সংস্কৃতি যেখানে যেমন

গুপ্তিপাড়ার পাঠাগার আয়োজিত নাট্য উৎসব
হুগলির গুপ্তিপাড়ার শিশির বাণীমন্দির পাঠাগার আয়োজিত ২৯ তম নাট্য উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠাগারের সুশীল মৌলিক স্মৃতি মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্কুল-পড়ুয়াদের নিয়ে বসে আঁকো, প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ন’দশকের পুরনো ওই পাঠাগারের সম্পাদক নীহারেন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায় জানান, নাট্য উৎসবে মোট ৭টি দল যোগ দেয়। দর্শকের বিচারে চুঁচুড়ার ‘এষণা’ পরিবেশিত নাটক ‘অপরাহ্নের আলো’ প্রথম হয়। দ্বিতীয় উত্তরপাড়ার ‘থিয়েটার প্রসেনিয়াম’-এর ‘তবু বিহঙ্গ’। তৃতীয় স্থান অধিকার করে চন্দননগরের ‘যুগের যাত্রী’ অভিনীত ‘স্বর্ণচাঁপা’। শ্রেষ্ঠ অভিনেতার মর্যাদা পান ‘যুগের যাত্রী’-র রামকৃষ্ণ মণ্ডল। সেরা অভিনেত্রী ‘এষণা’-র নন্দিনী দে। নাট্যোৎসবে যোগদানকারী অন্য দলগুলি চন্দননগরের সৃজন, বাঁশবেড়িয়ার ‘বৃশ্চিক নাট্য সংস্থা’, গোবরডাঙার ‘রূপান্তর’ এবং পাণ্ডুয়ার ‘জামনা মিলন সঙ্ঘ’। অনুষ্ঠানে নাট্যকার ও অভিনেতা শঙ্কর বসুঠাকুরকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম মাঝি, নাট্যকার শিবংকর চক্রবর্তী, লেখক ঘনশ্যাম চৌধুরী প্রমুখ বিশিষ্টজন।

নিক্বণ-এর মেলা উপলক্ষে শোভাযাত্রা বালিতে। নিজস্ব চিত্র।

শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠান
রবিবার আরামবাগের আমরেল গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ‘কিশলয় মুক্তি মন্দির’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এলাকার কয়েকজন বেকার তরুণ-তরুণী খোলা আকাশের নীচে ওই স্কুল চালাচ্ছিলেন। সম্প্রতি গ্রামবাসীদের সাহায্যে একটি খাস জায়গায় অস্থায়ী ভাবে ছিটেবেড়ার একটি বড় ঘর তৈরি করা হয়েছে। শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখানে পড়ানোর বন্দোবস্ত করা হচ্ছে। ওই তরুণ-তরুণীরা জানালেন, আশপাশের কয়েকটি গ্রামের অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষায় পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশোনা শেখানোর পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, শরীরচর্চা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতেই তাঁরা ওই স্কুল চালানোর সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অঙ্কন, নাটক, আবৃত্তি প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়।

হস্তশিল্প মেলা
মেলার ছবি। নিজস্ব চিত্র।
তৃতীয় বর্ষ নবগ্রাম হস্তশিল্প মেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। নবগ্রামের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি যৌথ ভাবে ওই মেলায় আয়োজন করে। নবগ্রাম সেবক সঙ্ঘ ময়দানে ৯ দিন ধরে মেলা চলে। পোশাক, মাটির সামগ্রী, টেরাকোটার কাজ, বিভিন্ন রকমের পুতুল-সহ স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন রকমের জিনিস মেলায় প্রদর্শিত হয়। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সামাজিক কর্মসূচিও পালিত হয়। সংগঠকেরা জানান, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের আয়ের পথ দেখানোই মেলার উদ্দেশ্য।

স্কুলের সুবর্ণজয়ন্তী পালন আরামবাগে
তিন দিন ধরে পালিত হল হুগলির আরামবাগের কড়ুই পি সি হাইস্কুলের সুবণর্র্ জয়ন্তী উৎসব। গত ১২ জানুয়ারি উৎসবের উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী অঘনানন্দ। উৎসবের অনুষ্ঠানসূচিতে ছিল প্রাক্তনীদের পুনর্মিলন ও সম্বর্ধনা, আল্পনা, চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী। বসে আঁকো, আবৃত্তি, ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হয়। নাটক, শ্রুতিনাটক পরিবেশিত হয়। এ ছাড়াও ছিল শিক্ষা বিষয়ক আলোচনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবুজ মেলা
প্রায় ১০ বছর বন্ধ থাকার পরে এ বার ফের আয়োজিত হচ্ছে ‘তারকেশ্বর সবুজ মেলা’। তারকেশ্বরের ‘সবুজ কালচারাল সোসাইটি’-র উদ্যোগে সেখানকার সাহাপুরে একটি হিমঘর প্রাঙ্গণে ওই মেলা আরম্ভ হবে আগামী বুধবার। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, আয়োজিত হবে ১১ তম কৃষিমেলা, পুষ্প প্রদর্শনী, সাংস্কতিক প্রতিযোগিতা, সেমিনার-সহ বিভিন্ন অনুষ্ঠান। থাকবে বইমেলা।

কোথায় কী
চন্দননগরের যুগের যাত্রী আয়োজিত ‘নাট্যমেলা’। ২৬-২৯ জানুয়ারি। রবীন্দ্রভবনে।
চন্দননগরের খলিসানি সঙ্গীতা মিউজিক কলেজ আয়োজিত নৃত্য উৎসব। ২১-২২ জানুয়ারি। রবীন্দ্রভবন মঞ্চে।
আরামবাগ গ্রন্থমেলা কমিটির উদ্যোগে চতুর্থ বর্ষ বইমেলা। ১৬-২২ জানুয়ারি আরামবাগের জুবিলি পার্ক মাঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.