ইন্টারনেটে জালিয়াতি বিরোধী মার্কিন বিলের বিরোধিতায় ২৪ ঘণ্টার জন্য পরিষেবা বন্ধ রাখল উইকিপিডিয়া। মার্কিন বিল পিপা (প্রোটেক্ট ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট) এবং সোপা (স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট)-এর বিরুদ্ধে উইকিপিডিয়ার সঙ্গে এই প্রতিবাদে সামিল হল ওয়ার্ডপ্রেস এবং গুগলও। উইকিপিডিয়ার মতো ওয়েব পেজ পুরো কালো করে না রাখলেও নিজেদের লোগো কালো রঙে ঢেকে প্রতিবাদ জানাল গুগল।
ইন্টারনেট সংস্থাগুলির এই প্রতিবাদের ঘোর নিন্দা করেছেন মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন এবং মার্কিন বণিকসভা। শুধু তাই নয়, উইকিপিডিয়ার ওয়েব পেজ ২৪ ঘণ্টার জন্য ব্ল্যাক আউট করার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন খোদ সংস্থার সম্পাদকরাই। অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করে নিজেদের প্রশাসনিক ক্ষমতা ছেড়ে দিয়েছেন। উইকিপিডিয়ার অন্যতম সম্পাদক বলেন, “আমার মনে হয়, এই পদক্ষেপ নিয়ে সংস্থা পথপ্রদর্শকের ভূমিকায় চলে এসেছে। এই ভূমিকা খুবই বিপজ্জনক।”
মার্কিন বণিকসভার পক্ষ থেকে বলা হয়, বিলগুলিতে কেবলমাত্র বিদেশি সাইটের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। বিল দু’টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। আবার উইকিপিডিয়া ২৪ ঘণ্টা ব্ল্যাক-আউট রাখার সমালোচনা করে মোশন পিকচার্সের চেয়ারম্যান সেনেটর ক্রিস ডড বলেন, এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়া। এই ব্ল্যাক আউটও গিমিক ছাড়া আর কিছু নয়। এবং গোটা ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক। বিদেশি জালিয়াতদের হাত থেকে আমেরিকাকে বাঁচানোর যে চেষ্টা নির্বাচিত এবং প্রশাসনিক কর্তারা চালাচ্ছেন, তার প্রতিবাদ করে দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। |