য সেরে বেঙ্গালুরুর বাড়ি ফিরে দেশের প্রবীণতম গায়ক কান্নাভেজা গলায় বলছিলেন, “ভাবতে পারছি না, সুলু নেই। আমি বড় একা হয়ে গেলাম। জানি না, কী ভাবে দিন কাটাব।” ৬৩ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পরে মান্না দে’র স্মৃতিতে হানা দিচ্ছে অসংখ্য প্রেমের গান।
|
জারোয়া-কাণ্ডে গ্রেফতার দুই |
সংবাদসংস্থা • পোর্ট ব্লেয়ার |
জারোয়াদের ভিডিও-কাণ্ডে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। এদের মধ্যে রাজেশ ব্যাস স্থানীয় একটি দোকানের মালিক। গুড্ডু ট্যাক্সিচালক। কিছু দিন আগে এক ব্রিটিশ দৈনিকে জারোয়া মহিলাদের নিয়ে ভিডিও করার খবর প্রকাশ্যে আসে। এর পরেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। পুলিশকে দ্রুত অপরাধীদের ধরার নির্দেশ সরকার। গত কয়েকদিনে বিভিন্ন পর্যটন সংস্থাকে জিজ্ঞাসাবাদ করে তারা। আন্দামান ট্রাঙ্ক রোড দিয়ে যাওয়ার সময় সব গাড়িকে আটকে তল্লাশি চালানো হয়। যে সব ট্যাক্সি চালক ওই পথে যাতায়াত করেন, জেরা করা হয় তাঁদেরও। তার পরেই এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, রাজেশ-গুড্ডু অর্থের বিনিময়ে জারোয়াদের ডেরায় পৌঁছে দিত পর্যটকদের।
|
বিএসএফ কনস্টেবলের মৃতদেহ ট্রেনে |
সংবাদসংস্থা • বেগুসরাই |
গুয়াহাটিগামী লালগড়-অযোধ্যা অসম এক্সপ্রেসের কামরায় আজ মিলল এক বিএসএফ কনস্টেবলের মৃতদেহ। অসমের গুয়াহাটিতে তিনি কর্মরত ছিলেন।টিকিট পরীক্ষক শ্যাম সুন্দর মাঝি টিকিট পরীক্ষার সময় বিহারের বারাউনী স্টেশনে ওই মৃতদেহ দেখতে পান। রেল পুলিশ সূত্রে খবর, শীতাতপ নিয়ন্ত্রিত কামরায়, তাঁর আসনেই কনস্টেবল বাসুদেব সিংহের দেহ পড়ে ছিল। পুলিশের কাছে তাঁর বয়ানে মাঝি জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপানের ফলে বাসুদেব সিংহের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ তাঁর আসনে বহু ফাঁকা মদের বোতল পাওয়া গিয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
পদত্যাগ করলেন হরিশ খারে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা পদ থেকে থেকে ইস্তফা দিলেন হরিশ খারে। সেই পদে কাউকে নিয়োগ করা না হলেও, প্রধানমন্ত্রীর সচিবালয়ের যোগাযোগ উপদেষ্টা পদে নিয়োগ করা হল, বেসরকারি এক হিন্দি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক পঙ্কজ পচৌরিকে। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, সংবাদমাধ্যমের সঙ্গে প্রধানমন্ত্রীর সচিবালয়ের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর জন্য এই পদক্ষেপ করা হয়েছে। পঙ্কজ পচৌরি প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপ্যাল সেক্রেটারি পুলক চট্টোপাধ্যায়ের অধীনে কাজ করবেন।
|
বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ৬ |
সংবাদসংস্থা • বালাসোর |
তীর্থযাত্রী বোঝাই বাস ও একটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় মারা গেলেন ৫ তীর্থযাত্রী ও ট্রাক চালক। এঁদের মধ্যে ৪ জন মহিলা। পুরী থেকে কলকাতা আসার পথে সোরোর কাছে ৫ নম্বর জাতীয় সড়কের উপর আজ ভোর বেলা বাসটি দুর্ঘটনার কবলে পরে। বাসে উত্তর প্রদেশের গোন্ডা জেলা থেকে আসা ৬০ জন তীর্থযাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
|
ভারতে আসা নিয়ে চুপ রুশদি |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
সাহিত্য সম্মেলনে যোগ দিতে ভারতে তিনি আসছেন কি না, তা নিয়ে জল্পনা জিইয়েই রাখলেন বিতর্কিত লেখক সলমন রুশদি। তবে জয়পুরের অনুষ্ঠানের আয়োজকদের তরফে সঞ্জয় রায় জানান, “তাঁর কর্মসূচিতে কিছু পরিবর্তন হওয়ায় ২০ জানুয়ারি সলমন রুশদি ভারতে আসছেন না। তবে তাঁর জন্য সম্মেলনের তরফে আমন্ত্রণ এখনও রয়েছে।” সাধারণত ট্যুইটারে নিয়মিত মন্তব্য করতে দেখা যায় রুশদিকে। সেখানেও এই সপ্তাহের শুরু থেকে তিনি একেবারে চুপ ছিলেন। তা নিয়ে কৌতূহলও তৈরি হয়েছিল। তাঁর শেষ ট্যুইট ছিল গত ১০ জানুয়ারি।
|
আদিবাসীকে হত্যা মাওবাদীদের |
সংবাদসংস্থা • মালকনগিরি |
গোপন খবর পুলিশকে দিত, এই সন্দেহে এক আদিবাসীকে মেরে ফেলল মাওবাদীরা। নিহতের নাম গুরু খিলা(৪৮)। পুলিশ জানিয়েছে, আজ সকালে গ্রামবাসীরা বাদাদুরালের কাছে রাস্তায় দেহটি পড়ে থাকতে দেখেন। পুলিশ সুপার অনিরুদ্ধ সিংহ জানান, গত রাতে পুলিশের চর সন্দেহে মাওবাদীরা ওই ব্যক্তিকে গ্রাম থেকে তুলে নিয়ে যায়। |
|