|
|
|
|
ছুটির দিনে পরীক্ষা নিয়ে বিতর্কে স্কুল |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
সরকারি ছুটির দিনে স্বুলে ভর্তি হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ায় বিতর্ক জড়ালো ওন্দা থানার বালিয়াড়া শ্রী শ্রী রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার যুব দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেই এ দিন ওই স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “ছুটির দিনে এ ভাবে পরীক্ষা নিয়ে অন্যায় কাজ করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্কুল সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণিতে কয়েক দিন আগে ভর্তি হওয়া ১৮০ জন পড়ুয়া এ দিন প্রায় দেড় ঘণ্টা ধরে পরীক্ষা দেয়। ছুটির দিনে পরীক্ষা হওয়ায় বিরক্ত স্কুলের শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগ, বারণ করা সত্বেও প্রধান শিক্ষক এ দিন পরীক্ষা নেন। প্রধান শিক্ষক যোগেশচন্দ্র সিংহ বলেন, “এক মাস আগে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। শেষ মুর্হূতে ছুটির নির্দেশ পাওয়ায় পরীক্ষা বাতিল করা সম্ভব হয়নি।” পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া বাতিল করেছে রাজ্য সরকার। তা সত্বেও এখানে পরীক্ষা নেওয়া হল কেন? প্রধান শিক্ষক বলেন, “ভর্তি আগেই নেওয়া হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের মেধা অনুযায়ী রোল নম্বর ঠিক করার জন্য ওদের পরীক্ষা নেওয়া হয়েছিল।” জেলা স্কুল পরিদর্শক বলেন, “এই ধরনের পরীক্ষা নেওয়াও নিয়ম বর্হিভূত কাজ।” প্রধান শিক্ষকের যুক্তি, “কয়েক বছর আগে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের রোল নম্বর নিয়ে গোলমাল হয়েছিল। তা এড়াতেই পরীক্ষা নেওয়া হয়।” |
|
|
|
|
|