মেঘালয়ে বার্ড ফ্লু, জারি হল সতর্কতা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেঘালয়ে ছড়িয়ে পড়ল বার্ড ফ্লু। এই প্রথম পাহাড়ি রাজ্য মেঘালয়ে বার্ড ফ্লু-র প্রকোপ দেখা দিল।
গত এক সপ্তাহে পূর্ব গারো পাহাড়ে ২০০০ মুরগির মৃত্যু হওয়ায় রাজ্য জুড়ে বার্ড ফ্লু-র আতঙ্ক ছড়ায়। মৃত মুরগির প্রাথমিক নমুনা ভোপালে পাঠানো হয়। গত কাল ভোপালের পরীক্ষাগারের রিপোর্ট রাজ্য সরকারের হাতে এসেছে। এই রিপোর্টেই দেখা গিয়েছে, অ্যাভিয়ন ফ্লু সংক্রমণেই মুরগি মৃত্যুর ঘটনা ঘটেছে। মেঘালয় কৃষি ও পশুপালন দফতর সূত্রে খবর, উইলিয়ামনগরে রাজ্য সরকার পরিচালিত একটি পোলট্রিতে মুরগি মরার ঘটনাটি ঘটে। পূর্ব গারো হিল জেলার জেলাশাসক, প্রবীণ বক্সি জানান, পোলট্রির ২০০০ মুরগি মারা গেলেও ওই পোলট্রির বাকি ৮০০ মুরগি আক্রান্ত হয়নি। তবে জেলা প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, পোলট্রির বাকি মুরগি ও তিন বর্গ কিলোমিটার পরিধির মধ্যে থাকা আরও ২৫ হাজার মুরগি মেরে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাত বর্গ কিলোমিটার এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পশুপালন বিভাগ।
জেলার স্বাস্থ্য ও পশুপালন বিভাগের অফিসাররা মুরগির মৃত্যু ও বার্ড ফ্লু-র বিপদ নিয়ে এক বৈঠক করেন। তৈরি হয়েছে ৮টি ‘র্যাপিড রেসপন্স টিম’। উইলিয়ামগরের পাশাপাশি সামান্দা গ্রাম ও রেসুবেলপাড়া থেকেও মুরগি মরার খবর এসেছে। ফ্লু আক্রান্ত মুরগি থেকে মানুষের মধ্যে সম্ভাব্য সংক্রমণের চিকিৎসা করতে শিলং থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আজ উইলিয়ামনগর পৌঁছন। উইলিয়ামনগর সিভিল হাসপাতালে বিশেষ বহির্বিভাগ খোলা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ চিকিৎসক, কবিরাজ, গুণিনদের উদ্দেশেও সরকার নির্দেশনামা জারি করে বলেছে, ফ্লু আক্রান্ত রোগী এলে বা ফ্লু সংক্রমণের খবর পেলেই, রোগীকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে। পশ্চিম ও দক্ষিণ গারো হিল জেলা ও অসমের গোয়ালপাড়া, ধুবুরি, কামরূপেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম গারো পাহাড়ে মুরগি-ডিম বিক্রি ও অন্যত্র সরবরাহ করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মুরগি চালান রুখতে সীমানা ও চেক পোস্টে পুলিশকেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। |