পুলিশ ঘরে ফেরানোর পরেও গ্রামছাড়া এক বৃদ্ধ এবং তাঁর স্ত্রী-কন্যাকে মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। গ্রামবাসীদের মধ্যে তৃণমূলের নেতা-কর্মীরাও রয়েছেন বলে অভিযোগ। ওই বৃদ্ধ তারকেশ্বর থানায় শনিবার নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। রাত পর্যন্ত ওই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায় তারকেশ্বরের বালিগোড়ী মির্জাপাড়ার বাসিন্দা হামিদ মির্জার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ছিল। তাঁর পুত্রবধূ কয়েক মাস আগে এ নিয়ে থানায় অভিযোগও করেন। ওই ঘটনায় গ্রামবাসীদের একাংশ হামিদের উপর ক্ষুব্ধ ছিলেন। মাস কয়েক আগে পুলিশ বধূ নির্যাতনের অভিযোগে ওই বৃদ্ধকে গ্রেফতার করে। জেল থেকে ছাড়া পেয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ওই বৃদ্ধ। সেই থেকেই স্ত্রী এবং ৩ মেয়েকে নিয়ে তিনি ঘরছাড়া ছিলেন। প্রায় ৯ বিঘা জমির ধানও তিনি কাটতে পারেননি। বৃহস্পতিবার পুলিশ তাঁদের ঘরে ফেরায়। অভিযোগ, শুক্রবার বিকেলে বেশ কিছু গ্রামবাসী তাদের ফের মারধর করে। বাড়িতে ভাঙচুর করা হয়। রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। আপাতত ওই বৃদ্ধ ও তাঁর পরিবারের লোকজন কংগ্রেসের আশ্রয়ে রয়েছেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “গ্রামবাসী এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই পরিবারের লোকজনকে নিরাপদে ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।”
|
তিনটি পৃথক ঘটনায় শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাট ও দেগঙ্গায় এক ছাত্রী-সহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বসিরহাটের দণ্ডিরহাটে বাঁশবেড়িয়া গ্রামের এক তরুণী সফিয়া পরভিন (২১) শুক্রবার রাতে বিষ পান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষণের মধ্যে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি বসিরহাট কলেজের ছাত্রী ছিলেন। অন্য দিকে, তিন দিন নিখোঁজ থাকার পরে শুক্রবারই দেগঙ্গায় চৌরাসি গ্রামের একটি কাঁঠালগাছে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। নিরুপম দাস (২৪) নামে ওই যুবকের বাড়ি আমডাঙার আধাটা গ্রামে। পুলিশ জানিয়েছে, দিন পাঁচেক আগে ওই যুবকের বিয়ে হয়েছিল। বাড়ির অমতে বিয়ে করে স্ত্রীকে নিয়ে তিনি হাবড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এর পরে শুক্রবার তাঁর দেহ মেলে। পুলিশের দাবি, মৃতের পকেটে একটি ‘সুইসাইড নোট’ ছিল। জেলা পুলিশের এক কর্তা বলেন, “কেন ওই যুবক হঠাৎ চৌরাসি গ্রামে গিয়েছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”অপর একটি ঘটনায় শুক্রবার রাতে বসিরহাট মহকুমা হাসপাতালে সেখানকার পিঁফার ভেটকিয়া গ্রামে অগ্নিদগ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম রেনুবালা বিশ্বাস (৭৮)। গত বৃহস্পতিবার বাড়ির মধ্যেই কোনও ভাবে তাঁর শাড়িতে আগুন ধরে গিয়েছিল।
|
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় শনিবার মৃত্যু হল এক জনের। জখম ২ জন। এ দিন সকালে আরামবাগের মায়াপুর মোড়ের কাছে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় হারাধন মালিক (৪৮) নামে এক মৎস্যজীবীর। তাঁর বাড়ি স্থানীয় হাটবসন্তপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য গ্রামের পুকুরে মাছ ধরার জন্য হারাধনবাবু দলবল নিয়ে যাচ্ছিলেন। আরামবাগ-তারকেশ্বর রোডে মায়াপুর মোড়ের কাছে তারকেশ্বরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরে লরি নিয়ে চালক পালায়। অন্য দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-হুগলির সীমানাবর্তী আঁকড়বেড়িয়ার সংলগ্ন একটি চেকপোস্টের কাছে। বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় জখম হন সাইকেল আরোহী তপন পাখিরা এবং অশোক পাখিরা। দু’জনেই আরামবাগের বাসিন্দা। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় চার ঘণ্টা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, চেকপোস্টে লরি-চালকদের থেকে জোর করে টাকা আদায় করা হয়। সেই হয়রানি এড়াতেই লরিগুলি বেপরোয়া গতিতে চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ জন্যেই ওখানে বার বার দুর্ঘটনা ঘটছে। ঘটনাস্থলে বাঁকুড়া ডিএসপি কল্যাণ সিংহ রায় বিশাল পুলিশবাহিনী নিয়ে আসেন। তিনি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
বনগাঁ-শিয়ালদহ শাখার লেডিস স্পেশ্যাল ‘মাতৃভূমি’ লোকালে ওঠার অভিযোগে ১২ জন পুরুষ-যাত্রীকে গ্রেফতার করল রেল পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ গোবরডাঙা প্ল্যাটফর্মে জিআরপি এবং আরপিএফ যৌথ অভিযান চালায় তাঁদের ধরে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে গোবরডাঙায় স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে পুরুষ যাত্রীরা ওই ট্রেনে উঠতে দেওয়ার এবং পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবি জানান। তা না হলে ট্রেন অবরোধের হুমকিও দেন তাঁরা। শুক্রবার সেই অবরোধ করার কথা থাকলেও তা হয়নি। প্রচুর সংখ্যায় জিআরপি এবং আরপিএফ মোতায়েন ছিল ওই প্ল্যাটফর্মে। এ দিন শিয়ালদহ থেকে আসা ট্রেনটি গোবরডাঙা স্টেশনে ঢুকতেই পুলিশ ওই ১২ জনকে ধরে।
|
সাটার ভেঙে একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে বেশ কিছ ফোন, চার্জার, ব্যাটারি এবং এলসিডি মনিটর নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হাবরার মারাকপুর মোড়ে। শনিবার সকালে দোকান মালিক হাসান মণ্ডল চুরির ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেন। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সকাল ৯টা থেকে দু’ঘণ্টা হাবরা-বদর রোড অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তোলে। বৃহস্পতিবার রাতে হাবরা বাজারের একটি সর্ষের তেলের গুদামে ডাকাতির ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ।
|
মধ্যমগ্রামের রোহাণ্ডা গ্রামে শনিবার সন্ধ্যায় ইদ্রিস আলি ওরফে খোকন (৩৫) নামে ফরওয়ার্ড ব্লকের এক নেতা খুন হয়েছেন। এই ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ এক জনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ ইদ্রিসের বাড়ির সামনে পাঁচ জন দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে তাঁর নাম ধরে ডাকে। ইদ্রিস বাড়িতে থাকলেও সাড়া দেননি। দুষ্কৃতীরা তখন বাড়ির ভিতরে ঢুকে ইদ্রিসকে গুলি করে পালায়। |