টুকরো খবর
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র তৈরিতে অনুমতি
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) তৈরিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। আগে থেকে জঙ্গি হামলা ঠেকানোই হবে এর কাজ। ২৬/১১-এর জঙ্গি হামলার পর সন্ত্রাস দমনে এনসিটিসি তৈরির প্রস্তাব দেন পি চিদম্বরম। কিন্তু নানা মহল থেকে আপত্তির ফলে দু’বছর ধরে এই প্রস্তাবটি ঝুলে ছিল। সন্ত্রাসবাদী হামলা রোখার জন্য গোয়েন্দা তথ্য দিয়ে এনসিটিসিকে সাহায্য করবে মাল্টি-এজেন্সি সেন্টার (ম্যাক)। এনসিটিসি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি তথা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করবে। এনআইএ, ন্যাটগ্রিড ও এনএসজি-র পর সন্ত্রাস দমনে এই নিয়ে চতুর্থ সংস্থা গঠিত হল। প্রাথমিক ভাবে এনসিটিসি-কে যে পরিমাণ শক্তিশালী করার প্রস্তাব করেছিলেন পি চিদম্বরম, তার থেকে অনেক লঘু আকারে এনসিটিসি অনুমতি পেল। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, “প্রস্তাবের সঙ্গে বাস্তবের ফারাক থাকবেই। তবে এই সংস্থা যে গঠিত হচ্ছে, সেটাই ইতিবাচক দিক। সময়ের সঙ্গে এই সংস্থা আরও ক্ষমতাশালী হয়ে উঠবে।” এতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের সমস্যা আরও বাড়বে বলে মানতে রাজি নন চিদম্বরম। তাঁর বক্তব্য, “সব উন্নত দেশেই এই ধরনের বিশেষ কেন্দ্র তৈরি হয়েছে। এ দেশে তিন বা পাঁচ বছর আগে তৈরি হলে আরও ভাল হত।”

ভোটে টাকা বিলি রুখতে চিঠি রিজার্ভ ব্যাঙ্ককে
পাঁচ রাজ্যে বিধনসভা ভোটের সময় ‘ঘুষ দিয়ে ভোট কিনতে’ ব্যাঙ্ককে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। আর এর জন্য যাতে ব্যঙ্কগুলিকে সহজে ব্যবহার না করা যায়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) পদক্ষেপ করতে বলে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি গাজিয়াবাদ ও দিল্লির সীমানায় ২টি ভ্যানে তল্লাশি চালিয়ে আয়কর দফতর ১২ কোটি ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে। ইতিমধ্যে অন্য একটি অঞ্চলে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ৬০ লক্ষ কালো টাকা। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে এই টাকা লেনদেন করা হয়নি বলে অভিযোগ। নির্বাচন কমিশনের সন্দেহ, ভোটের মুখে ঘুষ দিতেই ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতেই রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গাজিয়াবাদে উদ্ধার হওয়া টাকা কী কারণে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কে তদন্ত করতে চিঠিতে আর্জি জানানো হয়। শুধু তা-ই নয়, ব্যাঙ্কগুলিকে কাজে লাগিয়ে ভোটের মুখে যাতে অবৈধ লেনদেন না হয়, সে জন্যও রিজার্ভ ব্যাঙ্ককে পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছে কমিশন।

বয়স-বিতর্কে চর্চা বন্ধ হোক, চান সেনাপ্রধান
প্রকাশ্যে বয়স-বিতর্ক নিয়ে চর্চা বন্ধ হোক বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিজয়কুমার সিংহ। দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। কারণ, তিনি যা-ই বলবেন, তারই ভুল ব্যাখ্যা করা হবে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি হবে কি না, জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। তাঁর কথায়, “যে ভাবে কাজ করার কথা, আমি সে ভাবেই করছি।” বয়স-বিতর্কে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির তাঁর পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি আমার প্রতি আস্থা রেখেছেন। যাতে আমার প্রতি বিশ্বাস রাখা যায়, আমিও তেমন কাজই করেছি।”

প্রয়াত দেশের প্রথম মহিলা চিত্র-সাংবাদিক
ইতিহাসের বেশ কিছু অনন্য মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রেখে চলে গেলেন দেশের প্রথম মহিলা চিত্র-সাংবাদিক হোমাই ব্যেরাওয়ালা (৯৮)। খাট থেকে পড়ে যাওয়ায় তিন দিন আগে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। জন্ম মুম্বইয়ের এক পার্সি পরিবারে। পরে কর্মসূত্রে যান দিল্লিতে। লালকেল্লায় স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন, মাউন্টব্যাটনের ভারত ত্যাগ, মোহনদাস কর্মচন্দ গাঁধী, জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রীর শেষকৃত্য, দেশ ভাগের পক্ষে নেতাদের ভোটদানের মতো বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল তাঁর ক্যামেরা। গত বছর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।

‘জরুরি অবস্থা’ গণতন্ত্রের ঘাতক: অমিতাভ
‘জরুরি অবস্থা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী’ জানালেন অমিতাভ বচ্চন।
আজ একটি মরাঠি পত্রিকায় তিনি জানান, সত্তরের দশকে তাঁর অভিনীত চরিত্রগুলি তৎকালীন তরুণদের ক্ষোভকেই তুলে ধরেছিল। এক সময় গাঁধী পরিবারের ‘কাছের মানুষ’ অমিতাভের মতে, ইন্দিরা গাঁধীর আমলে ‘জরুরি অবস্থা’ জারি হওয়ায় তরুণ প্রজন্মকে যে সমস্যার সন্মুখীন হতে হয়, তারই প্রকাশ ঘটেছে ওই চরিত্রগুলোতে।

বিএসএফ কপ্টার ভেঙে চালক জখম
সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি হেলিকপ্টার আজ মানা বিমানবন্দরে ভেঙে পড়লে গুরুতর জখম হন পাইলট পি ডি তিওয়ারি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, প্রায় ১০০ ফুট উপর থেকে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। একই দুর্ঘটনায় আহত হন দু’জন টেকনিক্যাল অফিসার আনন্দ ও পঙ্কজ পাল। আহতেরা হাসপাতালে। পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছিল হেলিকপ্টারটি।

দুর্ঘটনায় মৃত মা-ছেলে
গাড়ি ও অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হল। কাল রাতে অসমের যোরহাটে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পরাণ বরদলৈ ও তাঁর মা কুঞ্জ বরদলৈ গাড়িতে ছিলেন। অ্যাম্বুলেন্স চালকও গুরুতর জখম হন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.