হেস্টিংস উড়ালপুলের নীচে শনিবার রাতে জনৈক অলোক বায়েন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বাড়ি দমদমে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত পৈানে আটটা নাগাদ রেসকোর্সের পাশে ওই হেস্টিংস উড়ালপুলের নিচে এক বন্ধুর সঙ্গে অলোকবাবু যান। সেখানেই তাঁর বন্ধু তাঁকে গুলি করে। পেটে গুলি লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর জখম অলোকবাবুকে এসএসকে এমে নিয়ে যায়। যে বন্ধুর সঙ্গে অলোকবাবু ওখানে গিয়েছিলেন তার বাড়িও দমদমে। পুলিশের অনুমান, ঘোড় দৌড় সংক্রান্ত কোনও কারণেই বচসার জেরে অলোকবাবুর বন্ধু তাঁকে গুলি করে থাকতে পারে।
|
শনিবার বিকেল তিনটে ২৫ নাগাদ দমদম-পাতিপুকুরের কাছে ডাউন সুবারবান এবং আপ লাইনের মাঝখানে পাথরের উপরে একটি সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখা যায়। রেলের তরফে মেমো করে দমদম জিআরপিকে জানানো হয়। জিআরপি গিয়ে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় শিশুর দেহটি উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শিশুটি জন্মেছিল। সেই কারণেই তার মৃত্যু হয়েছে। আজ, রবিবার আর জি কর হাসপাতালে ময়না তদন্ত করা হবে।
|
নিউ আলিপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৩৪টি আসনের সব ক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। এ নিয়ে টানা তিন বার তারা ওই কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদ দখল করল। তার আগে সেখানে এসএফআই প্রতিদ্বন্দ্বিতা করত। তবে গত ২৯ বছর তারা ওই কলেজে ছাত্র সংসদ ভোটে জিততে পারেনি। স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস বলেন, “এই জয় রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই জয় আমরা তাঁকে উৎসর্গ করছি।” |