আইনি রক্ষাকবচ আছে জারদারির, দাবি আইনজীবীর |
ফৌজদারি মামলায় সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির। তাঁর বিরুদ্ধে ঘুষের মামলা নিয়ে শুনানির আগে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আইনজীবী এইতাজ এহসান। কাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। জারদারির বিরুদ্ধে ঘুষের মামলা শুরু না করায় গিলানিকে আদালত অবমাননার নোটিস দিয়েছে কোর্ট। পাকিস্তান পিপলস পার্টি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ক্ষমা চাওয়ার পথে হাঁটবেন না গিলানি। তবে বৃহস্পতিবার আদালতে হাজিরা দেবেন। এহসানের মতে, গিলানি আদালত অবমাননায় দোষী নন। জারদারির বিরুদ্ধে মামলা শুরু করতে সুইৎজারল্যান্ডকে চিঠি লিখতে পারে সরকার। মেমোগেট বিতর্ক নিয়েও আইনি লড়াইয়ের মুখে পড়েছে গিলানি সরকার। এই বিতর্কের অন্যতম সাক্ষী মনসুর ইজাজকে পাক ভিসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিতর্কে বিচারবিভাগীয় কমিশনে সাক্ষ্য দেওয়ার কথা ইজাজের। মেমোগেট নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরির দায়ে প্রতিরক্ষা সচিব খালিদ নইম লোধিকে বরখাস্ত করে গিলানি সরকার। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান লোধি। সেই মামলায় বুধবার জারদারি, গিলানি ও বর্তমান প্রতিরক্ষা সচিবকে নোটিস পাঠিয়েছে কোর্ট।
|
মরক্কোর মাটিতে আছড়ে পড়েছিল অনেক দিন আগেই। কিন্তু এদের উৎস নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ ছিল না। দীর্ঘ গবেষণার পর তাঁরা সিদ্ধান্তে এসেছেন, নিছক ধূমকেতুর টুকরো নয়, মরক্কোর মাটিতে আছড়ে পড়া টুকরোগুলো এসেছে মঙ্গল গ্রহ থেকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, লক্ষ বছর আগে কোনও মহাজাগতিক বস্তুর সঙ্গে মঙ্গলের ঠোকাঠুকি লাগে। সংঘর্ষে ওই গ্রহের বেশ খানিকটা অংশ ছিটকে যায়। সেই থেকে সৌরজগতে ঘুরছে টুকরোগুলি। অনুমান, পৃথিবীর কাছে এসে পড়ে কয়েকটি টুকরো। এর পরেই মহাকর্ষের টানে বায়ুমন্ডলে প্রবেশ করে সেগুলি। -পিটিআই
|
হোয়াইট হাউসের চত্বরে একটি ধোঁয়া বোমা ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আতঙ্কের সৃষ্টি হয়। এর পর নিরাপত্তার কারণে সাময়িক ভাবে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। কাউকে গ্রেফতার হয়নি। ওবামারা কেউই তখন হোয়াইট হাউসে ছিলেন না। তদন্ত শুরু হয়েছে। |