মেট্রোর লাইনে পড়ে গিয়েও সামান্য চোট পেয়ে বেঁচে গেলেন এক তরুণী। শুক্রবার দুপুরে, ময়দান স্টেশনে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী লাইনে ঝাঁপ দিয়েছিলেন। এই নিয়ে গত ১৫ দিনে মোট ৪ জনকে বাঁচালেন মেট্রোকর্মীরা। মেট্রো সূত্রে খবর, এ দিন দুপুর আড়াইটে নাগাদ ময়দান স্টেশনে কবি সুভাষগামী একটি ট্রেন পৌঁছতেই ওই তরুণী আচমকা লাইনে ঝাঁপ দেন। কিন্তু অনেকটা দূরে থাকায় চালক ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। আরপিএফ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “ওই তরুণী কোনও কারণে মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় এ কাজ করেছেন বলে রেলের কর্মীদের জেরায় জানান।” মেট্রো সূত্রে জানানো হয়েছে, এ দিনের ঘটনাটি নিয়ে মেট্রোতে মোট ২২৯ জন লাইনে ঝাঁপ দিয়েছেন। তার মধ্যে বেঁচে গিয়েছেন ১১৫ জন।
|
অন্য একটি দুর্ঘটনায় এ দিন রাতে শিয়ালদহ এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী মারা যান। পুলিশ জানায়, রাত আটটা নাগাদ শিয়ালদহ থেকে কে-৫ রুটের একটি বাস রাজাবাজারের দিকে যাচ্ছিল। উড়ালপুল থেকে নামার পরে বাসটি রাজাবাজারমুখী একটি ট্রামের বাঁ দিকে ধাক্কা মারে। তার পরে বাসটি রাস্তার আরও বাঁ দিকে চলে যায় এবং মাঝবয়সী ওই পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
|
ঘিঞ্জি এলাকার দু’টি কারখানায় আগুন লাগল। শুক্রবার, বনমালি সরকার স্ট্রিটে। পুলিশের অনুমান, প্রথমে লেদ কারখানাটিতে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। তা ছড়ায় পাশের গেঞ্জি কারখানায়। দমকলের ১টি ইঞ্জিন যায়। দমকল জানায়, গেঞ্জি কারখানায় প্রচুর দাহ্য প্যাকিং বাক্স ছিল। কিন্তু কারখানা দু’টি বন্ধ থাকায় আগুন ছড়ায়নি।
|
হরিদেবপুরের রাজীববাগানে অভিযান চালিয়ে চোলাইয়ের ভাটি ভাঙল গোয়েন্দা পুলিশ। শুক্রবার মিদ্যার চক এলাকার ওই ঠেক থেকে ৮ হাজার লিটার চোলাই মিলেছে। অন্য দিকে, বৃহস্পতিবার ট্যাংরা থেকে বোমা ও অস্ত্র-সহ এক ব্যক্তিকে ধরে গুণ্ডাদমন শাখা। পুলিশ জানায়, ধৃতের নাম গোপাল ভৌমিক। |