|
|
|
|
ঘাটালে ক্ষোভ |
সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়নি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘোষণা হয়েছে অনেক আগেই। সরকারি ভাবে জোরদার প্রচারও চলছে। কিন্তু ঘাটাল মহকুমার ৫টি ব্লকে সহায়ক-মূল্যে ধান কেনা শুরু হল না এখনও। কবে থেকে সরকারি ভাবে ধান কেনা শুরু হবে, তা নিশ্চিত ভাবে জানাতেও পারছে না মহকুমা প্রশাসন। ফলে কৃষকদের বিভ্রান্তি বাড়ছে। ধান কেনা শুরু করার দাবিতে বিজেপি থেকে সিপিএমের কৃষক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ-আন্দোলন শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। লাভ হয়নি। মহকুমা খাদ্য নিয়ামক রাধানাথ মণ্ডল বলেন, “ঘাটালে পযার্প্ত চালকল নেই। এ ছাড়াও যে সব সংস্থাগুলোকে ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যোগাযোগ করছে না। তবে আমরা দ্রুত সহায়ক-মূল্যে ধান কেনা শুরু করার চেষ্টা চালাচ্ছি।” ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী অবশ্য বলেন, “ঘাটালে ধান কেনা সে ভাবে শুরু না হলেও চন্দ্রকোনা-১ ব্লকের কিছু এলাকায় ধান কেনা চলছে। কিছু সমস্যা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানোও হয়েছে।”
কৃষি দফতর সূত্রের খবর, ঘাটাল মহকুমায় গত আর্থিক বছরে ৯ লক্ষ ৯৭২ টন বোরো ধানের চাষ হয়েছিল। আমন ধান চাষ হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৮৭৬ টন। আর আউসের ফলন হয়েছে ৪ হাজার ৮৫৫ টন। সরকার সহায়ক-মূল্যে ধান কেনার কথা ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। কিন্তু বাস্তবে তা কার্যকর না হওয়ায় হতাশ চাষিরা ৭৫০-৮০০ টাকাতেই ধান বিক্রি করে দিচ্ছেন। এমনিতেই গত কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমায় আলু, সর্ষে-সহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর সদ্য তোলা আমন এবং আউস ধানের দাম না পাওয়ায় চাষিদের অবস্থা সঙ্গিন। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি অজিত দে বলেন, “যাতে চলতি সপ্তাহেই ঘাটালে সরকারি মূল্যে ধান কেনা শুরু হয়,তার জন্য জোর চেষ্টা চলছে।” |
|
|
|
|
|