টুকরো খবর
ভুয়ো ভোটার রুখতে বুথে ছবি
বুথে ভোট দিতে ঢুকে নাম লেখানো, নাম মেলানো, আঙুলে কালি লাগাবার পরেও ভোট দিতে পারবেন না ভোটাররা। আগে তাঁদের ছবি তোলার জন্য হাসিমুখে ‘পোজ’ দিতে হবে। তবেই ইভিএম অবধি যাওয়ার অনুমতি মিলবে। মণিপুরের দশম বিধানসভা নির্বাচনে ছাপ্পা ভোট, ভুয়ো ভোট, ভুতুড়ে ভোটারের সমস্যা মেটাতে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে: প্রতিটি বুথে প্রত্যেক ভোটারের ছবি তুলে রাখা হবে। সচিত্র ভোটারতালিকার সঙ্গে বুথে তোলা প্রতিটি ছবি মিলিয়ে দেখার পরই শুরু হবে গণনা। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার পি সি লামকুংগা জানান, রাজ্যে মোট ভোটার ১৬ লক্ষ ৭৭ হাজার ২৭০ জন। বুথের সংখ্যা ২৩২৫। এর মধ্যে প্রায় ৩০০টি স্পর্শকাতর ও আড়াইশোটি অতি-স্পর্শকাতর বুথ। সেগুলিতে সিসিটিভি-ও থাকবে। ভোটপর্ব ‘লাইভ’ দেখাবার চেষ্টাও চলছে। ভোটগণনা হবে ৪ মার্চ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ তোলেন রাজ্যের রাজনৈতিক দলগুলি। এরপরেই নির্বাচন কমিশন প্রতি বুথে ক্যামেরা পাঠাবার সিদ্ধান্ত নেয়। মুখ্য নির্বাচনী অফিসারের কাছে এ নিয়ে দিল্লি থেকে নির্দেশনামা এসে পৌঁছেছে। ফলে রাজ্যকে ২৩২৫টি ক্যামেরা ও চিত্রগ্রাহকের বন্দোবস্ত করতে হচ্ছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, তিন নম্বর পোলিং অফিসারকে সচিত্র পরিচয়পত্রের অতিরিক্ত প্রতিলিপি দেওয়া হবে। তিনি ছবি তোলার পরে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে ছবির নম্বর লিখবেন। ভোটপর্বের পরে প্রিসাইডিং অফিসার মোট ভোটের সংখ্যা ও মোট ভোটারের ছবি সংগ্রহ ও নথিভুক্ত করবেন। এরপরে ক্যামেরাগুলি সিল করে, বুথের নম্বর লিখে, ইভিএম-এর সঙ্গেই তা জমা দিতে হবে। যদি গরমিল হয় তবে, রিটার্নিং অফিসার, নির্বাচন পরিদর্শক ও প্রিসাইডিং অফিসারকে তদন্ত করে তার কারণ খুঁজে বের করতে হবে। সব মিটলে তবেই ভোট গণনা হবে।

ত্রিপুরায় দলের সম্মেলনে থাকছেন প্রকাশ, নিরুপম
ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্মেলনে হাজির থাকছেন প্রকাশ কারাত। ২৯ জানুয়ারি প্রকাশ্য সমাবেশ দিয়েই শুরু হবে সম্মেলন। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। কার্যত সমাবেশ মঞ্চ থেকেই দেশের একমাত্র বামশাসিত রাজ্য ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যাবে। ২০১৩ সালের রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন। ত্রিপুরায় দলের রাজ্য সম্পাদক বিজন ধর জানান, রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। প্রকাশ্য সমাবেশে বিশাল জমায়েতের কথা মাথায় রেখেই আসাম রাইফেলস ময়দানে সভা করার অনুমতি চেয়েছে সিপিএম। রাজ্য কমিটির এক সদস্যের কথায়, সমর্থক ও কর্মীদের যে পরিমাণ জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে আসাম রাইফেল্স ময়দান না পাওয়া গেলে অসুবিধা হবে। আগরতলার অন্য কোনও ময়দানে এই সমাবেশ করা ‘কঠিন’ হবে বলেই দল মনে করছে। রাজ্য সম্মেলনে পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাটের হাজির থাকার কথা আছে। পশ্চিমবঙ্গ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা আসতে পারছেন না।

