|
|
|
|
জুতোর দোকানে আগুন, প্রশ্ন পুর-নজরদারি নিয়ে |
নিজস্ব সংবাদদাতা |
একতলায় দোকান। দেড়তলায় গুদাম। যাতায়াতের জন্য একটির বেশি পথ নেই। দোকান ও গুদাম, দু’টিতেই দাহ্য পদার্থ আর ‘ফল্স সিলিং’। রবিবার ডায়মন্ড হারবার রোডে একটি অগ্নিকাণ্ডকে ঘিরে এমন ছবিই দেখা গেল ঠাকুরপুকুর চত্বরে। প্রশ্ন উঠেছে কলকাতা পুরসভার নজরদারি নিয়েও।
রবিবার ১৫৯এ ডায়মন্ড হারবার রোডের একটি জুতোর দোকান ও গুদামে আগুন লাগে। দমকলের পাঁচটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের অভিযোগ, দোকানের পাশে নির্মীয়মাণ একটি রেস্তোরাঁর দেড়তলায় উঠে তার দেওয়াল ভেঙে জুতোর গুদামে ঢুকেছেন তাঁরা। দোকান-মালিক তরুণ দেবনাথ দাবি করেন সেখানকার নির্মাণ অবৈধ নয়।
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই দোকানের লাগোয়া রেস্তোরাঁর দেড়তলার দেওয়াল ভেঙে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ডায়মন্ড হারবার রোডের ধারে বিভিন্ন দোকানের উপরেই এই ভাবে তলা বৃদ্ধি হচ্ছে। সেখানে অনেক রেস্তোরাঁ এই ভাবে তৈরি হয়েছে। যেগুলির দেড়তলায় লোকজনের বসার ব্যবস্থাও আছে। আগুন লাগলে বড় বিপদ ঘটতে পারে।
পুরসভার স্থানীয় ১২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য বলেন, ‘‘বামফ্রন্টের আমলে বেআইনি ভাবে ওই সব অনুমতি দেওয়া হয়েছিল। দোকান-মালিকেরা পুরসভার অনুমোদনের কাগজ দেখাচ্ছে বলে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।”
মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বহুতলের সঙ্গে এই সমস্যার কোনও মিল নেই। তবে অগ্নি-নির্বাপণ ব্যবস্থায় যাতে কোনও ত্রুটি না থাকে, ওই সব দোকান-মালিকদের সতর্ক করা হবে।” |
|
|
|
|
|