তফসিলি জাতি ও সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সংকীর্ণ রাজনীতি করার জন্য প্রকাশ্যেই দলকে বিঁধলেন সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লা। রবিবার মুর্শিদাবাদের রানিনগরে একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী রেজ্জাক মোল্লা বলেন, “বিধানসভা নির্বাচনের আগে মতুয়া মায়ের হাত ধরেছিলেন মমতা। তেমনই আমাদের গৌতম দেবও তাঁর হাত ধরেছিলেন। দিদিমণিকে ডান হাতে আশীর্বাদ করলেও গৌতমকে বড়মা আশীর্বাদ করেছিলেন বাঁ হাত দিয়ে। ডান হাতে আশীর্বাদ করায় দিদিমণি জিতে গেলেন। আর গৌতম হেরে গেলেন। সেই সঙ্গে আমাদের বামফ্রন্ট সরকারও হেরে যায়।”
সংখ্যালঘুদের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে রেজ্জাক বলেন, “সাচার কমিটির রিপোর্ট নিয়ে আমি বারবার আমাদের সরকারকে বলেছি। কিন্তু ৩৪ বছরে আমার কথায় কেউ কান দেয়নি। শেষ মুহূর্তে সাচার কমিটির রিপোর্ট সামনে রেখে সংখ্যালঘু-দরদী হয়ে পড়ে আমাদের সরকার। কিন্তু মানুষ আমাদের বিশ্বাস করেননি।” তাঁর কথায়, “সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ ও দলিতদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সরকারের। আমাদের আমলে বামফ্রন্ট সরকার তা করেনি। শাসক দল হিসেবে তৃণমূল সরকারও সেই পথে হাঁটছে না। এ জন্য ধর্মনিরপেক্ষ মানুষকে এক ছাতার তলায় আসতে হবে এবং তারা এক জায়াগায় এসে আওয়াজ তুললে তা সরকারকে মানতে হবে।” |