ভর্তির দাবি, বিক্ষোভে অভিভাবক |
পঞ্চম শ্রেণিতে ভর্তির দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বৃহস্পতিবার মালদহের মানিকচক শিক্ষা নিকেতনে ঘটনাটি ঘটেছে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তির আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা ঘেরাও তুলে নেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মানিকচক শিক্ষা নিকেতনে লটারি ছিল। ৭৫টি আসনে ভর্তির পর স্কুল কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিলে অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্ষুব্ধ অভিভাবকেরা দুপুর ১ টা থেকে মালদহ মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। স্কুলের প্রধান শিক্ষক জ্যেতিভূষণ পাঠক বলেন, “আমার স্কুলের পঞ্চম শ্রেণিতে ১২৫ টি আসন। স্কুলের প্রাথমিক স্কুলের ৫০জন ছাত্র ভর্তি নেওয়ার পর ৭৫টি আসন ফাঁকা ছিল। সেই ফাঁকা আসনের জন্য লটারি হয়। ৭৫ জনকে নেওয়ার পর তাই ভর্তিপ্রক্রিয়া বন্ধ করা হয়েছিল। উত্তেজিত অভিভাবকেরা আমাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।” স্কুল সূত্রে জানা গিয়েছে, ৭৫ টি আসনের জন্য প্রায় ৮০০ আবেদন জমা পড়েছিল। লটারিতে ৭৫টি আসন ভর্তি হওয়ার পর ছেলেমেয়েরা ভর্তি সুযোগ না-পাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা পথ অবরোধ করেন। পরে পুলিশ পথ অবরোধ তুলে দিলেও অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। জেলা বিদ্যালয় পরিদশর্ক ( মাধ্যমিক) বিমল পান্ডে বলেন, “প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের নিদের্শ দেওয়া হয়েছিল স্কুলের নিকটবর্তী সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করার। তার পরেও কেন গন্ডোগোল হল তা দেখা হবে।”
|
দুই ছাত্র সংগঠনের মারামারি কলেজে |
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ পালনের অনুষ্ঠানও দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মারামারির ক্ষেত্র হয়ে দাঁড়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের বামনহাট থানার পাকুয়াহাট কলেজে। পুলিশ জানায়, এসএফআই পরিচালিত ছাত্রসংসদের সাধারণ সম্পাদক বক্তৃতা দিচ্ছিলেন। তাঁকে ছাত্র পরিষদের সমর্থকেরা কটূক্তি করেন বলে অভিযোগ। গোলমাল শুরু হয়। হস্টেলেও দুই সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। এসএফআইয়ের দাবি, তাঁদের দুই সদস্য হাসপাতালে ভর্তি। ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “আমাদের সমর্থকেরা বিবেকানন্দের ছবিতে মালা দিতে গেলে ওরা বাধা দেয়। বক্তৃতার সময় কাউকে কটূক্তি করা হয়নি।” এসএফআইয়ের জেলা সম্পাদক অনিমেষ সরকারের পাল্টা অভিযোগ, “কলেজে সন্ত্রাস সৃষ্টি করতে ছাত্র পরিষদই হামলা চালিয়েছে।”
|
বাস উল্টে মালদহে মৃত্যু ২ যাত্রীর |
সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে গেলে দুই যাত্রীর মৃত্যু হল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রতুয়া সিনেমা হলের সামনে রতুয়া-মালদহ রাজ্য সড়কের এই দুঘর্টনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, বিকাশ মন্ডল (৩০) এবং মাখন মন্ডল (৬০)। জখম হয়েছেন আরও ১৮ জন। এদিন বিকেলে চাঁচল থেকে যাত্রী বোঝাই বাসটি মালদহের দিকে যাচ্ছিল। রাস্তায় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে ওই বাসটি ব্রেক কষলে বাসের সামনের চাকা ফেটে যায়। এরপরই বাসটি রাস্তার উপর উল্টে যায়।
|
পার্কিং নিয়ে কাউন্সিলরের সঙ্গে বিবাদে বৃহস্পতিবার হলদিবাড়িতে ম্যাক্সিট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন যাত্রীরা। ১০টা থেকে বেলা ২ টো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে সমস্যা মেটে। দুপুর ২টা থেকে ফের ম্যাক্সি ট্যাক্সি চলাচল শুরু হয়। এদিন সকালে এলাকার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত বসু গোশালা রোডে ম্যাক্সি ট্যাক্সি দাঁড় করাতে বাধা দেন বলে অভিযোগ। তার পরে চালকেরা ম্যাক্সি ট্যাক্সি চালানো বন্ধ করে দেন। সুব্রত বসু হলদিবাড়ি ব্লক তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক। ম্যাক্সিকার ওনার্স ইউনিয়নের অন্যতম উপদেষ্টা।
|
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিরাপত্তা রক্ষী নিয়ে কলেজে যেতে হওয়ায় শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহ। বৃহস্পতিবার শিলিগুড়ির টাউন স্টেশন লাগোয়া একটি ক্লাবের মাঠে দলের জনসভায় তিনি ওই কথা জানান। তিনি জানান, অনেকে ভাবছেন তৃণমূলের সঙ্গে বিজেপি পরবর্তীতে জোট করবে। কিন্তু তা হবে না। তৃণমূলের সঙ্গে জোট করে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে তারা ফের কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোট গড়বেন না। |