টুকরো খবর |
কবিতা উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অষ্টম মেদিনীপুর কবিতা উৎসব হল মেদিনীপুরে। রবিবার উৎসবের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। স্থানীয় পত্রিকা ‘উপত্যকার’ এই উৎসবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের কবি রাজকুমার কাজরিয়াল, অন্ধ্রপ্রদেশের শ্রীকান্ত কপুরি, জ্যোতির্ময় দাস, অমল কর, নমিতা চক্রবর্তী প্রমুখ। অসীম কুমার মান্না, হরপ্রসাদ সাহু, অচিন্ত্য নন্দী, নিলয় মিত্র ও শঙ্কর বসুমল্লিককে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে। ‘উপত্যকা’র সম্পাদক তাপস কুমার মাইতি জানান, দিনভর চলা এই উৎসবে দুই মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেছেন। প্রকাশিত হয়েছে একগুচ্ছ পুস্তকও।
|
জেলা বিজ্ঞান মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। যুব কল্যাণ দফতরের পরিচালনায় ও কলকাতার বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালার সহযোগিতায় এই মেলা হয়। শহরের কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে (বালক) শনি ও রবিবারদু’দিন ধরে মেলা চলে। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন খড়্গপুর আইআইটি’র প্রাক্তন অধ্যাপক সুকুমার মাইতি। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস প্রমুখ। জেলা যুব আধিকারিক রবীন্দ্রনাথ মণ্ডল জানান, ৫টি স্কুল ও ২টি সায়েন্স ক্লাব থেকে সব মিলিয়ে ২৫ জন ছাত্রছাত্রী এই মেলায় যোগ দেয়। বিজ্ঞানের বিভিন্ন মডেল প্রদর্শন করে তারা।
|
মূর্তি উন্মোচন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে রবিবার খড়্গপুর-২ ব্লকের অন্তর্গত দুবগোহাল হাইস্কুলে অনুষ্ঠান হল। স্কুল ক্যাম্পাসেই স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র।
|
বাড়িতে আগুন |
ডেবরা থানা এলাকার নন্দবাড়ি গ্রামে এক ব্যক্তির বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেল শনিবার রাতে। আগুন লাগার কারণ জানা যায়নি। বাড়ির সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের খবর নেই। খবর পেয়ে রবিবার গ্রামে যান ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি। বিধায়ক জানান, জাহাঙ্গির খানের বাড়ি ভস্মীভূত হয়েছে। তিনি অত্যন্ত গরিব। ক্ষতিগ্রস্ত এই পরিবারকে আপাতত কিছু সাহায্য করেছেন বিধায়ক। ভবিষ্যতে পঞ্চায়েতের মাধ্যমে সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
|
আবৃত্তি’র প্রসারে |
আবৃত্তি চর্চায় উৎসাহ বাড়াতে এগিয়ে এল বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ। গত বৃহস্পতিবার মঞ্চের উদ্যোগে এক আবৃত্তি প্রতিযোগিতা হয়ে গেল খাকুড়দায়। স্থানীয় বড়মোহনপুর হাইস্কুল প্রাঙ্গণেই এই প্রতিযোগিতা শতাধিক ছেলেমেয়ে যোগ দিয়েছে বলে জানান মঞ্চের সম্পাদক সুব্রত গিরি। |
|