নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একজন মাত্র চিকিৎসক। তাও তাঁকে সবসময় পাওয়া যায় না। রাতবিরেতে কেউ অসুস্থ হলে চরম সমস্যায় পড়তে হত। রোগী ভর্তির কোনও ব্যবস্থা ছিল না। দীর্ঘদিন ধরেই আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নতির জন্য দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষ। শেষ পর্যন্ত সেই দাবি পূরণ হওয়ায় তাই শুক্রবার স্থানীয় মানুষ আনন্দের পাশাপাশি পেলেন স্বস্তিও। আগে যেখানে সর্বক্ষণ চিকিৎসক না থাকার কারণে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। নিগৃহীত হয়েছেন চিকিৎসক, সেখানেই এ দিন নতুন নিয়োগপ্রাপ্ত সর্বক্ষণের দুই চিকিৎসকে সংবর্ধনা দিল স্থানীয় নাগরিক সমিতি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এ দিন অনুষ্ঠানে উপস্থিত হিঙ্গলগঞ্জের বিএমওএইচ বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় বলেন, “গ্রামবাসীরা সম্মান জানানোয় চিকিযসকেরা উৎসাহিত। এটা তাঁদের আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে। তবে চিকিৎসকেরা সংখ্যা বাড়ার পাশপাশি চতুর্থ শ্রেণির কর্মীও থাকা জরুরি। চিকিৎসকদের থাকার উপযুক্ত ব্যবস্থা রাখা প্রয়োজন। সেই সঙ্গে পরিকাঠামোর উন্নতি দরকার।”
হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। ৩০-৩৫ বছর আগে এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ার সময় থেকেই মাত্র একজন চিকিৎসক ছিলেন। রোগী ভর্তি বা সর্বক্ষণ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছিল না। ফলে রাতবিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়তে হত। বিশেষ করে প্রসূতিদের। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূরে সান্ডেলের বিল হাসাপতালে ছুটতে হত। অনেক সময় পথে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ সব কারণে ক্ষুব্ধ স্থানীয় মানুষ বহুবার বিক্ষোভ দেখিয়েছেন। চিকিৎসক নিগ্রহের ঘটনাও ঘটেছে। স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণের জন্য চিকিৎসকের ব্যবস্থা এবং পরিষেবার উন্নতিতে বহুবার দাবি জানানো হয়। গত ১৩ অক্টোবর ওই এলাকা পরিদর্শনে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত শীল। স্বাস্থ্যকেন্দ্রে চিকিযসকের সংখ্যা বাড়ালে এবং পরিকাঠামোর উন্নতি ঘটালে সন্দেশখালি ও হাসনাবাদ ব্লকের একাংশের মানুষের সুবিধা হবে বলে তাঁকে জানানো হয়। সেই আবেদনে প্রেক্ষিতেই স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণের চিকিৎসক, রোগী ভর্তির ব্যবস্থা করা হয়েছে। নাগরিক সমিতির সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, “স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা এবং জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা করার জন্যও স্বাস্থ্য অধিকর্তার কাছে আবেদন জানানো হয়েছে।” |