টুকরো খবর
দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা বাম সদস্যদের
সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় সদস্যরাই। ২৮ সদস্যের সুতি-২ পঞ্চায়েত সমিতিতে ১৭ জন সদস্য বামফ্রন্টের। ১১ জন কংগ্রেসের। মঙ্গলবার ৮ জন সিপিএম সদস্য এবং আরএসপির ৩ সদস্য পঞ্চায়েত সভাপতি গীতা সিংহের বিরুদ্ধে অনাস্থা আনেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বাম নেতৃত্ব। দুই শরিক দলের নেতৃত্বের পক্ষে জানানো হয়েছে, বিরোধ মেটাতে দু’পক্ষের সঙ্গেই বৈঠকে বসবেন তাঁরা। অনাস্থায় স্বাক্ষরকারী দলের পঞ্চায়েত সমিতি সদস্য মাসুদা সুলতানা বলেন, “আমরা সিপিএমেই রয়েছি। আমাদের ক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। দলকে সব জানিয়েছি। বাধ্য হয়ে অনাস্থা এনেছি।” সভাপতি গীতা সিংহ কোনও মন্তব্য করেননি। সিপিএমের জেলা কমিটির সদস্য অমল চৌধুরী বলেন, “যার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে ও যারা অনাস্থা এনেছেন তাঁরা সকলেই দলের কর্মী। আলোচনায় বসে বিরোধ মেটানো হবে।” আরএসপির জেলা কমিটির সদস্য নিজামুদ্দিন আহমেদ বলেন, “দলের সঙ্গে অনাস্থা নিয়ে কোনও কথা বলেননি দলের ৩ পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত চালাতে গেলে অনেক কারণেই ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয়। সমস্যা মেটানোর চেষ্টা হবে।” পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দলনেতা ওয়াজেদ আলি অবশ্য বলেন, “এই অনাস্থায় আমরা নেই। তবে দলই ঠিক করবে কংগ্রেস সদস্যদের ভুমিকা কী হবে।” জঙ্গিপুরের এসডিও এনাউর রহমান বলেন, “যারা অনাস্থা এনেছেন তাঁদের শুনানির জন্য ডাকা হবে। স্বাক্ষরটি আসল কি না তা যাচাই করতেই এই শুনানি। তারপরে সভা ডাকা হবে।”

জঙ্গিপুর আদালত চত্বরে শিশু উদ্ধার
জঙ্গিপুর মহকুমা আদালত চত্বরে বুধবার দুপুরে একটি ঝোপ থেকে উদ্ধার হল পরিত্যক্ত এক সদ্যজাত শিশু। পুলিশ তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রঘুনাথগঞ্জ শহরের এক পরিবারের আগ্রহে শিশুটিকে তাদের হেফাজতে রাখা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সত্য হাজরা বলেন, “বড়জোর দিন তিনেক বয়সের শিশুটি কন্যা সন্তান। আপাতত সে সুস্থই আছে।” বুধবার জঙ্গিপুর আদালতে একটি মামলার কাজে এসেছিলেন ইসলামপুর নিমতলার ফরিদ শেখ। তিনি বলেন, “ঝোপের মধ্যে থেকে হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে গিয়ে দেখি তোয়ালে মোড়া একটি সদ্যজাত শিশু। শিশুটি বেঁচে আছে দেখে আশেপাশের লোকজনকে ডাকি। আদালতের আইনজীবিরাও ছুটে আসেন। তাঁরাই খবর দেন রঘুনাথগঞ্জ থানায়।

বিজ্ঞান প্রদর্শনী
একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে তেহট্টের সিদ্ধেশ্বরীতলা ইনস্টিটিউশনের ‘সিভি রমন ইকো ক্লাবের’ ছাত্র ছাত্রীরা। মঙঅগলবার শুরু হওয়া দু’দিনের এই প্রদর্শনীর পাশাপাশি ছিল বৃক্ষরোপণ, সেমিনার, নাটক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিবেকানন্দের জীবন কাহিনী নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয় স্কুল প্রাঙ্গণের এই অনুষ্ঠানে।

অস্বাভাবিক মৃত্যু
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রবীর ঘোষ (২৩)। বাড়ি বড়ঞার শাবলপুর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ওই যুবককে গলায় দড়ির ফাঁস লাগানো আবস্থায় দেখতে পান পরিবারের লোক জন। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ছাত্রীর। মৃতের নাম জয়শ্রী মণ্ডল (১৩)। বাড়ি তেহট্টের রাধানগর গ্রামে। পুলিশ জানিয়েছে বুধবার সকালে গ্রামের রাস্তাতেই একটি ইটবোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.