|
|
|
|
ছাত্রভোটে বহিরাগত রুখতে পরামর্শ কমিশনের কর্তাদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি এড়াতে বহিরাগতদের কলেজ ক্যাম্পাস থেকে দূরে রাখার পরামর্শ দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিন পরিচয়পত্র দেখিয়ে কলেজে ঢোকার পরামর্শও দিয়েছেন কমিশনের কর্তারা।
কলেজে কলেজে সাম্প্রতিক হানাহানিতে উদ্বিগ্ন রাজ্য সরকার আগেই জানিয়েছিল, সুষ্ঠু ভাবে ছাত্র সংসদের নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের কাছে পরামর্শ চাওয়া হবে। রাজ্য উচ্চশিক্ষা সংসদের দুই সদস্যের প্রতিনিধিদল শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে পরে বলেন, “ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের যে কিছু করার নেই, সে-কথা উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিদের জানিয়েছি। তবে এ ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওঁদের।”
ছাত্রভোট হিংসামুক্ত করতে কী কী পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন?
উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিত জানান, ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের অনুপ্রবেশ আটকানো এবং পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা তো করতে হবেই। সেই সঙ্গে ছাত্র সংসদের নির্বাচনে ‘অবজারভার’ বা পরিদর্শক রাখার কথাও বলেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান বলেন, “ছাত্র সংসদের নির্বাচনের জন্য একটি নীতি চালু করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। আগে সেই নীতি প্রণয়নের কাজ শেষ হোক। তার পরে পরিদর্শক রাখার কথা ভাবা হবে। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে নজরদারি করার ইচ্ছে বা অধিকার আমাদের নেই।”
১৬-১৭ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদের নির্বাচনের খসড়া নীতি তৈরি করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কাছে জমা দেওয়া হবে বলে জানান সুগতবাবু। তিনি বলেন, “১৯ জানুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এই নিয়ে বৈঠক আছে। তার পরে খসড়া নীতিটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।” কলেজে ছাত্র-সংঘর্ষ, শিক্ষক হেনস্থা রুখতে তিনি দীর্ঘ মেয়াদি পরিকল্পনার পক্ষপাতী বলেও জানান চেয়ারম্যান। |
|
|
|
|
|