টুকরো খবর |
দৌড় প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহর ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হল শুক্রবার। বিভিন্ন জায়গা থেকে ১৬২ জন প্রতিযোগী যোগ দেন। তাঁদের মধ্যে নির্দিষ্ট সময়ে ৭৫ জন ৫ মাইল দৌড় শেষ করেন। প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম হয়েছেন জয়দেব দে, দ্বিতীয় কালীপদ মাহাতো ও তৃতীয় হয়েছেন সঞ্জীব রায়। প্রথমকে তিন হাজার, দ্বিতীয়কে দু’হাজার ও তৃতীয়কে দেড় হাজার টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়াও মহিলা প্রতিযোগীদের জন্যও বিশেষ পুরস্কার ছিল। মহিলাদের মধ্যে প্রথমকে দু’হাজার টাকা, দ্বিতীয়কে এক হাজার ও তৃতীয়কে পাঁচশো টাকা দেওয়া হয়েছে বলে যুব নেতা রাজু মান্না জানিয়েছেন। অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু ও শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
|
গুদামে আগুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভস্মীভূত হল বেলদার একটি গুদাম। শুক্রবার ভোররাতে বেলদা বাজারের কাছে ওই গুদামে আগুন লাগে। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাই মালপত্র রাখতেন। এ দিনও ৬০-৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মালপত্র ছিল। আগুনে অধিকাংশই পুড়ে গিয়েছে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে লোডশেডিংয়ের সময়ে মোমবাতি জ্বালানো হয়েছিল। তা থেকে কোনও ভাবে মালপত্রে আগুন ধরে যায়। তবে শর্টসার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দমকল।
|
আন্তঃস্কুল ক্যুইজ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গিরি ময়দানের বিদ্যাসাগর আবাসন প্রাঙ্গণে খড়্গপুর বইমেলার পঞ্চম দিনে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ওই আন্তঃস্কুল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে স্থানীয় সিলভার জুবিলী স্কুল, সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ ও হিজলি হাইস্কুল।
|
আন্তঃস্কুল ক্যুইজ |
গিরি ময়দানের বিদ্যাসাগর আবাসন প্রাঙ্গণে খড়্গপুর বইমেলার পঞ্চম দিনে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ওই আন্তঃস্কুল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে স্থানীয় সিলভার জুবিলী স্কুল, সাউথ ইস্টার্ন রেলওয়ে বয়েজ ও হিজলি হাইস্কুল।
|
সম্মেলন |
সম্প্রতি খড়্গপুর গ্রামীণ থানার বলরামপুরে হয়েছে আরএসপি-র লোকাল কমিটির সম্মেলন। সম্মেলন শেষে ২১ জনের নতুন কমিটি তৈরি হয়। সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন কপিল সেন। |
|