|
|
|
|
১১ই থেকে ১১ দাবিতে আন্দোলনে ফব |
কোচবিহারে কোর কমিটি |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ ঘোষণার মতো এগারো দফা দাবিতে আন্দোলনে নামছে ফরওয়ার্ড ব্লক। রবিবার কোচবিহারে আয়োজিত দলের উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ দাবি আদায় কোর কমিটির প্রথম বৈঠকে ওই ব্যাপারে একগুচ্ছ আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এমনকী, দাবি পূরণে উত্তরবঙ্গের ছয় জেলায় জনমত গড়ে তোলার ব্যাপারেও একমত হয়েছেন বৈঠকে উপস্থিত দলের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে টানা একমাস উত্তরবঙ্গ জুড়ে ধারাবাহিক আন্দোলন হবে। তার মধ্যে প্রতি জেলায় নাগরিক কনভেনশন, গণডেপুটেশন, সভা তো থাকছেই, পাশাপাশি বাসিন্দাদের বাড়িতে গিয়ে দাবি পূরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে পুস্তিকা বিলি করে নিয়ে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা হয়েছে। ওই কমিটির সম্পাদক তথা দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য উদয়ন গুহ বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে বিধিবদ্ধ করার পাশাপাশি এখানকার ছয় জেলার ১১ দফা বিষয় নিয়ে সাধারণ মানুষের জন্য ওই আন্দোলনে নামছি। এটা কোনও নির্বাচনের দিকে তাকিয়ে করা হচ্ছে না। কারণ গত ৬৪ বছরে উত্তরবঙ্গ উন্নয়নে পিছিয়ে রয়েছে। তার মধ্যে যে বামেদের ৩৪ বছর রয়েছে তা নিয়েও আমরা কোনও রাখঢাক করছি না। দলীয় সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১১ তারিখে জলপাইগুড়িতে, ১৯ তারিখে কোচবিহারে, ২৬ তারিখে শিলিগুড়িতে নাগরিক কনভেনশনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কনভেনশন হবে। ১১ মার্চ আলিপুরদুয়ারে শেষ কনভেনশনটি হবে। উদয়নবাবু ছাড়াও সম্পাদকমন্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর ও গোবিন্দ রায়, প্রবাল রাহা, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, পরেশ অধিকারী, করুণ গঙ্গোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে নির্দিষ্ট বিধিনিয়ম নেই। যখন যে সরকারে থাকছে ইচ্ছে মতো কমিটি সাজানো হচ্ছে। ২০০৬ সালে আচমকা ভাইস চেয়ারম্যান পদ তুলে দেয় বাম সরকার। এবার আবার প্রাক্তন জনপ্রতিনিধি একজনকে সদস্য করা হয়েছে। কোন খাতে কত টাকা খরচ হবে তারও নির্দিষ্ট নিয়ম নেই। এসব কিছু নিয়ে বিধি চালু না হলে যথার্থভাবে উন্নয়ন সম্ভব নয়। ফরওয়ার্ড ব্লকের দাবি, উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে বাসিন্দাদের ক্ষোভ মেটাতে তাঁদের আন্দোলনের চাপেই ২০০০ সালে বাম সরকার ওই পর্ষদ গঠন করে। ওই দাবি ঘিরে আন্দোলনে ভালই সাড়া মিলেছিল। ওই তালিকায় রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি, এনবিএসটিসির বেহাল দশা ঘোচানো, তিস্তার দ্বিতীয় সড়ক সেতু নির্মাণ, মাথাভাঙ্গায় পঞ্চানন বিশ্ববিদ্যালয় তৈরি, বেহাল রাস্তা সংস্কার, জলপাইগুড়িতে দ্রুত সার্কিট বেঞ্চ চালুর মতো বিষয় রয়েছে। উদয়নবাবু বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল উত্তরবঙ্গেই করতে হবে। রায়গঞ্জে যেহেতু ওই হাসপাতাল তৈরির দাবি প্রথম উঠেছিল তাই সেখানে হাসপাতাল হলে আমাদের আপত্তি নেই।” এ বার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ফরওয়ার্ড ব্লক ৭টি আসনে জয়ী হয়েছে। ২০০৬ সালে তারা ৫টি আসন পেয়েছিল। পরে উপনির্বাচনে তারা আরও ১টি আসন পায়। জেলার রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভায় বামেদের ভরাডুবির মধ্যেও দলের এই সাফল্য আগামী পঞ্চায়েত ভোটে ধরে রাখতে চায় ফরওয়ার্ড ব্লক। এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে তাই কংগ্রেসের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উসকে দিতে চায় ফরওয়ার্ড ব্লক। |
|
|
|
|
|