টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত্যু বধূ ও বাসচালকের
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। শনিবার গভীর রাতে দুবরাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় বাস চালকের মৃত্যু হয়েছে। অন্য দিকে, ওই দিন রাতে পুরুলিয়ায় লরি চাপা পড়ে এক বধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন বিপ্লব বোস (৫২)। বাড়ি হুগলির কাচড়াপাড়ার বীজপুরে। করুণা মাহাতো (৩০)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানা এলাকার উকমানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুবরাজপুর থানা এলাকায় জয়দেব মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় জখম ৩ জন যাত্রীকে সিউড়ি সদর হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরমুখী ওই বাসটির সঙ্গে উল্টো দিক থেকে আসা লোহা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা হয়। পুলিশ দু’টি গাড়িকে আটক করেছে। ট্রাক চালক ও খালাসি পলাতক। অন্য দিকে, ওই দিন রাতে করুণাদেবী তাঁর স্বামীর বাইকে করে মকরসংক্রান্তির বাজার সেরে বাড়ি ফিরছিলেন। কোলে চার বছরের শিশুসন্তান ছিল। পুরুলিয়া সদর থানা এলাকায় বেলগুমা-ভাটবাঁধ রাস্তায় হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। করুণাদেবী রাস্তার উপরে ছিটকে পড়ায় তাঁর উপর দিয়ে একটি লরি চলে যায়। এর পরে স্থানীয় বাসিন্দারা প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। অভিযোগ, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। যার ফলে প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। পরে প্রশাসনের অশ্বাসে অবরোধ উঠে যায়।

পাকা রাস্তার দাবি ময়ূরেশ্বরের গ্রামে
শুধু স্থানীয় মানুষই নন, চলাচল করে বাস, ট্রাক, ট্রাক্টর। চলে স্কুল ভ্যানও। কিন্তু বর্ষাকাল তো বটে, অন্যান্য সময় রসুনপুর মোড় থেকে মুর্শিদাবাদের মাজিয়াড়া পর্যন্ত সংযোগকারী রাস্তা দিয়ে চলাচল করা যায় না। তবে বছর দু’য়েক হল মুর্শিদাবাদের অংশটুকু ওই জেলার প্রশাসন পাকা করে দিয়েছে। পড়ে রয়েছে শুধু বীরভূমের অংশটুকু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও রাস্তার হাল ফেরেনি। অথচ রাস্তার বেহালের জন্য বছর দু’য়েক আগে বাস দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছিল। ওই সময় স্থানীয় বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। তিনি পাকা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পালন হয়নি। অথচ রসুনপুর মোড় থেকে ময়ূরেশ্বরের বেলেড়া গ্রামের তালারপাড় পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা রাস্তা পাকা হলে শুধু দুর্ভোগই ঘুচতো হল না, লাগোয়া বেলিয়া-বেলুটি সড়কের সঙ্গে মুর্শিদাবাদের মাজিয়াড়া-ডাকবাংলা সড়কের যোগসুত্রও গড়ে ওঠে। ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “গ্রামবাসীদের প্রস্তাবিত ওই রাস্তায় একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেটি সম্পূর্ণ হলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা রাস্তা নির্মাণের জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হবে।”

ওসির গাড়ি ভাঙচুর
সরতে বলায় নানুর থানার ওসির এই গাড়ি ভাঙচুর করে মদ্যপেরা।
রবিবার বোলপুরের সিয়ান ক্যানালের ঘটনাটি ঘটে। নিজস্ব চিত্র।
রাস্তা আটকে মদ্যপ যুবকেরা নাচানাচি করছিল। সরতে বলায় থানার ওসি’র গাড়ি তারা ভাঙচুর করল। রবিবার বিকেলে বীরভূমের বোলপুর থানার সিয়ান ক্যানাল সেতুর কাছে, নানুর-বোলপুর রাস্তার উপরে এই ঘটনা ঘটে। কেন্দুলিতে জয়দেবের মেলায় ডিউটি করতে যাওয়ার পথে নানুর থানার ওসি অর্ণব গুহের গাড়িতে এই হামলা হয়। পরে বোলপুর থানা থেকে পুলিশ যায়। পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “পিকনিক করতে যাওয়া কিছু মদ্যপ যুবক ওসির গাড়ি ভাঙচুর করে। তাদের গ্রেফতার করা হয়েছে।”

মৃতদেহ উদ্ধার
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে মুরারই থানার ভবানীপুরের কাছে মুরারই-রাজগ্রাম সড়কে দেহটি পড়ে ছিল। পুলিশ জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স চল্লিশ বছর। তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারন জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বধূর অপমৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। মৃতার নাম হাসু বিবি (২৩)। বাড়ি মাড়গ্রাম থানার ইষিড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ৩ জানুয়ারি ওই বধূ অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.