বাড়ির সীমানা নিয়ে বচসার জেরে ইট দিয়ে মা ও ছেলের মাথা ফাটানোর অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। বুধবার, গড়ফা থানার সেলিমপুর লেনে। জখমদের নাম অরুণা সরকার ও সমীর সরকার। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, সম্প্রতি অরুণাদেবীর বাড়ির সীমানা ঘেঁষে নির্মাণ শুরু করেন তারক হালদার নামে ওই প্রোমোটার। সমীরবাবুরা তারককে নিয়মমাফিক চার ফুট জায়গা ছাড়তে বললে তিনি জানান, জমি ছাড়া যাবে না। অভিযোগ, এই নিয়ে দু’পক্ষে বচসার সময়ে ইট তুলে অরুণাদেবী ও সমীরকে মারেন তারক। পুলিশ জানায়, তারক পলাতক। তাঁর খোঁজ চলছে।
|
জঞ্জাল থেকে সার তৈরি করবে রাজারহাট-বিষ্ণুপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত। বুধবার রাজারহাট থানার পোদরায় এই প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। পঞ্চায়েত জানায়, বাড়ি বাড়ি থেকে সংগৃহীত জঞ্জাল থেকে সার তৈরি করে বিক্রি হবে। প্রকল্প রূপায়ণে সহায়তা করেছে রাজারহাট পঞ্চায়েত সমিতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। প্রথম পর্যায়ে খরচ হয়েছে ৩৮.৫ লক্ষ টাকা। কাকলিদেবী বলেন, “এই উদ্যোগ সময়পোযোগী। এতে এলাকার সৌন্দর্যায়নও হবে, সারও তৈরি হবে। এই জেলা পঞ্চায়েতের এমন উদ্যোগ এই প্রথম।”
|
বৃদ্ধাকে মারধর, ধৃত প্রোমোটার |
ইটের আঘাতে এক বৃদ্ধা ও তাঁর ছেলেকে আহত করার ঘটনায় গ্রেফতার হলেন এক প্রোমোটার। বুুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকার সেলিমপুরে। পুলিশ জানায়, ধৃতের নাম তারক হালদার। গুরুতর আঘাত নিয়ে করুণা সরকার (৬৫) নামে ওই বৃদ্ধা এম আর বাঙুরে চিকিৎসাধীন। পুলিশের অনুমান, জমির বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা। করুণাদেবী ও তাঁর ছেলে শমিতবাবুর জমি রয়েছে ওই এলাকায়। অভিযোগ, ওই জমি দখল করে সেখানে নির্মাণকাজ শুরুর চেষ্টা করছিল তারক।
|
একটি স্কুলের সামনে থেকে ন’টি বোমা মিলল। বুধবার, তপসিয়ায়। ঘটনার পরে এলাকায় দুষ্কর্ম বাড়ার অভিযোগে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। এ দিন এলাকাতেই একটি দোকান ভাঙাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ স্থানীয় এক তৃণমূলকর্মী এতে জড়িত। লিখিত অভিযোগ জমা না পড়লেও ‘সুয়ো মোটো’ মামলা রুজু করেছে পুলিশ।
|
এক তরুণীর অগ্নিদগ্ধ দেহ মিলল। বুধবার, হরিদেবপুরের একটি ফ্ল্যাটে। মৃতার নাম সবিতা চট্টোপাধ্যায় (২৪)। এম আর বাঙুরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। অন্য দিকে, মঙ্গলবার রাতে তিলজলা লেনের একটি বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ মেলে। মৃতার নাম শোভাদেবী শাহ (৫২)। |