হঠাৎ বিজ্ঞপ্তিতে হয়রানির নালিশ |
আগাম বিজ্ঞপ্তি ছাড়াই ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় পর্যটকদের ঢোকা বন্ধ করার অভিযোগ উঠেছে বন দফতরের বিরুদ্ধে। বুধবার দুপুরের পর থেকে পর্যটকেরা জয়ন্তী, বক্সা দুর্গ, ২৮ মাইল এলাকায় পর্যটকেরা যেতে পারেননি। একমাত্র বন বাংলোর থাকা পযর্টকেরা প্রকল্প এলাকায় ঢুকতে পারেন। সম্প্রতি বিনা অনুমতিতে প্রকল্প এলাকায় সাফারির অভিযোগ ওঠে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) বিজয় কুমার সালিমাথ বলেন, “বেআইনি সাফারি-সহ প্রকল্প এলাকায় বাইরের পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। বন বাংলোয় থাকা পর্যটকেরা অবশ্য জঙ্গলে ঢোকার সুযোগ পাবেন।” উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে পর্যটকদের জন্য জঙ্গলে ঢোকা বন্ধ করা হবে বলে বন দফতর আগে জানিয়েছিল। স্থানীয় কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ রায়ের মধ্যস্থতায় তা পরে শিথিল হয়। তবে এ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে আগাম বিজ্ঞপ্তি ছিল না বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ, বৃহস্পতিবার সকালে জয়ন্তীতে বৈঠক ডেকেছেন বন কর্তারা। দেবপ্রসাদবাবু বলেন, “বন দফতরের নির্দেশ স্পষ্ট নয়। এলাকার পরিবেশ ও বন্যপ্রাণের সুরক্ষা বজায় রাখার পাশাপাশি পর্যটন ব্যবসার যাতে ক্ষতি না হয় তাও দেখতে হবে। বন-কর্তাদের সঙ্গে আলোচনা করছি।” এ দিন কলকাতা লাগোয়া কাচড়াপাড়া কলেজের ১৭ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক স্টাডি ট্যুরের জন্য জয়ন্তীতে এসেছিলেন। শিক্ষক পিয়াল ভট্টাচার্য বলেন, “এদিন দুপুর ২-৩০টা নাগাদ রাজাভাতখাওয়া থেকে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। বন দফতর আগাম নোটিশ দিলে হয়রানি পোহাতে হতনা।” একই ভাবে উত্তরবঙ্গ-সহ বিভিন্ন এলাকায় পর্যটকেরা জয়ন্তী, বক্সা দুর্গ যেতে না পেরে ফিরে আসেন। বন দফতরের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন জলপাইগুড়ি জেলাপরিষদ আরএসপি-র সদস্য রামকুমার লামা। তিনি বলেন, “বন দফতরের সিদ্ধান্তের জেরে মার খাচ্ছে এলাকার পযর্টন ব্যাবসা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে ফ্যাক্স পাঠাচ্ছি।”
|
গাড়ির দাম বাড়াল মারুতি, জি এম |
মারুতি সুজুকি ও জেনারেল মোটরস (জিএম)-এর বিভিন্ন গাড়ির দাম বেড়ে গেল ১৭ হাজার টাকা পর্যন্ত। গাড়ি তৈরির খরচ বৃদ্ধি ও ডলারে টাকার দামের ওঠা-পড়াই যার কারণ বলে দাবি দুই সংস্থার। ডিজায়ার ছাড়া সব গাড়িরই দাম ০.৩%-৩.৪% পর্যন্ত বাড়াল মারুতি। এসএক্সফোর-এর দাম বেড়েছে সব থেকে কম, ২,৪০০ টাকা এবং ডিজেল চালিত সুইফট-এর দাম বেড়েছে সব থেকে বেশি, ১৭,০০০ টাকা। অল্টোর দাম বেড়েছে ৪,০০০ টাকা। অন্য দিকে, গাড়ির দাম ০.৫%-১.৭৫% বাড়িয়েছে জিএম-ও। স্পার্কের দাম বেড়েছে সব থেকে কম, প্রায় ৩,০০০ টাকা ও ক্রুজের সব থেকে বেশি, ১৫,০০০ টাকা। সংস্থার সর্বাধিক বিক্রীত ডিজেল বিট-এর দাম বেড়েছে ১০,৫০০ টাকা পর্যন্ত। তবে বাড়েনি অ্যাভিও, অ্যাভিও ইউভিএ, অপট্রা, ক্যাপটিভা-র দাম।
|
ভারতী এয়ারটেলকে ১০৬৭ কোটি টাকার বকেয়া কর বাবদ নোটিস পাঠাল আয়কর দফতর। গত চারটি অর্থবর্ষে বৈদেশিক বাণিজ্যে উৎসে কর বাবদ ওই অর্থ মেটায়নি তারা। অবশ্য ভারতীর দাবি, তারা আইন মেনেই কর মিটিয়েছে। এই নিদের্শের বিরুদ্ধে আদালতে যাবে বলেও জানিয়ে দিয়েছে ভারতী।
|
নতুন বছর উপলক্ষে গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার কথা জানাল রিলায়্যান্স কমিউনিকেশন্স। রিলায়্যান্স থ্রি-জি ট্যাব প্রি-পেড এবং পোস্ট-পেড গ্রাহকদের ৩ মাসের প্রতি মাসে বিনামূল্যে ৫০০ এমবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে সংস্থা। প্রতিটি নয়া সংযোগের সঙ্গে দু’মাসের ‘বিগফ্লিক্স প্লাস’ গ্রাহক হওয়ার সুযোগও রয়েছে। এরই সঙ্গে ২৩০টি দেশে ফোন করতে ২৫০ টাকার টক টাইম-ও দিচ্ছে সংস্থা। প্রতিটি কল করা যাবে মিনিটে ১.৪৯ টাকায়। |