টুকরো খবর
গুণিজনের উপস্থিতিতে জমছে মেলা
হরেক জিনিসের বিকিকিনি, প্রদর্শনী, মনমাতানো অনুষ্ঠান আর খাবার-দাবারের আয়োজন নিয়ে জমজমাট বৈদ্যবাটি উৎসব ও মেলা। নতুন বছরের প্রথম দিন থেকে ওই উৎসব চলছে বৈদ্যবাটি চৌমাথা হোমগার্ড প্রশিক্ষণকেন্দ্র প্রাঙ্গণে। উদ্বোধন করেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কমিটির শিল্পীরা। বাংলাদেশের শিল্পীগোষ্ঠী নৃত্য পরিবেশন করে। উৎসব চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলার মাঠ জুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন স্টল থাকছে। প্রতিদিনই সেখানে উপছে পড়ছে ভিড়। উদ্যোক্তাদের তরফে তিনটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিষয়বস্তু স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজী সুভাষচন্দ্র বসু। তাঁদের বিভিন্ন বয়সের এবং কর্মময় জীবনের নানা আঙ্গিকের ছবির সম্ভার প্রদর্শিত হচ্ছে। থাকছে সেই সংক্রান্ত পুস্তিকা, বই, সিডি। উৎসব ও মেলা কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়ের দাবি, “মনীষীদের অনেক দুষ্প্রাপ্য ছবি আমাদের সংগ্রহে রয়েছে।” মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নরেনবাবু জানান, সেখানে স্বপন বসু, অরিন্দম গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, কার্তিক দাস বাউল, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা অনুষ্ঠান করেন। আশপাশের বিভিন্ন এলাকার শিল্পীরাও অনুষ্ঠান পরিবেশন করেন। পরিবেশিত হয় নাটক, লোকগান, আলোচনাসভা। নাটক নিয়ে কর্মশালাও ছিল।

পথ দুর্ঘটনায় উলুবেড়িয়ায় মৃত্যু দু’জনের
পথ দুর্ঘটনায় দুই মোটর বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়ার পূর্ব রঘুদেবপুর বাংলো মোড়ে মুম্বই রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শেখ সাহান আলি (৩৬) ও জাকিরিয়া খান (৩২)। সাহানের বাড়ি পাঁচলার গাববেড়িয়া গ্রামে জাকিরিয়া খান (৩২) শ্যামপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৫টা নাগাদ মুম্বই রোড ধরে মোটর বাইকে চড়ে ওই দুই যুবক হাওড়ার দিকে আসছিলেন। সে সময় একটি লরি পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জন মারা যান। লরি চালক পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

চোলাইয়ের বিরুদ্ধে হানা পুড়শুড়ার গ্রামে
শুক্রবার বিকেলে পুড়শুড়ার ফুলপুকুর গ্রামে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ১৫ হাজার লিটার কাঁচামাল এবং ৩০০ লিটার তৈরি চোলাই নষ্ট করে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের অভিযানের পর ফের রমরমিয়ে শুরু হয়ে যায় ব্যবসা। আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়া বলেন, “পুলিশের তরফে এই ব্যবসা স্থায়ী ভাবে বন্ধের লক্ষে চোলাইয়ের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রচার চলবে।”

সচেতনতা শিবির
শুক্রবার দুপুরে পুড়শুড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প বিষয়ে সচেতনতা শিবির হল। কর্মসূচিতে ৩৫ জন নির্মাণ কর্মীর হাতে অনুদান হিসেবে চেক দেওয়া হয়। যন্ত্রপাতি কেনার জন্য ১ হাজার টাকা, চশমা কেনার জন্য ৫০০ টাকা এবং ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ২ হাজার করে দেওয়া হয়। এ ছাড়া ৫০ জন অসংগঠিত শ্রমিকের প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়।

বিবেকানন্দের জন্মদিন পালন
১২ জানুয়ারি জগৎবল্লভপুর দক্ষিণ চক্র নরেন্দ্রপুর তফসিলি প্রাথমিক স্কুল এবং নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলের যৌথ উদ্যোগে বিবেকানন্দের জন্মের সার্ধশতবার্ষিকী পালিত হল। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান-সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়।

বাগনানে যোগাসন প্রতিযোগিতা
বাগনান বাঘাযতীন ব্যায়ামাগারের উদ্যোগে গত ৮ জানুয়ারি হাওড়া জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ প্রতিযোগী যোগ দেন। সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে প্রতিযোগিতায় যোগ দেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

শিশু উৎসব
বাগনানের চাকুর গ্রামে অমর স্মৃতি সঙ্ঘের উদ্যোগে আয়োজিত হল দু’দিন ব্যাপী শিশু উৎসব। প্রভাত ফেরি, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা, গান প্রভৃতি অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে সঙ্ঘের দেওয়াল পত্রিকা ‘সৃজনী’-র উদ্বোধন করা হয়।

বাইনান উৎসব
‘বাইনান উৎসব’ পালিত হল বাইনান হাইস্কুল মাঠে। এক সপ্তাহব্যাপী উৎসবে সাংস্কৃতিক ও কৃষি-সংক্রান্ত নানা অনুষ্ঠান হয়।

অস্ত্র-সহ ধৃত ৪
অস্ত্র-সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার হল। বৃহস্পতিবার, বালি থেকে। ধৃতদের নাম বাপ্পা রুদ্র, স্বপন দাস, অশোক বাল্মীকি ও সুদেব দাস। পুলিশ জানায়, ওই রাতে ডাকাতির উদ্দেশে তারা জড়ো হয়। তাদের কাছে ভোজালি ও চপার-সহ বেশ কিছু অস্ত্র মিলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.