রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন চিন্ময় গুহ। ছ’মাসের জন্য তাঁকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। চিন্ময়বাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান। আজ, বুধবারই তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন ওই অধ্যাপক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য করুণাসিন্ধু দাসের কার্যকাল শেষ হয়েছিল গত জুলাইয়ে। ছ’মাসের জন্য তা বাড়ানো হয়। ওই মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আইন অনুযায়ী একজন উপাচার্যের মেয়াদ একাধিক বার বাড়ানো যায় না। তাই ছ’মাসের জন্য চিন্ময়বাবুকে উপাচার্য করা হয়েছে।” সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক চিন্ময়বাবু স্নাতকোত্তর করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি যাদবপুরে। ১৯৮৪ সালে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর শিক্ষক জীবন শুরু। ইংরেজি, ফরাসি ও বাংলায় বেশ কিছু বই লিখেছেন তিনি। ২০১০-এ ফরাসি সরকার তাঁকে ‘নাইটহুড অফ অ্যাকাডেমিক পামস’ দিয়েছে। বিদ্যাবত্তার স্বীকৃতির ক্ষেত্রে এটি সে দেশের সর্বোচ্চ সম্মান।
|
বর্ষায় জল জমার সমস্যা থেকে রেহাই পেতে চলেছেন পাইকপাড়া, বেলগাছিয়া, মিল্ক কলোনি ও রাজা মণীন্দ্র রোডের বাসিন্দারা। মঙ্গলবার দত্তবাগানে একটি পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভা সূত্রে খবর, জনস্বাস্থ্য দফতরের অধীনে সেখানে একটি পাম্পিং স্টেশন ছিল। সেটি ঠিক মতো কাজ করত না। পালাবদলের পরে ওই দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে পাম্পিং স্টেশনটি কলকাতা পুরসভার হাতে আসে। শোভনবাবু বলেন, “দীর্ঘদিনের সমস্যা মিটল।” মেয়র পারিষদ (নিকাশি) রাজীব দেব জানান, আগে ওই স্টেশন থেকে দিনে ৪০ কিউসেক জল বার করা যেত। এখন থেকে রোজ ১৬৫ কিউসেক জল বাগজোলা খালে পড়বে। বর্ষায় জল জমার সম্ভাবনা কমবে।
|
প্রতারণার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হল এক ব্যক্তি। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন মঙ্গলবার জানান, ধৃতের নাম আসিফ ইউনিস। পুলিশ জানায়, হরেকৃষ্ণ কোনার রোডে একটি ‘প্লেসমেন্ট এজেন্সি’র ব্যবসা ফেঁদেছিল সে। |