খেলার টুকরো খবর

টেবল টেনিস
আন্তঃবিশ্ববিদ্যালয় টেবল টেনিস।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় স্থানীয় কবিগুরু ক্রীড়াঙ্গণে ১৪ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হল পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় টেবল টেনিস প্রতিযোগিতা। ছাত্রদের ২৬টি এবং ছাত্রীদের ১৮টি দল যোগ দিয়েছিল। ছাত্রদের মধ্যে উৎকল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করে যথাক্রমে বর্ধমান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় ও চতুর্থ স্থান পায় যথাক্রমে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর ক্রীড়া বিভাগের আধিকারিক সুদর্শন বিশ্বাস জানান, ২০ জানুয়ারি নাগপুরে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টেবল টেনিস প্রতিযোগিতায় পূর্বাঞ্চল বিভাগে প্রথম থেকে চতুর্থ স্থানাধিকারীরা যোগ দানে সুযোগ পাবে। বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যক্ষ ব্রজনাথ কুণ্ডু, কর্মসচিব মণিমুকুট মিত্র প্রমুখ।

জিতল দুবরাজপুর
দুবরাজপুরে ক্রিকেট প্রতিযোগিতা।
দুবরাজপুর নায়কপাড়া স্পোর্টস ক্লাব আয়োজিত রামভদ্র নায়ক এবং দিলীপ উপাধ্যায় স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। ১২ জানুয়ারি ক্লাব মাঠে ফাইনাল খেলা হয়। টসে জিতে ব্যাট করতে নেমে স্পোর্টস অ্যাসোসিয়েশন নিধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে। পরে স্থানীয় নওজোয়ান সঙ্ঘ ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে রানার্স হয়। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা ফিল্ডার নির্বাচিত হন যথাক্রমে স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাজেশ শর্মা, গোপাল সিংহ এবং গৌর সেন। এ দিনের খেলায় হাজির ছিলেন স্থানীয় বিধায়ক বিজয় বাগদি, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান তথা আয়োজক সংস্থার সভাপতি পীযূষ পাণ্ডে প্রমুখ। ক্লাবের সম্পাদক রামরেণু নায়ক জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি সহ যথাক্রমে ৭৫০০ টাকা এবং ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় ৩২টি দল যোগ দিয়েছিল।

ক্রীড়া প্রতিযোগিতা
রাজনগরে ভলিবল।
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১২ জানুয়ারি স্থানীয় চন্দ্রপুর স্কুল সংলগ্ন মাঠে ম্যারাথন রেস এবং ১৬টি দলের একদিনের ভলিবল প্রতিযোগিতা হয়েছে। ম্যারাথন রেসে ৫১ জন প্রতিযোগী যোগদিয়েছিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে রোহিত সিংহ, রামচন্দ্র দাস এবং বিশ্বজিৎ মণ্ডল। ভলিবলে স্থানীয় গড়দরজা ড্রামাটিক ক্লাবকে ২০/১৪ এবং ২০/১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুর ভলিবল টিম। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন গড়দরজার প্রসেনজিৎ কর্মকার। জয়পুরের কার্তিক সাহা নির্বাচিত হন ম্যান অফ দ্য সিরিজ।

নকআউট ফুটবল
পাত্রসায়রে ফুটবল
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি ও ছবিরানী দে স্মৃতি রানার্স কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলির আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন। সোমবার পাত্রসায়র ফুটবল মাঠে ফাইনালে আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন টাইব্রেকারে হাওড়ার বাগনান খাজুটি ফুটবল অ্যাকাডেমিকে হারিয়েছে। আয়োজক ক্লাবের সভাপতি নিতাই কর্মকার জানান, আরামবাগ স্পোর্টিং ইউনিয়নের বাসুদেব বেরা প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং বাগনান খাজুটি ফুটবল অ্যাকাডেমির উজ্জ্বল হালদার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলা শুরুর আগে ও বিরতিতে কলকাতার মোটরবাইক মাস্টার আজহারউদ্দিন গাজী বাইকে চেপে নানা কেরামতির খেলা দেখান।

জয়ী রসুলপুর
পাত্রসায়রের কাটোরা শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। কাটোরা ফুটবল মাঠে খেলা হয়। চ্যাম্পিয়ন হয়েছে পাত্রসায়রের রসুলপুর যুব সঙ্ঘ। ফাইনালে রসুলপুর এক রানে ইন্দাসের রোল শ্রীরামকৃষ্ণ পাঠচক্রকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর যুব সঙ্ঘ সাত ওভারে ৬ উইকেটে হারিয়ে ৫৩ রান তোলে। জবাবে রোল শ্রীরামকৃষ্ণ পাঠচক্র সাত ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রান করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রসুলপুরের রাকেশ বৈরাগ্য। রোলের বিরূপাক্ষ বেজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হয়েছেন। রাকেশ ২০ রান করার পাশাপাশি ৩ উইকেটও পেয়েছেন। একই ভাবে বিরূপাক্ষও ৩ উইকেট পেয়েছেন ও ১৮ রান করেছেন। প্রতিযোগিতায় ১৪টি দল যোগ দিয়েছিল।

