জননী সুরক্ষা যোজনার টাকা হাসপাতালেই দেওয়ার নির্দেশ |
প্রসূতিদের জননী সুরক্ষার যোজনার টাকা হাসপাতালে চিকিৎসা চলাকালীন দেওয়ার নির্দেশ দিলেন সহকারী স্বাস্থ্য আধিকর্তা। বুধবার রামপুহাট মহকুমা হাসপাতালে প্রশিক্ষণরত নার্সদের প্রশিক্ষণ দেখতে এসে এই নির্দেশ দেন সহকারী স্বাস্থ্য আধিকর্তা (ট্রেনিং) অধীপ ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালে মাসে গড়ে ৩০টি শিশুর মৃত্যু হয়। গত সোমবার থেকে ১০ জন নার্সকে নিয়ে শিশু ও প্রসূতিমৃত্যু হার কমানোর জন্য ১২ দিনের প্রশিক্ষণ চলছে। তাঁদের মধ্যে ব্লক প্রাথমিক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সও আছেন। তাই দেখতে অধীপবাবু এ দিন রামপুরহাটে এসেছিলেন। তিনি বলেন, “এ ব্যাপারে আমার বলার এক্তিয়ার নেই। তবুও হাসপাতালের কিছু পরিকাঠামোগত দিকের উন্নতির প্রয়োজন। সুপারকে বলা হয়েছে।” অধীপবাবু জানান, শিশু মৃত্যুর হার কমানো ও সন্তান জন্ম দেওয়ার পরে মায়েদের কী ভাবে যত্ন নেওয়া উচিত সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্লক স্তরে ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির নার্সরা যাতে আধুনিক এবং উন্নতমানের প্রশিক্ষণ পেয়ে কাজ করতে পারেন, তার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। মহকুমা হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “জননী সুরক্ষা যোজনার টাকা যাতে হাসপাতালে চিকিৎসা চলাকানীল প্রসূতিদের দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মহকুমা হাসপাতালে নিরাপত্তা রক্ষী নিয়ে সমস্যা আছে। যে জন্য হাসপাতালের ওয়ার্ডে প্রচুর বহিরাগতদের উপস্থিতি দেখা যায়। ফলে রোগীদের দেখতে চিকিৎসক ও নার্সদের অসুবিধা হয়।” তিনি জানান, তবুও নির্দেশ মতো তাঁরা চেষ্টা করবেন।
|
আমরির অগ্নিকাণ্ডের পরেও হুঁশ ফেরেনি বেসরকারি হাসপাতালগুলোর। বুধবার সকালে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালের ছাদে রান্নার সিলিন্ডার নিয়ে গিয়ে পিকনিকের ব্যবস্থা করেছিলেন হাসপাতাল কর্মীরাই। সামিল হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের চার তলার ছাদে শুধু আগুন জ্বালিয়ে রান্নাই নয়, জোরে গান চালিয়ে হৈ-হুল্লোড়ও চলছিল সারা সকাল। আমরির ঘটনার পরে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আগুন জ্বালিয়ে রান্না করার ঝুঁকি কী ভাবে নিল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের সাফাই, খোলা ছাদে কোনও রকম দুর্ঘটনা ঘটার সম্ভবনা না থাকায় প্রতি বছরই পিকনিক করেন তাঁরা। সিএমও এইচ অমিত হালদার বলেন, “এটা ঠিক নয়। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেব। প্রয়োজনে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।”
|
পারকিনসন্স রোগের অস্ত্রোপচার হল শহরে। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে কলকাতা ও লন্ডনের এক চিকিৎসক দল সম্প্রতি দুই রোগীর অস্ত্রোপচার করেন। এরই মধ্যে তাঁদের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে চিকিৎসকদের দাবি। বুধবার ওই হাসপাতালের চিকিৎসক সুনন্দন বসু জানান, পারকিনসন্স রোগীদের হাঁটাচলা ও অঙ্গ সঞ্চালনে যে সব সমস্যা থাকে, তা অনেকটাই কমেছে। তিনি বলেন, “মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত কোষগুলিকে অস্ত্রোপচারে নষ্ট করা হয়েছে।” চিকিৎসকেরা জানান, আগে এই ধরনের অস্ত্রোপচারের জন্য রোগীদের বিদেশে যেতে হত। এখন শহরেই তা সম্ভব। স্নায়ু চিকিৎসক তৃষিত রায় বলেন, “বহুদিন ধরেই এর প্রয়োজন ছিল। তবে সব পারকিনসন্স রোগীকে অস্ত্রোপচারে স্বাভাবিক করা যায় না। অস্ত্রোপচারে কাজ হবে কি না, নানা পরীক্ষা করে আগে যাচাই করতে হয়।”
|
বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে স্কুলের বেশ কিছু পড়ুয়া। বুধবার ফালাকাটার জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁয় ঘটনাটি ঘটে। সন্ধ্যা অবধি বমি ও পেটে ব্যথা নিয়ে ২ জনকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুপার জয়দেব বর্মন বলেন, “ভ্যারেণ্ডা ফল খেয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে।” |