অনূর্ধ্ব ১৪ খোখো
অনূর্ধ্ব ১৪ বর্ধমান সদর মহকুমা খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সিএমএস বাবুরবাগ স্কুলে। এই প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ১৮-১০ পয়েন্টে বনপাশ কোচিং কেন্দ্রকে ও মেয়েদের বিভাগে বনপাশ কোচিং কেন্দ্র ৯-৫ পয়েন্টে পিচকুড়িঢাল কোচিং কেন্দ্রকে হারায়।

জয় পেল এরিয়া ফোর
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল চিত্তরঞ্জন এরিয়া ফোর। জাগৃতি সঙ্ঘকে তারা ৯৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে এরিয়া ফোর ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। জবাবে জাগৃতি ৮৫ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে অপরাজিত ১১৩ রান করে ম্যাচের সেরা শিবু সাউ।

চ্যাম্পিয়ন বাহিনী সঙ্ঘ
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিহারসোল বাহিনী সঙ্ঘ। শিশুবাগান মাঠে তারা ঝাটিডাঙা ইউসি-কে ফাইনালে ২-০ গোলে হারায়। গোল করেন সঞ্জিত বাউরি ও শংকর বাউরি। ম্যাচের সেরা বিজয়ী দলের শঙ্কর।

জয়ী নেতাজি স্পোর্টিং
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল নেতাজি স্পোর্টিং। তারা মুড়ারডি ডিওয়াইসিসি-কে ৪০ রানে হারায়। প্রথমে নেতাজি স্পোর্টিং ১২৬ রান করে। জবাবে মুরারডি করে ৮৬। সর্বোচ্চ ৫৪ রান করে ম্যাচের সেরা হন বিজয়ী দলের নিখিল মাহাতো। ৫টি উইকেট নেন ওই দলেরই ঋষি চট্টোপাধ্যায়।

ইউনিক ক্লাবের হার
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় সারদা রিয়েল ইলেভেন সুপার ওভারে ২ রানে হারায় কাশীডাঙ্গা ইউনিক ক্লাবকে। হাটেবাজারে প্রথমে ব্যাট করে কাশীডাঙ্গা ১১৮ রান করে। জবাবে সারদাও একই রান করে। সুপার ওভারে খেলার নিষ্পত্তি হয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বিকাশ বাউরি।

বারাবনিতে ক্রিকেট
মদনপুর অগ্নিবীণা ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় দোমহানি একাদশ ৭২ রানে হারায় বার্নপুর আমন ক্লাবকে। প্রথমে ব্যাট করে দোমহানি একাদশ ১৭৩ রান করে। জবাবে বার্নপুর আমন ১০১ রানে শেষ হয়ে যায়।

জয়ী হরিপুর স্পোর্টিং
রানিসায়র দাগা স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার হরিপুর স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হারায় আয়োজক সংস্থাকে। প্রথমে ব্যাট করে আয়োজক সংস্থা ৯০ রান করে। জবাবে ৪ উইকেটে জয়ের রান তুলে নেয় হরিপুর। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অর্জুন চক্রবর্তী।

ক্লাব বিশ্রাম দেওয়ায় বর্ধমানে নিজের বাড়িতে ফিরেছেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক সন্দীপ নন্দী।
বৃহস্পতিবার তাঁকে দেখা গেল শহরের লোকো কলোনির মাঠে গা ঘামাতে। —নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.