দুর্নীতি প্রশ্নে বিজেপিকে তোপ সনিয়ার
উত্তরাখণ্ডের রুরকিতে
নির্বাচনী প্রচারে সনিয়া গাঁধী।
মঙ্গলবার। পি টি আই
দুর্নীতি প্রশ্নে কংগ্রেসকে আক্রমণের কৌশল নিয়েছে বিজেপি। উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ নিয়েই আক্রমণ শানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে রমেশ পোখরিওয়াল নিশঙ্ককে সরিয়ে ভুবনচন্দ্র খান্ডুরিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তকে তুমুল আক্রমণ করলেন সনিয়া। সনিয়ার ব্যাখ্যা, “আগের মুখ্যমন্ত্রীর সময়কার দুর্নীতি ধামাচাপা দিতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেই সামগ্রিক ভাবে সরকারের দুর্নীতি কমে যায় না।” রাজ্য সরকারের উদ্যোগের অভাব ও উদাসীনতার জন্যই উত্তরাখণ্ডের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা নিতে পারছে না বলে জানান সনিয়া। তিনি বলেন, “মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পের টাকার মাত্র দশ শতাংশ গরিব মানুষের কাছে পৌঁছেছে। অন্য রোজগার প্রকল্পে বরাদ্দ টাকার মাত্রই ৪০ শতাংশ খরচ করেছে সরকার।” একমাত্র কংগ্রেসই রাজ্যকে সত্যিকারের উন্নয়নের পথে নিয়ে আসতে পারে বলে দাবি সনিয়ার।

গানে সেরা তন্ময়
দেশের মধ্যে গানে মেধা প্রতিযোগিতায় সেরা হয়েছেন শিলিগুড়ির প্রতিবন্ধী তরুণ তন্ময় চট্টোপাধ্যায়। নিখিল ভারত সঙ্গীত সোসাইটির তরফে ২০০৯-২০১০ সালের মেধা পুরস্কার তাঁকে দেওয়া হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে স্থানীয় অনুভব সংস্থার তরফে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সংস্থায় রয়েছেন তন্ময়। অনুভব সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ ২০১০ সালে ১৯ ডিসেম্বর কলকাতায় ওই পরীক্ষা দিয়েছিলেন। নজরুল সঙ্গীতে তিনি মুক্ত বিভাগে প্রথম হয়েছেন বলে গত ১৪ জানুয়ারি তাঁকে পুরস্কার দেওয়া হয়। ২২ জানুয়ারি অনুভবের বার্ষিক অনুষ্ঠানে তন্ময়কে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। শিলিগুড়ির দক্ষিণ ভারতনগরের বাসিন্দা ২২ বছরের তন্ময় মনসিক এবং মস্তিষ্কে পক্ষাঘাতজনিত কারণে প্রতিবন্ধী। তবে গানের প্রতি তার আগ্রহ দেখে বাড়িতে তাঁর গান শেখার ব্যবস্থা করেন বাবা, মা। নজরুল সঙ্গীত, লোকগীত, আধুনিক গানে প্রশিক্ষণ নেন।

নির্মাণকর্মী অপহৃত
ফের অপহরণের ঘটনা ঘটল ডিমা হাসাও জেলায়। দুষ্কৃতীরা লাংটিং থেকে বন্দুক দেখিয়ে মুখে তুলে নিয়ে গিয়েছে ত্রিবেণী কনস্ট্রাকশন কোম্পানির এক কর্মীকে। কারা এর পেছনে রয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। তাঁদের দাবি, সেনা-জওয়ানদের নিয়ে তল্লাশি চলছে। অপহৃতকে শীঘ্রই উদ্ধার করা সম্ভব হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানিসর জানান, কোম্পানিটি ওই এলাকায় ব্রডগেজ রেল লাইন বসানোর কাজ করছে। ২২ বছর বয়সি ধর্মেন্দ্র যাদব তাদের ক্রাশার মেশিনের ভারপ্রাপ্ত। থাকতেন লাংটিংয়ের নতুনহাজা গ্রামের এক অস্থায়ী তাঁবুতে। গত ১২ জানুয়ারি কয়েকজন বন্দুকধারী সেখানে হানা দিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। তবে এ পর্যন্ত কোনও সংগঠন এই অপহরণের দায়িত্ব নেয়নি। পুলিশের দাবি, মুক্তিপণ চেয়ে ফোনও আসেনি।

ইভিএম বাতিলে স্বামীর আর্জি খারিজ
ইভিএমে ভোটগ্রহণ ব্যবস্থা বাতিল করে ব্যালট পেপার ফেরানো, কিংবা ইভিএম থেকেই প্রিন্ট আউটের বন্দোবস্ত চালুর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর সেই আর্জি আজ খারিজ করে দিয়েছে কোর্ট। স্বামীর যুক্তি, ইভিএমেও কারচুপি সম্ভব। তাই তিনি বলেন, হাইকোর্ট যেন ইভিএম বাতিল অথবা তাতে প্রিন্টারের বন্দোবস্ত করতে কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু এ দিন বিচারকদের বেঞ্চ বলে, কমিশনকে এই নির্দেশ দেওয়া হাইকোর্টের পক্ষে অসম্ভব। তা ছাড়া ইভিএমে কারচুপির নির্দিষ্ট অভিযোগ স্বামী করেননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.