নিজস্ব সংবাদদাতা • নামখানা |
সুন্দরবনে কুমির সুমারি শুরু করল বন দফতর। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি, নামখানা, ভাগবতপুর, রামগঙ্গা, রায়দিঘি ও ক্যানিংয়ের মাতলা এই ৬টি রেঞ্জে কুমির গণনা শুরু হয়। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বনাধিকারিক সমীর পাল জানান, সমস্ত রেঞ্জের আধিকারিকদের নিয়ে কুমির সুমারির প্রশিক্ষণ হয়েছে। এ দিন প্রতিটি রেঞ্জের দু’জন করে বনকর্মী ও এক জন করে স্বেচ্ছাসেবক নিয়ে কুমির গণনা শুরু হয়। ১০টি বিভাগে ভাগ হয়ে এলাকার বিভিন্ন নদী ও সমুদ্র সংলগ্ন দ্বীপ এলাকায় লঞ্চ নিয়ে যান তাঁরা। এ দিন জঙ্গল লাগোয়া দ্বীপ এলাকায় জলের নমুনা সংগ্রহ হয়েছে। পায়ের ছাপ দেখে কুমিরের বয়স ও তার দৈর্ঘ্য নির্ণয় হয়েছে।
|
|
দক্ষিণ ২৪ পরগনার জম্বুদ্বীপে চলছে কুমির
গণনার কাজ। ছবি: দিলীপ নস্কর। |
|
বুনো হাতি হামলা করে দুই ব্যক্তির ঘর ভাঙল। সোমবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের শামুকতলা থানার সম্বলপুর ও জয়পুর এলাকায়। শামুকতলা পঞ্চায়েত প্রধান রাহাবিয়াম কিসকু জানান, একটিই দলছুট হাতি হামলা চালিয়ে দুই বাসিন্দার ঘর ভেঙে চাল, আটা খেয়ে নেয়। বন দফতরে সমস্ত ঘটনা জানানো হয়েছে। সাউথ রায়ডাক রেঞ্জের আধিকারিক উৎপল দত্ত জানিয়েছেন, হাতির হানা ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। |
|
দুবরাজপুরে দয়াল সেনগুপ্তের তোলা ছবি। |
|