নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামপুর কলেজের কেরি লাইব্রেরির একটি ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। কলেজ কর্তৃপক্ষ দমকলকে খবর দেন। দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে। দমকলের অনুমান সম্ভবত শটসার্কিটের থেকেই ধোঁয়া। লাইব্রেবির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছেন দমকল কর্তৃপক্ষ।
|
আরামবাগে ফুটবল প্রতিযোগিতা |
আরামবাগের রবিনহুড ক্লাবের পরিচালনায় চার দলের কল্যাণ স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার থেকে। বসন্তপুর মাঠে প্রথম খেলায় আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন ৩-১ গোলে হারাল বেঙ্গাই এস কে ডব্লু ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে তিনটি গোলই করেন কিশোর সরেন। বেঙ্গাইয়ের দলটির গোলদাতা ইন্দ্র বিশুই। প্রতিযোগিতা এ বার ৩০ বছরে পড়ল।
|
বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ মিলল সুন্দরবনের দুর্গাদোয়ানি নদীতে। পুলিশ জানায়, মৃত গণপতি বাছার (৩০) তিলজলার ভিআইপি বাজারের বাসিন্দা। গত শনিবার ২৫ জনের একটি দলের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন। |