টুকরো খবর
ডেকান থেকে প্রজ্ঞান মুম্বইয়ে
আইপিএলের দলবদলে ডেকান চার্জার্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স-এ যাচ্ছেন প্রজ্ঞান ওঝা। মুম্বই ফ্রাঞ্চাইজির তরফে দলের মালিক নীতা অম্বানী আজ ওঝাকে নেওয়ার কথা জানিয়ে বলেছেন, “প্রজ্ঞানের মতো এক জন স্পিনারের উপস্থিতি আমাদের বোলিং শক্তিকে আরও মজবুত করবে।” ২০০৮ থেকে এ পর্যন্ত ডেকানের হয়ে খেলেছেন ওঝা। আই পি এল-এর ২০১০ মরসুমে সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিকও হন। বাঁ-হাতি স্পিনার আপাতত ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় সফররত। আই পি এল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছেন, আই পি এলের নিলাম শুরু হওয়ার আগেই ওঝাকে নিয়ে এখনও পর্যন্ত ছ’জন ক্রিকেটারের দলবদল সম্পূর্ণ হয়েছে। অলিম্পিকে ফিরতে পারে ক্রিকেট: অলিম্পিকে টি টোয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভূক্ত করতে ‘বিড’ দেওয়ার কথা ভাবছে আইসিসি। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং আইসিসি চিফ এগজিকিউটিভ হারুন লর্গাট। এবং এই চেষ্টা সফল হলে শতাধিক বছর পরে অলিম্পিকে ক্রিকেট ফিরবে। এর আগে একবারই অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছে। সেটা ১৯০০ সালে। যদিও অলিম্পিক ক্রীড়া হিসাবে ক্রিকেট স্বীকৃতি পেয়েছিল আরও ১২ বছর পরে। আর আইসিসিকে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা স্বীকৃতি দিয়েছে ২০১০ সালে। তবে টি টোয়েন্টির জন্য আইসিসি বিড দিতে পারে ২০২০ অলিম্পিকে। লর্গাটের বক্তব্য, যত ধরনের ক্রিকেট খেলা হচ্ছে তার মধ্যে টি টোয়েন্টি-ই সবথেকে উপযোগী। তবে আইসিসি কর্তা স্বীকার করেছেন, অলিম্পিকে ক্রিকেট প্রবেশ করলে তাঁদের একটাই সমস্যা— ক্রিকেটের ঠাসা ক্রীড়াসূচি।

আজ মিলান ডার্বিতে স্নাইডার
ডার্বি দেল্লা মাদোন্নিনা! যা মিলান ডার্বি নামেই বেশি চেনা। সান সিরোয় এসি মিলান ও ইন্টার মিলান--দু’দলের মধ্যে এটি হতে চলেছে ২০৫ নম্বর ম্যাচ। সিরি আ-তে পাঁচ নম্বরে থাকা ইন্টার শেষ আট ম্যাচের জিতেছে সাতটিতে। অন্য দিকে এসি মিলান এখন জুভেন্তাসের সঙ্গে লিগ শীর্ষে। ইন্টারের জন্য সুখবর উরুর পেশির চোট সারিয়ে দু’মাস পর দলে ফিরছেন ওয়েসলি স্নাইডার। ফিরছেন ডিফেন্ডার আন্দ্রেয়া রানোচ্চিয়া এবং মিডিও ডেজান স্ট্যাঙ্কোভিচও। ইব্রাহিমোভিচ-রোবিনহোদের এসি মিলানে আবার জোর জল্পনা আলেসান্দ্রে পাতোকে নিয়ে। এসি মিলান নাকি প্যারিস সাঁ জাঁয় বিক্রি করে দিতে পারেন পাতোকে। যে সিদ্ধান্তে সমর্থকরা মোটেই খুশি নন। মিলানের এই দু’দলের একটা গা গরম করা প্রতিদ্বন্দ্বীতা সদ্যই হয়ে গিয়েছে। কার্লোস তেভেজকে নিজেদের দলে নেওয়ার জন্য। যা এখনও থামেনি। রবিবার রাতে ফুটবল বিশ্বের নজর থাকবে মিলানেই।

