টুকরো খবর
ভারতে ডিবেঞ্চার ছাড়ল শ্রেয়ী
বর্তমান পরিস্থতিতে দেশের বিভিন্ন শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি নিয়ে সংশয় দেখা দিলেও পরিকাঠামো শিল্পে উন্নয়ন অব্যাহত থাকবে বলে মনে করছে শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স। এ কথা মাথায় রেখেই ওই আর্থিক সংস্থা ৩ কোটি মার্কিন ডলার এবং অস্ট্রিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ১.৫ কোটি ইউরো বৈদেশিক বাণিজ্যিক ঋণ (ইসিবি) নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি ভারতের বাজারে এই প্রথম ডিবেঞ্চার ছাড়ল সংস্থা। উল্লেখ্য, বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে ঋণ দেয় শ্রেয়ী। পরিকাঠামো শিল্পের উন্নয়ন নিয়ে তাঁর আশার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচারের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সাউদ সিদ্দিকি বলেন, “বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারতের মতো দেশকে পরিকাঠামো উন্নয়নে জোর দিতেই হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে বেশ কিছু পরিকল্পনাও ঘোষণা করেছে। তাই পরিকাঠামো শিল্পের উন্নয়ন অব্যাহত থাকবে বলেই বিশ্বাস।” ভারতের বাজারে ডিবেঞ্চার ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে শ্রেয়ী। ১০ এবং ১৫ বছর মেয়াদের ওই ডিবেঞ্চারে ৮.৯০ এবং ৯.১৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এতে লগ্নি করলে ২০ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড়ও পাবেন বিনিয়োগকারী। রেটিং সংস্থা কেয়ার শ্রেয়ীর ডিবেঞ্চারকে ‘এএ’ রেটিং দিয়েছে। ইস্যু বন্ধ হবে ৩১ জানুয়ারি।

নয়া বন্ড বাজারে
বাজারে বন্ড ছাড়ল এল আন্ড টি ইনফ্রাস্ট্রাকচার। এর থেকে ৫৭০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে সংস্থা। প্রতিটি ১০০০ টাকা দামের বন্ডে সুদ মিলবে বার্ষিক ৮.৭০%। এ ছাড়া ২০ হাজার টাকা পর্যন্ত লগ্নির ক্ষেত্রে আয়কর ছাড়ও পাবেন লগ্নিকারী। ইস্যু বন্ধ হবে ১১ ফেব্রুয়ারি। এল অ্যন্ড টি ইনফ্রা-র যুগ্ম জেনারেল ম্যানেজার ধনঞ্জয় ইল্লুকার জানান, তাঁর সংস্থা চলতি আর্থিক বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৮৪৬ কোটি টাকা ঋণ বণ্টন করেছে, যা আগের বারের থেকে ১১৪৬ কোটি টাকা বেশি। সংস্থার নিট মুনাফাও চলতি আর্থিক বছরের প্রথম ছ’মাসে আগের বারের থেকে ৬৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা।

খাদ্য প্রক্রিয়াকরণে আগ্রহ অনাবাসীদের
পশ্চিম এশিয়ার অনাবাসী বাঙালিরা এ রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহী। সম্প্রতি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আবু হেনা এ কথা জানিয়ে বলেন, রাজ্যে এই শিল্পের প্রচুর সম্ভবনা থাকলেও পরিকাঠামোর অভাবে তা সে ভাবে গড়ে তোলা যাচ্ছে না। এর জন্য এখনই বহুমুখী হিমঘর শৃঙ্খল তৈরি করা প্রয়োজন। যাতে উৎপাদিত পণ্য দীর্ঘদিন অবিকৃত রাখা যায়। তিনি জানান, রাজ্যে এই শিল্পের সম্ভবনা বাড়াতে আজ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিন দিনের ‘প্রক্রিয়াকৃত খাদ্য উৎসব’ করছে রাজ্য সরকার। সেখানে সরকারি বেসরকারি মিলিয়ে ১১০টি স্টল থাকবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.