নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্বকাপ জয়ী অধিনায়ক খেলবেন বাংলার এক ক্লাবের হয়ে। ছয় বছর আগে জিনেদিন জিদানদের হারিয়ে যিনি বিশ্বকাপ হাতে তুলেছিলেন।
ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সইটি করে ফেলেছেন ফাবিও কানাভারো। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ইন্টার মিলান, পার্মার হয়ে খেলা কিংবদন্তি স্টপার এ বার খেলবেন বাংলার ক্লাবে। প্রিমিয়ার লিগ সকারে। আজ পর্যন্ত এই ধরনের কোনও ব্যক্তিত্ব উপমহাদেশ কেন, জাপান-চিন কোরিয়াতেও খেলেননি। খেলেছেন দুবাইয়ের আল আহলিতে।
ক’দিন আগে মেসি তৃতীয়বারের জন্য যে সম্মান পেলেন, সেই ফিফার বিশ্বসেরা ফুটবলার হয়েছিলেন কানাভারো। ২০০৬ সালে।
শোরগোল ফেলা আসন্ন প্রিমিয়ার লিগ সকারে কানাভারোই হতে চলেছেন সেরা নাম। তার পরেই থাকবেন মারাদোনার দেশের অন্যতম নামী ফরোয়ার্ড। মেসির পূর্বসূরি এই জনপ্রিয় আর্জেন্তেনীয় ফরোয়ার্ডের সঙ্গে কথা চূড়ান্ত পর্যায়ে। সোরিন, রবার্ট পিরেস, জে জে ওকোচার সঙ্গে এঁরাই হতে পারেন আইকন ফুটবলার। কানাভারোর থেকেও বেশি পরিচিত এক আন্তর্জাতিক তারকার সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছিল সংগঠক সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে। ছবি ছাপাও হয়ে যায় তাঁর। শেষ পর্যন্ত ২০০২ বিশ্বকাপের নায়ক রিভাল্ডো আসছেন না। তাঁর স্ত্রীর আপত্তিতে। ভারতে দীর্ঘ দিন থাকার ব্যাপারে আপত্তি স্ত্রীর। রিভাল্ডো নেই তাই। |