অলিম্পিকে নেই রাঠৌর
লন্ডন অলিম্পিকে নামার যোগ্যতা অর্জনের শেষ সুযোগটাও ফস্কে গেল রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের। আথেন্স অলিম্পিকে ডাবল ট্র্যাপ শুটিংয়ে রুপো জয়ী সেনা অফিসার আজ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডেই উঠতে পারলেন না। ঘণ্টায় সাতাশ মাইল বেগে চলা হাওয়ার দাপটে ‘চিলি’ রাঠৌর লক্ষ্যভ্রষ্ট হলেন বারবার। গত নভেম্বরে ১৫০-এর মধ্যে ১৪৮ স্কোর করে বিশ্বরেকর্ড স্পর্শ করায় রাঠৌরকে নিয়ে প্রত্যাশা ছিল। কিন্তু আজ ১৩৫ স্কোর করার পর হতাশ রাঠৌর বলেছেন, “হাওয়ায় বন্দুক পর্যন্ত নড়ে যাচ্ছিল। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় না।” লন্ডন অলিম্পিকে নামার যোগ্যতা অর্জনের এটাই শেষ সুযোগ ছিল রাঠৌরের সামনে। তিনি সেটা কাজে লাগাতে পারলেন না। একই ভাবে ফাইনাল রাউন্ডে উঠতে না পেরে লন্ডনের টিকিট হাতছাড়া করলেন অঞ্জলি ভাগবত। গতকাল গায়ে জ্বর নিয়ে প্রতিযোগিতায় নেমে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।

আজ আনন্দ ক্রীড়া
আজ রবিবার ৫১ তম আনন্দ ক্রীড়া। প্রতিবারের মতো এ বারও মহমেডান মাঠে সকাল দশটা থেকে আনন্দযজ্ঞে মেতে উঠবেন এ বি পি পরিবারের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। মোট ২১ টি ইভেন্টে এ বার প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেবেন। পুরুষদের ১০০, ২০০ মিটার দৌড়, মহিলাদের ৭৫ মিটার দৌড়, ছোটদের ৫০ ও ৭৫ মিটার দৌড়, টাগ অব ওয়ার, বাস্কেট দ্য বল, রিলে দৌড়, হাঁটা, মিউজিক্যাল চেয়ার তো আছেই। রয়েছে প্রতিযোগিতার সবথেকে আকর্ষণীয় ইভেন্ট ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। সকাল সাড়ে ন’টায় পতাকা উত্তোলনের পর শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রাক্তন কর্মী গৌতম গুপ্ত ভায়া।

ফের হার সাইনার
ইদানীং সেমিফাইনাল বা ফাইনালে উঠে বারবার হারছেন তিনি। আজ মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রাখলেন সাইনা নেহওয়াল। বিশ্বের এক নম্বর, চিনের য়িহান ওয়াংয়ের কাছে ভারতীয় মেয়ে হারলেন ১৫-২১, ১৬-২১। এর আগে গত ডিসেম্বরের ওয়ার্ল্ড সুপার সিরিজের ফাইনালে চিনা মেয়ের কাছে হেরেছিলেন সাইনা। ফলে এ বার তাঁর সামনে বদলা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিশ্বের চার নম্বর সেটা কাজে লাগাতে পারলেন না।

কুয়েত যাচ্ছেন প্রবীর-জয়ন্ত
লন্ডন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে নিয়ে কুয়েত যাচ্ছেন দুই বঙ্গসন্তান প্রবীর সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়। দু’জনেই প্রতিবন্ধী। কুয়েতে প্যারা অ্যাথলেটিক্সে নিজেদের ইভেন্টে ভাল ফল করলেই লন্ডনের টিকিট পাবেন ওঁরা। প্রবীর নামবেন লং জাম্প এবং ১০০ মিটারে। ভাস্কর শটপাট ও লং জাম্পে।

মহমেডানের ট্রফি
ট্রফির খরা কাটল মহমেডানে। শনিবার অলোক মুখোপাধ্যায়ের হাত ধরে কলিঙ্গ কাপ জিতল মহমেডান। ফাইনালে তারা ভাস্কোকে ২-১ গোলে হারাল। মহমেডানের দুই গোলদাতা অ্যালফ্রেড এবং স্ট্যানলি।

অন্য খেলায়
বরানগরের লোটাস ক্লাবের উদ্যোগে আগামী ২১ ও ২২ জানুয়ারি দিন-রাতের ফুটবল মারোয়াড়ি বাগান ময়দানে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.