কোথাও বিবেকানন্দের নামে রাস্তার মোড়ের নামকরণ, কোথাও ম্যারাথন দৌড়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান! রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ সাড়ম্বরে পালিত হল উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সর্বত্রই ছিল এক চিত্র। শোভাযাত্রা থেকে ম্যারাথন দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, আয়োজনেরও অন্ত ছিল না। কোথাও পুর কর্তৃপক্ষ, কোথাও স্থানীয় রামকৃষ্ণ মিশন, উৎসাহী স্কুল পড়ুয়া থেকে যুব সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলগুলির একাংশ এ দিন আয়োজন করেছিল বিভিন্ন অনুষ্ঠানের। অনেক জায়গায় থানার পুলিশ কর্তারাও দিনটি আনুষ্ঠানিক ভাবে পালন করেন। |
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম, কোচবিহার রামকৃষ্ণ মঠের উদ্যোগে এ দিন প্রভাতফেরি বার হয়। স্কুল-কলেজ পড়ুয়া, বাসিন্দারা অংশ নেন। তুফানগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে উদ্বোধন হয় বিবেক রথের। সেবাশ্রমের সম্পাদক স্বপন আইচ জানান, রথে স্বামীজির বাণী ও ছবি রয়েছে। বছরভর ওই রথ মহকুমার বিভিন্ন এলাকায় ঘুরবে। শিলিগুড়ি পুরসভার উদ্যোগেও এ দিন সকালে শোভাযাত্রা বার হয় বাঘা যতীন পার্ক থেকে। অংশ নেন মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, চেয়ারম্যান নান্টু পাল-সহ অনেকেই। ঝঙ্কারমোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিশেষ অনুষ্ঠান হয়। শিলিগুড়ি বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্ম উৎসব কমিটি এবং পুর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাঘা যতীন পার্কে দিনভর ক্যুইজ, আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেবক মোড়কে আনুষ্ঠানিক ভাবে বিবেকানন্দ স্কোয়্যার হিসাবে ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। জলপাইগুড়ির বেগুনটারি এলাকায় বিবেকানন্দর মূর্তিতে মালা দেন পুরসভার চেয়ারম্যান মোহন বসু-সহ অনান্য কাউন্সিলররা। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডুরাও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। শহরে প্রভাতফেরি বের হয় দিনহাটা থানার উদ্যোগে। বোডিংপাড়া এলাকার একটি মঠ কর্তৃপক্ষ সহযোগিতা করেন। বক্সিরহাট থানায় বিবেকানন্দের উপর আলোচনাচক্র হয়। তুফানগঞ্জ বিবেকানন্দ হাইস্কুলে এ দিন স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক তথা এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কোচবিহারের সভাধিপতি দিলীপ বিশ্বাস, তুফানগঞ্জ পুরসভা চেয়ারম্যান সুভাষ ভাওয়াল। স্কুলের প্রধানশিক্ষক রতন গঙ্গোপাধ্যায় জানান, ২ বছরের চেষ্টায় স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকরা ২ লক্ষ টাকা চাঁদা তুলে এই কাজ করেছেন। তুফানগঞ্জ জওহর নবোদয় বিদ্যালয়ে যুব দিবস পালন করা হয়। আলিপুরদুয়ার রবীন্দ্র চর্চা কেন্দ্রের উদ্যোগে বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ রায়, লেখক অমিতাভ চৌধুরী, সংগঠনের সম্পাদক দিলীপ রায়। রাজগঞ্জের বেলাকোবায় বিবেকানন্দ ইউনিটি সেন্টারের উদ্যোগে ছিল সাইকেল র্যালি, সেমিনার। অনুষ্ঠানে ছিলেন সাংসদ মহেন্দ্র রায়। সাংসদ তহবিল থেকে দেওয়া একটি অ্যাম্বুল্যান্সের উদ্ধোধন করেন তিনি। জলপাইগুড়িতে স্বামী বিবেকানন্দ ডিস্ট্রিক্ট যোগা ওয়েলনেস সেন্টার, রাজগঞ্জ যুব কল্যাণ দফতর, বিবেকানন্দ চ্যারিটেবল ইউনিট, মাতা কৌর কাহমা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়। হলদিবাড়ি থানা, হলদিবাড়ি যুবশক্তি ক্লাব শোভাযাত্রা বার করে। |
কচিকাঁচাদের জন্য ছিল বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা। আলিপুরদুয়ারে মহকুমাশাসকের দফতর ও বিভিন্ন স্কুল ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও এ দিন শোভা যাত্রা হয়। ম্যাক উইলিয়াম স্কুলের কাছে বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়া, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং জেলা ক্যুইজ সংস্থার উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ দীপা দাশমুন্সি। তারা ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিভিন্ন জেলায় যুব কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের তরফেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। দার্জিলিং জেলা যুব তৃণমূলের তরফে শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মিত্রসম্মেলনী হলে। শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতালে ফল, মিষ্টি বিলি হয়। ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা নাথের উদ্যোগে যোগ প্রশিক্ষণ শিবির হয়। তৃণমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয় গুরজংঝোরা ভবনে ছিল অনুষ্ঠান, আলোচনা চক্র। রোড রেস হয় জলপাইগুড়িতে জেলা যুব তৃণমূল ও শিকারপুর অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে। ফাঁসিদেওয়া ব্লক তৃণমূলের তরফে স্থানীয় ব্লক হাসপাতালে রোগীদের বিলি করা হয় কেক, মিষ্টি ও ফল। বিধাননগর-১ অঞ্চল তৃণমূলের তরফে দিনটি পালন করা হয়। মাথাভাঙ্গার গোসাইয়েরহাটে টিএমসিপি ও যুব তৃণমূল দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাগডোগরা ব্লক তৃণমূলের উদ্যোগে স্থানীয় হাসপাতালে ফল বিলি করা হয়। সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজনও করে তারা। দিনটি পালন করে রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি, করণদিঘি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সদস্যরাও। |