চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের আর্থিক ফলাফল প্রত্যাশা ছাপিয়ে গেলেও বৃহস্পতিবার তা চাঙ্গা করতে পারেনি শেয়ার বাজারকে। বাজার সূত্রের খবর, এর প্রধান কারণ ইউরোপীয় আর্থিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে সংস্থার গোটা অর্থবর্ষের ফলাফল নিয়ে আশঙ্কা।
অর্থবর্ষ শেষে ইনফোসিসের মুনাফা লক্ষ্যমাত্রার থেকে কমতে পারে, সংস্থার এই পূর্বাভাসেই এ দিন সেনসেক্স পড়ে ১৩৮.৩৫ পয়েন্ট। ৮ শতাংশেরও বেশি নামে ইনফোসিসের দর। যার জেরে পড়ে যায় অন্য তথ্যপ্রযুক্তি সংস্থার দরও। তবে বাজারের জন্য এ দিন আশা বয়ে এনেছে শিল্পোৎপাদন বৃদ্ধির খবর। গত অক্টোবরে তা সরাসরি কমেছিল। কিন্তু নভেম্বরে ওই হার বেড়েছে ৫.৯%।
তৃতীয় ত্রৈমাসিকে অবশ্য ইনফোসিস -এর মুনাফা ৩৩.২৫% বেড়ে হয়েছে ২৩৭২ কোটি টাকা। তবে বিশেষজ্ঞদের মতে, ডলারে টাকার দাম কমাই এর কারণ। কারণ তথ্যপ্রযুক্তি সংস্থা ডলারেই বেশি আয় করে। আর ডলার ভাঙিয়ে টাকার অঙ্কে ওই আয় বেড়েছে। যদিও ইনফোসিস নিয়ে ভয় বেশি দিন স্থায়ী হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞদের অন্য অংশ।
বরং নতুন কোনও খারাপ খবর না এলে শিল্পোৎপাদন বৃদ্ধি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আশার ইঙ্গিত ভাল প্রভাব ফেলতে পারে বাজারে। তাই শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে চলেছে, এটা হলফ করে না বললেও আগামী কয়েক দিন শেয়ার দরের ওঠানামার দিকে লগ্নিকারীরা বিশেষ আগ্রহের সঙ্গে লক্ষ রাখবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। |