২০-২২ জানুয়ারি রাজ্যস্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বোরো থানার শুশুনিয়ার একলব্য স্কুলে। গত রবিবার এই উপলক্ষে প্রস্তুতি বৈঠক হয়েছে। মানবাজার দু’নম্বর ব্লকের বিডিও পার্থ কর্মকার জানান, রাজ্যস্তরের প্রতিযোগিতা এখানে হবে। তাই অনুষ্ঠান সুষ্ঠভাবে করার জন্য বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে রবিবার প্রস্তুতি বৈঠক হয়েছে।
|
সরকারি কাজে বাধা গ্রামবাসীর |
গ্রামে লো-ভোল্টেজ রয়েছে এই অভিযোগ পেয়ে ট্রান্সফর্মার বদল করতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ, কিছু গ্রামবাসীর বাধায় ওই ট্রান্সফর্মার বদল না করেই ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে বোরোর চাকদা গ্রামে। বিদ্যুৎ দফতরের মানবাজার স্টেশন সুপারিন্টেডেন্ট মারুতি মাহাতোর অবিযোগ, “আমাদের কর্মীরা ওই গ্রামে ট্রান্সফর্মার বদল করতে গিয়েছিলেন। গ্রামবাসীদের একাংশ কর্মীদের ওখানে আটকে রাখার হুমকি দেয়। নতুন ও পুরাতন দু’টি ট্রান্সফর্মারই ফেরৎ নিয়ে আসতে বাধ্য হয়েছেন।” |