|
|
|
|
জলপাইগুড়িতে বৈঠক শ্রম প্রতিমন্ত্রীর |
ঢেকলাপাড়া মডেলে সাহায্য সারা রাজ্যেই |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ডুয়ার্সের ঢেকলাপাড়া চা বাগানকে সামনে রেখে রাজ্যের সব বন্ধ কলকারখানার শ্রমিকদের সাহায্যের ‘মডেল’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে নতুন করে অর্ধাহার অনাহারের অভিযোগ ওঠায় বিব্রত রাজ্য সরকার। রবিবার শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জলপাইগুড়িতে এসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বিধানসভার শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটিও জলপাইগুড়িতে এসেছে। সেই দলের সদস্য হিসাবেই দফতরের প্রতিমন্ত্রী জেলায় এসেছেন। এ দিন তিনি ঢেকলাপাড়া চা বাগানের পরিস্থিতি নিয়ে পৃথক ভাবে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। আজ, সোমবার তিনি ঢেকলাপাড়া চা বাগানে যেতে পারেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও সোমবার ঢেকলপাড়ায় যাচ্ছেন। ঢেকলাপাড়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করছে শ্রম দফতর। ঢেকলাপাড়া চা বাগান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলতে থাকায় বন্ধ বাগান খোলার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে বলে শ্রম দফতর সূত্রে দাবি করা হয়েছে। সে কারণেই বাগান খোলার চেয়েও শ্রমিকদের দীর্ঘস্থায়ী ‘ত্রাণ’ সরবরাহের বিষয়কে প্রাধান্য দিচ্ছে শ্রম দফতর। এদিন শ্রম দফতরের প্রতিমন্ত্রী বলেন, “শুধু ঢেকলাপাড়া চা বাগান নয়, রাজ্যে ৫৪ হাজারেরও বেশি কলখারখানা বন্ধ রয়েছে। আমরা প্রথমেই বন্ধ কলকারখানাগুলির শ্রমিক এবং মালিকপক্ষকে আলোচনায় নিয়ে এসে সেগুলি খোলাতে চলেছি। তবে কিছু ক্ষেত্রে (যেমন ঢেকলাপাড়া) আইনি প্রক্রিয়া চলতে থাকায় জটিলতা রয়েছে। সেসব ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ তৈরি করা হবে।” ঢেকলাপাড়ার পরিস্থিতি নিয়ে বিশদে রিপোর্ট জমা পড়ার পরে শ্রম দফতর থেকে একটি বিশেষ প্যাকেজ তৈরি করে তা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে এ দিন প্রতিমন্ত্রী জানিয়েছেন। সেই প্যাকেজ অনুমোদন পেলে রাজ্যে যে সব বন্ধ কলকারখানা খোলার ক্ষেত্রে জটিলতা রয়েছে সেখানে ঢেকলাপাড়ার মডেলে প্যাকেজ দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে একশো দিনের কাজ চললেও সেখানকার শ্রমিকরা কাজের মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত মজুরি প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি সরকারি স্তরে যে সব জন উন্নয়ন প্রকল্প রয়েছে তার সবই ঢেকলাপাড়ায় চালু করার ব্যবস্থা করা হবে বলে এ দিন জলপাইগুড়িতে শ্রম প্রতিমন্ত্রী জানান। |
|
|
|
|
|