|
|
|
|
|
|
|
নজরদার |
|
ঘুঘুর বাসা |
আমাদের জানলার গ্রিলে অনেকগুলি টবে গাছ আছে। সেখানে নানা পাখি উড়ে এসে বসে। এক দিন দেখি একটা ঘুঘু পাখি সরু সরু কাঠি দিয়ে একটা শক্ত চাকতির মতো গোল বাসা বানিয়ে তার ওপর চুপটি করে বসে আছে। সে আমাকে দেখে উড়ে গেল। দু’চার দিন পর দেখি পাখিটা ওইখানে আবার চুপটি করে বসে আছে। নড়েও না, চড়েও না। আর আমাকে দেখেও উড়ে গেল না। দেখলাম, পাখিটার বুকের নীচে দু’টি ছোট্ট সাদা রঙের ডিম। মা বলল, পাখিটা ডিমে তা দিচ্ছে ওই থেকে পাখির ছানা হবে। মা একটা বাটিতে কিছু মুড়ি আর জল পাখির কাছে রেখে দিল। কত দিন পর যে ডিম ফুটে বাচ্চা হয়েছে, তা বুঝতে পারিনি। কারণ, পাখিটা গা ফুলিয়ে পালক দিয়ে ঢেকে বসে থাকত। আর একটা পাখি তাদের পাহারা দিত। বাচ্চাগুলো দেখতে গেলেই তারা লাল চোখ করে আমার দিকে তাকাত। কয়েক দিন পর দেখি মা ঘুঘু পাখিটা বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। ওদের দেখতে পেয়ে আমার খুব আনন্দ হল। কিছু দিনের মধ্যে ওরা উড়ে জানলার গ্রিলে বসত। এর পর প্রায় আরও এক সপ্তাহ কেটে গেল। এখন তারা সবাই উড়ে চলে গিয়েছে।
ঈশিকা রায়। তৃতীয় শ্রেণি, দেবীশ্বরী শিক্ষা নিকেতন, উত্তরপাড়া, হুগলি |
|
|
কুকুরের ছানা |
বাড়ির সামনে একটা মা-কুকুর পাঁচটি ছানার জন্ম দিয়েছে। ছোট্ট ছোট্ট কালো কুচকুচে কুকুরছানাগুলি যখন ড্রেনের ধারে এগিয়ে আসে, তখন মা-কুকুরটি বাচ্চাগুলিকে মুখে করে ড্রেন থেকে দূরে নিয়ে যায়। বাচ্চাগুলির চোখ না ফোটার জন্য ওরা কিছু দেখতে পাচ্ছিল না। তার জন্য তখন ছানাগুলি কুঁইকুঁই করে চেঁচাচ্ছিল। এক দিন বিকেলে জোরে বৃষ্টি হচ্ছিল। তখন আমি বাচ্চাগুলি কী করছে, দেখার জন্য দরজাটাকে একটু ফাঁক করলাম। আমাদের বাড়ির পাশে একটা ভাঙা ঘর আছে। দেখি, মা-কুকুর বাচ্চাগুলিকে এক একটা করে মুখে নিয়ে সেই ভাঙা ঘরে নিয়ে যাচ্ছে। রাতে ওরা সেখানেই ছিল। কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ওরা আগের জায়গায় ফিরে এসেছে।
ঈশিতা পাল। পঞ্চম শ্রেণি, ইছাপুর গার্লস হাইস্কুল, উত্তর ২৪ পরগনা |
|
|
চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে
থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা,
অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার
জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো: |
নজরদার,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|
|
|