নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
বাগনানের নাউপালায় রূপনারায়ণের পাড় থেকে উদ্ধার হওয়া মৃত ডলফিনটির দেহের বুধবার ময়না তদন্ত হয়। বন দফতরের আধিকারিকদের অনুমান, এটির স্বাভাবিক মৃত্যুই হয়েছে। হাওড়ার জেলা বনাধিকারিক গৌতম চক্রবর্তী বলেন, “ডলফিনটির শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। বয়স অন্তত ২১। গঙ্গায় থাকলেও জোয়ারের সময়ে এটি হয়ত রূপনারায়ণে চলে এসেছিল। পরে পাড়ের কাছে এসে ভাটায় চরে আটকে যায়।” মঙ্গলবার বিকেলে ডলফিনটিকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন।
|
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
হুলা পার্টির তাড়ায় হাতিরা তিনটি দলে ভাগ হয়ে পড়েছে। মঙ্গলবার হাতি খেদানো অভিযানের প্রথম রাতে দলমার ১০০টি হাতি এ ভাবে বড়জোড়ার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। এরফলে হাতি খেদানো অভিযানের গতি কিছুটা বাধা পায়। বুধবার হুলাপার্টির কর্মীরা ফের তাদের এককাট্টা করার চেষ্টা চালান। ডিএফও (উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “বিভিন্ন জায়গার মানুষ জমি বাঁচানোর জন্য ব্যারিকেড তৈরি করেন। ফলে অভিযান কিছুটা ব্যাহত হয়।”
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাঘের চামড়া নেপালে পাচার করার পথে এক যুবককে গ্রেফতার করেছে শুল্ক দফতর। বুধবার ঘটনাটি ঘটে নকশালবাড়ির নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে। ধৃত ওনচুং ঠাকুরিয়ার বাড়ি নেপালের লুম্বিনিতে। তার কাছ থেকে ৯ ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের একটি চামড়া উদ্ধার করা হয়। তার কাছ থেকে ১ লক্ষ ৬৭ হাজার ভারতীয় টাকা এবং ২৫ হাজার নেপালি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। |