বেতনের দাবি, বিক্ষোভ খনিতে |
আট বছর আগে কোলিয়ারি থেকে বরখাস্ত হয়েছিলেন খনিকর্মী অজয় সিংহ। আদালতের নির্দেশে আবার ২০১১ সালের অক্টোবর থেকে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও কোনও বেতন পাননি। প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার সকালে হেড ক্লার্কের কাছে গেলে তিনি অজয়বাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর পরেই ওই হেড ক্লার্ককে স্থানান্তরিত করা অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে ভূগর্ভে নামার ডুলিতে বসে পড়েন অজয়বাবু। ঘটনাটি ঘটেছে মডার্ন সাতগ্রাম খনিতে। এর জেরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। কোলিয়ারির এজেন্ট একে পান্ডা জানান, হেড ক্লার্কের আচরণ নিয়ে তদন্ত হবে। দ্রুত অজয়বাবুর বেতন মিটিয়ে দেওয়া হবে।
|
বাড়িতে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের সাহেবগঞ্জে। গৃহকর্তা অতনু চট্টোপাধ্যায় বল্লভপুর আউট পোস্টে লিখিত অভিযোগে জানিয়েছেন, এ দিন দুপুরে তাঁর স্ত্রী বাড়ির ছাদে যান। কিছুক্ষণ পরে ছাদ থেকে নেমে দেখেন আলমারি খোলা। দু’টি ব্যাগ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। অন্য দিকে, বুধবার গভীর রাতে পাণ্ডবেশ্বর থানা থেকে অল্প দূরে একটি দোকানের সিঁদ কেটে সর্বস্ব লুঠ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোকানের মালিক বাবাই ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন পিছন দিক থেকে সিঁদ কেটে ভিতরে ঢুকে সব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
|
তদন্তে গিয়ে ‘হুমকি’ অভিযোগকারীদেরই |
রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গিয়ে অভিযোগকারীদেরই হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফুড ইনস্পেক্টরের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাবনির পাঁচগাছিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেশন ডিলার পতিতপাবন তেওয়ারি বিভিন্ন সময়ে উপভোক্তাদের সঠিক পরিমাণ সামগ্রী দেন না। প্রতিকারের দাবিতে জেলাশাসকের কাছে বাসিন্দারা অভিযোগ জানান। তাঁদের দাবি, বুধবার বিকেলে ফুড ইনস্পেক্টর জিতেন রুইদাস নাককন্যাপুর গ্রামে যানন। অভিযোগকারীদের তিনি বলেন, অভিযোগ পত্রটি প্রত্যাহার করে নিতে। না হলে তাঁদেরই ভুগতে হবে। এই নিয়ে বৃহস্পতিবার যুব তৃণমূলের তরফে জেলাশাসককে বিস্তারিত জানানো হয়। জেলাশাসক ওঙ্কারসিংহ মিনা বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” অভিযুক্ত জিতেনবাবুর কথায়, “কাউকে কোনও হুমকি দিইনি। তদন্তের কাজে গিয়েছিলাম।”
|
দরিয়াটন গ্রামে বিবেকানন্দের মূর্তি |
বিবেকানন্দ অনুজ ভূপেন্দ্রনাথ দত্ত তাঁর বইতে পৈতৃক বাসভূমি হিসেবে এই গ্রামকে চিহ্নিত করেছেন। একই উল্লেখ রয়েছে রামকৃষ্ণ মিশন প্রকাশিত ‘আমার ভারত, অমর ভারত’ গ্রন্থেও। তবু প্রচারের আলো পায়নি কালনা ২ ব্লকের দত্ত দরিয়াটন গ্রাম। গ্রামের স্কুলের কাছে রয়েছে স্বামীজির নামে মন্দির। আশপাশের ফাঁকা জমিতেই এক সময় বিবেকানন্দের পৈতৃক বাসভূমি ছিল বলে দাবি গ্রামের মানুষের। কিন্তু সরকারি উদাসীনতায় তা রক্ষা করা যায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতি বারই তাঁরা পালন করেন স্বামীজির জন্মতিথি। এ বার বসেছে তাঁর ২৩ ফুট লম্বা ফাইবার গ্লাসের পূর্ণাবয়ব মূর্তি। স্বামীজির পৈতৃক বাসভূমি ঘিরে গড়ে উঠুক পর্যটনকেন্দ্র, বৃহস্পতিবার জন্মদিনের অনুষ্ঠানে উঠল এমনই দাবি। |
রানিগঞ্জ সরাফ ভবনে পুরস্কার বিতরণি সভা চলাকালীন বুধবার মঞ্চের পাশে ফেলে রাখা কাঠে আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষজনের মধ্যে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
|
রানিগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এফডিআই নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হল। সংস্থার পক্ষে জানানো হয়েছে, এই নীতি কার্যকর করা হলে দেশের খুচরো ব্যবসায়ীরা বিপদে পড়বেন। মঞ্চে উপস্থিত এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে সংস্থার পক্ষ থেকে রানিগঞ্জের বেহাল বাইপাস রাস্তাটি সংস্কারের আবেদন জানানো হয়। তাপসবাবু বলেন, “৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তাটি সংস্কারের জন্য। দ্রুত কাজ শুরু হবে।” |