টুকরো খবর
বিষ্ণুপুরে অব্যাহত হাতির তাণ্ডব
হাতি তাড়ানো নিয়ে পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ বনবিভাগ ও বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। এক এলাকা থেকে বিতাড়িত হাতির দল অন্য এলাকায় গিয়ে তাণ্ডব চালাচ্ছে। ফলে ক্ষোভ ছড়াচ্ছে বাসিন্দাদের মধ্যে। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণ বনবিভাগ হাতিগুলিকে শিলাবতী নদী পার করে বিষ্ণুপুরের দিকে ঠেলে দিচ্ছে। হাতিরা এপাড়ে এসে হামলা চালাচ্ছে। বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগ একই ভাবে হাতির দলকে শিলাবতী নদী পার করিয়ে মেদিনীপুরের দিকে পাঠিয়ে দিচ্ছে।
নষ্ট হয়ে যাওয়া আলুখেত। নিজস্ব চিত্র।
দুই বন বিভাগের সমন্বয়ের অভাবে নদীর দুই পাড়ের গ্রামে হাতিগুলি ক্ষতি চালাচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। কলাবাগান, ধানশোল, পিয়ারডোবা, রাজপুরের ক্ষুব্ধ বাসিন্দারা বনদফতরের বাঁকাদহ রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। শনিবার রাতেও ৫০টি হাতি গোলকপুর, পুণ্যাডিহি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০ বিঘা আলু নষ্ট করে। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “ক্ষয়ক্ষতির হিসাব চলছে। সরকারি নিয়ম মেনে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।” এ দিকে বড়জোড়ায় শনিবার রাতে নতুন করে হাতিরা ফের বিভিন্ন গ্রামের ১০টি ঘর ভেঙেছে। এ নিয়ে চার দিনে ৬০টির বেশি ঘর ভাঙল হাতিরা। গৃহহীনদের ক্ষোভ, “এই শীতে হাতিরা ঘর ভাঙায় নিরাশ্রয় হয়ে পড়েছি। কিন্তু বনকর্মীদের দেখা পাওয়া যায়নি।”

জীববৈচিত্র নিয়ে প্রতিযোগিতা
সাঁইথিয়ায় অনির্বাণ সেনের তোলা ছবি।
আন্তর্জাতিক জীববৈচিত্র বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল সাঁইথিয়া রবীন্দ্র ভবন ও সাঁইথিয়া বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে। শনিবার ও রবিবার এই অনুষ্ঠানগুলি হয়। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদের সহযোগিতায় বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলা কমিটি জীববৈচিত্র সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। উদোক্তাদের পক্ষে গঙ্গাধর ঘোষ বলেন, “জেলার তিনটি মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জীব বৈচিত্র্য সম্পর্কে বসে আঁকো প্রতিযোগিতা, তাৎক্ষনিক বক্তৃতা, ক্যুইজ, প্রবন্ধ ও জৈব মানচিত্র আঁকার প্রতিযোগিতা হয়।” প্রতিযোগিতাগুলির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট ১৫ জনকে এ দিন পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম, বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তপন চট্টোপাধ্যায়, সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ, বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলা সভাপতি কালীপদ দাস ও সম্পাদক জয় মুখোপাধ্যায় প্রমুখ। রবিবার বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে দু’টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দুই প্রতিযোগিতার বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হয়। পরে সবাই ময়ূরাক্ষী নদীর ধারে বনভোজন করে। শেষ পর্যায়ের দু’টি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল সাঁইথিয়া পুরসভা। অনুষ্ঠানের দু’দিনই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জীব ও বৈচিত্র্য পর্ষদের আধিকারিক সুমিত মান্না।

ডগ-শো
খড়্গপুরে ডগ-শো
খড়্গপুর শহরের ট্রাফিক রিক্রিয়েশন গ্রাউন্ডে দু’দিনের ডগ-শো হয়ে গেল রবিবার। আয়োজন কেনেল ক্লাব। ১৯৯৬ সাল থেকে এই ক্লাব ডগ-শো করে আসছে। এ বার দু’দিন দু’ধরনের প্রতিযোগিতা হয়। প্রথম দিন অর্থাৎ শনিবার ছিল, ‘ওবিডিয়েন্ট শো’। কোন কুকুর মাস্টারের কথায় কেমন কাজ করে তা দেখা হয়। এই প্রতিযোগিতায় আরপিএফ, জিআরপি, টাটা স্টিলের ডগ স্কোয়াড-সহ বিভিন্ন ব্যক্তির পালিত কুকুরও যোগ দেয়। প্রথম হয়েছে টাটা স্টীল। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে আরপিএফ ও উত্তম বাঁকুড়ার কুকুর। রবিবার ছিল প্রজাতি বা ‘ব্রিড শো’। ৩০টি প্রজাতির কুকুর প্রতিযোগিতায় যোগ দেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খড়্গপুরের রেলওয়ে পুলিশ সুপার শঙ্কর চক্রবর্তী, টাটা স্টিলের প্রশাসনিক আধিকারিক ভি কে সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

মারা গেল কুন্তলিনী
অসুখে ভুগে মৃত্যু হল জলদাপাড়ার কুনকি কুন্তলিনীর। শনিবার রাতে জলদাপাড়ার পূর্ব রেঞ্জে হাতিটি মারা যায়। রবিবার ভোরে পিলখানায় মৃত হাতি দেখেন বনকর্মীরা। বয়স ৬২ বছর। ১৯৭০ সালে সোনপুর মেলা থেকে এটি কিনে কুনকির প্রশিক্ষণ দিয়ে জঙ্গল রক্ষার কাজে লাগায় বন দফতর। কয়েক বছর আগে তার পায়ের ঘা হয়। চলাফেরায় অসুবিধা হচ্ছিল তার। কুন্তলিনীর জন্য বিশেষ ধরনের জুতো তৈরি করে আনে বন দফতর। ঘা শুকিয়ে যাওয়ার পর তার প্রয়োজন হত না। দুই সপ্তাহ আগে হাতিটি ফের অসুস্থ হয়ে পড়ে সেটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.