সুব্রত পাল ‘ক্যালকাটা স্কাল্পটর্স’ শিল্পীগোষ্ঠীর অন্যতম সদস্য। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর ব্রোঞ্জ-ভাস্কর্য নিয়ে একক প্রদর্শনী। তাঁর কাজ অবয়বী। পুরুষ ও নারীর শরীরের ছন্দিত বিন্যাসকে বিমূর্তায়িত করে সাঙ্গীতিক অনুভবের দিকে নিয়ে গেছেন। রৈখিক ছন্দ ও আয়তনময়তার সুষম মেলবন্ধন তাঁর কাজে একই সঙ্গে রোমান্টিক ও আদর্শায়িত অনুভবের অনুরণন এনেছে। নর-নারীর প্রেম তাঁর অধিকাংশ কাজেরই বিষয়। যেমন ‘রিলেশন’, ‘লাভ’, ‘ইন্টিমেসি’ ইত্যাদি। কচুপাতার বিন্যাসের মধ্যে মানব-মানবীর ছন্দিত অবয়ব নিয়ে করা ‘ডান্সিং নেচার’ শীর্ষক কাজটি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। শিল্পীর মননের অভিমুখ টের পাওয়া যায়।
প্রদর্শনী চলছে
চিত্রকূট: সুনীল দাস কাল শেষ।
অভিজিৎ দে কাল শেষ।
কেমোল্ড গ্যালারি: দয়াল, গুরু প্রমুখ ১৬ জানুয়ারি পর্যন্ত।
অ্যাকাডেমি: অমিত বণিক ১৭ জানুয়ারি পর্যন্ত।
গ্যালারি গোল্ড: মাইকেল ওয়ার্নার, চান্দ্রেয়ী দত্ত প্রমুখ ২২ জানুয়ারি পর্যন্ত।
হ্যারিংটন গ্যালারি: অ্যালান আর্চমেন্ট ২৬ জানুয়ারি পর্যন্ত।
আকার প্রকার: অরিন্দম চট্টোপাধ্যায় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ‘ওড়িশি’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.