খেতের মধ্যে দিয়ে গরু পাচার রোধের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বনগাঁর ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ পাঁচ সদস্যকে দফতরেই আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রধানদের উদ্ধার করতে গিয়ে পুলিশও বিক্ষোভের মুখে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে গরু পাচার রোধে পদক্ষেপ এবং সংশ্লিষ্ট লোকজনকে গ্রেফতারের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থামে। প্রধান বেদী তালুকদারও গ্রামবাসীদের দাবির সঙ্গে সহমত। তিনি বলেন, “খেতের মধ্যে দিয়ে গরু পাচারের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।” তাঁর অভিযোগ, পুলিশকে এর আগেও অনেক বার বলা হলেও সমস্যা মেটেনি। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সমস্যা দূর করতে আলোচনাসভা ডাকা হয়েছে।
|
বড়জোড়ায় শুক্রবার ফের ১০টি ঘর ভাঙল হাতির পাল। একটি ঘরের দেওয়াল চাপা পড়ে পিংরুই গ্রামের উত্তম প্রামাণিক নামের এক ব্যক্তি জখম হন। বড়জোড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাঁর চিকিৎসা করানো হয়। বড়জোড়ার জঙ্গলে আশ্রয় নেওয়া দলমার ১০০টি হাতি এখনও পর্যন্ত গত তিনদিনে ৫৪টি ঘর ভেঙেছে। দলমার অন্য ৫০টি হাতি শুক্রবার রাতে বাঁকাদহ রেঞ্জের কয়েকটি গ্রামে কয়েকশো বিঘা জমির ধান ও আলু নষ্ট করে। হাতিদের দৌরাত্ম্য বাড়তে থাকায় বনদফতরের ভূমিকায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। শনিবার বাঁকাদহ রেঞ্জ অফিসে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়।
|
শহরের একটি বহুতল চত্বর থেকে একটি ভাম উদ্ধার করল বন দফতর। শনিবার ভোরে পর্ণশ্রী পল্লির এক বহুতলের একতলার ফ্ল্যাটের বারান্দায় ভামটিকে দেখতে পাওয়া যায় বলে জানিয়েছে বন দফতর। পুলিশে খবর দেন ফ্ল্যাটের বাসিন্দারা। জানানো হয় বন দফতরকেও। বনকর্মীরা দেড়টা নাগাদ ভামটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতরের অনুমান, ওই ভামটি অসুস্থ। |