বার্ষিক ক্রীড়া
আগামী ২০ জানুয়ারি মালিয়াড়া সন্তোষ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবার থেকে বাছাই পর্ব শুরু হয়েছে। প্রধান শিক্ষিকা মীনা চক্রবর্তী ও ক্রীড়া শিক্ষিকা সোমা মুখোপাধ্যায় জানান, ৪০ জন ছাত্রীদের মধ্যে ১০ জন মূল প্রতিযোগিতায় যোগ দেবে। ১২টি ইভেন্ট রয়েছে। এ বার এই প্রতিযোগিতা ৬২ বছরে পড়ল।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট
বিষ্ণুপুরের রূপসী বাংলা সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শুক্রবার। ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার দু’টি দল। এদের মধ্যে বিজয়ী হন অরিন্দম দাস ও গৌতম সরকার। রানার্স হন অভীক সাই ও যশোধন কারক। খেলা শেষে প্রাক্তন ক্রীড়াবিদ অতনু বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ কোলেকে সম্বর্ধনা জানান সংঘের সম্পাদক অমল রায়। বিজয়ী ও রানার্স-আপ হওয়া চার খেলোয়াড়ের হাতে অতনুবাবু ও কল্যাণবাবু পুরস্কার তুলে দেন।

আবাসিকদের ক্রীড়া
বিষ্ণুপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার বিষ্ণুপুর স্টেডিয়ামে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আবাসিকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন রাজ্যের আবাসন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক গুলাম আলী আনসারি, বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপ রায়, বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা প্রমুখ। আয়োজক ছিল বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশন। মিশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তরুণকুমার ভূষণ বলেন, “বাঁকুড়া জেলা ৯টি এবং পশ্চিম মেদিনীপুর জেলার ২টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ১১২ জন ছাত্রী এই প্রতিযোগিতার ৫টি ইভেন্টে যোগ দেয়। খেলা শেষে ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়”।

চ্যাম্পিয়ন বিষ্ণুবাটি
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা আন্তঃক্লাব সিনিয়র মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিষ্ণুবাটি গ্রামোন্নয়ন যুব সমিতি। রানার্স হয়েছে দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাব। ২\০ সেটে জয়ী হয় বিষ্ণুবাটি। ১৪ জানুয়ারি সিউড়ি ইন্দোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হয়। বোলপুর এবং রামপুরহাট মহকুমার চারটি দল যোগ দিয়েছিল।

ফাইনালে বীরভূম
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল বীরভূম। ১৩-১৫ জানুয়ারি হুগলির চুঁচুড়া স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হয়। প্রথমে জলপাইগুড়িকে ৭ উইকেটে এবং পরে উত্তরদিনাজপুরকে ৪৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে বীরভূম। ১১৭ রানে নটআউট থেকে বীরভূমের সোহেল হোসেন এবং ৪ উইকেট সংগ্রহ করে রুমেল হাসান নজর কাড়েন।

সংক্ষেপে
• জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ৫ ফেব্রুয়ারি সিউড়িতে ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে আন্তঃক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মহকুমা স্তরের খেলায় বিভিন্ন ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা ওই প্রতিযোগিতায় যোগ দানে সুযোগ পাবেন।
• ২২ জানুয়ারি বোলপুর মহকুমা ক্রীড়া পরিচালনায় এবং স্থানীয় ইন্দাস তরুণ সমিতির সহযোগিতায় ইন্দাস মাঠে হবে ২০১১-১২ মহকুমা আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা। যোগ দেবে ১২টি ক্লাব।
• ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ইস্ট জোন ক্রিকেট প্রতিযোগিতা ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বর্ধমানে। বীরভূম জেলা দল ওই খেলায় প্রতিনিধিত্ব করবে।
• মল্লারপুর অগ্রণী সঙ্ঘের পরিচালনায় ১৪ জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী ক্লাব মাঠে অনুষ্ঠিত হল ১২ দলের ভলিবল প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হয় স্থানীয় পারুলিয়া ভলিবল টিম। রানার্স হয়েছে মল্লারপুরের ধুমকেতু। ২৫\১৬ এবং ২৫\২১ পয়েন্টে ধুমকেতুকে হারায় পারুলিয়া।


নির্মল মাহাতো।
• দিঘার সৈকত উৎসবে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ে দ্বিতীয় হলেন পুরুলিয়ার কাশীপুরের অ্যাথলিট নির্মল মাহাতো। গত ১৩ জানুয়ারি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

• বাঁকুড়ার পাত্রসায়রের কাটোরা শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। কাটোরা ফুটবল মাঠে খেলা হয়। চ্যাম্পিয়ন হয়েছে পাত্রসায়রের রসুলপুর যুব সঙ্ঘ। ফাইনালে রসুলপুর এক রানে ইন্দাসের রোল শ্রীরামকৃষ্ণ পাঠচক্রকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর যুব সঙ্ঘ সাত ওভারে ৬ উইকেটে হারিয়ে ৫৩ রান তোলে। জবাবে রোল শ্রীরামকৃষ্ণ পাঠচক্র সাত ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রান করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রসুলপুরের রাকেশ বৈরাগ্য। রোলের বিরূপাক্ষ বেজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষিত হয়েছেন।
• শনি ও রবিবার দু’ দিন জুড়ে ইসিএল-এর সোদপুর অঞ্চলের ২৮ তম জোনাল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়াতে ইসিএলের মাঠে। যোগ দিয়েছিলেন সোদপুর অঞ্চলের অন্তর্গত আসানসোল ও পুরুলিয়ার কয়লাখনি এবং ওয়ার্কশপগুলির ১৫০ জন প্রতিযোগী। মোট ৩৮টি বিভাগে প্রতিযোগিতার পর সার্বিক ভাবে চ্যাম্পিয়ন হয়েছে পুরুলিয়ার পারবেলিয়া গ্রুপ। পুরুষদের বিভাগে একক সেরা হয়েছেন পারবেলিয়ার নির্ভেদ দাদর। মহিলাদের বিভাগে একক সেরা হয়েছেন আসানসোলের ধামো মেন কয়লাখনির দুর্গা মেঝাইন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.