টুকরো খবর
ভোটে তাতছে ছাত্র রাজনীতি
মনোনয়নপত্র তোলা নিয়ে শাসক জোটের দুই ছাত্র সংগঠনের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের ছাত্র রাজনীতি। বুধবার কোচবিহার কলেজের মনোনয়নপত্র তোলা নিয়ে ছাত্র পরিষদ ও টিএমসিপি পরস্পরের বিরুদ্ধে সরব হয়েছে। টিএমসিপির কোচবিহার জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী বলেন, “ছাত্র পরিষদ সন্ত্রাস করে আমাদের বহু সমর্থকের বাড়ি গিয়ে কলেজের পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এমনকী, এদিন মনোনয়নপত্র তুলতে যাওয়া কর্মীদের মারধরের হুমকি দেওয়া হয়। যার জেরে আমরা মাত্র ২৭টি মনোনয়ন পত্র তুলতে পেরেছি। পুলিশকে সবই জানানো হবে।” অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অরিন্দম দে। তাঁর দাবি, “ওই অভিযোগ ভিত্তিহীন। টিএমসিপির ছেলেরা জোর করে চাপ দিয়ে আমাদের কয়েকজনকে মনোনয়নপত্র তুলতে বাধ্য করেছে। তাদের মধ্যে ২ জন মনোনয়নপত্র তুলেও ফেরত দেয়। আমরা ৩৮টি আসনের জন্যই মনোনয়নপত্র তুলেছি।” বুধবার মাথাভাঙা ও তুফানগঞ্জ কলেজে কড়া পুলিশি পাহারায় মনোনয়ন বিলি হয়। বড় গোলমাল হয়নি। এসএফআইয়ের কোচবিহার জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী বলেন, “ওই দুই কলেজে টিএমসিপির সন্ত্রাস অব্যাহত ছিল। অনেকেই মনোনয়নপত্র তুলতে কলেজে যেতে পারেনি। ডিএসও-র জেলা সম্পাদক মৃণালকান্তি রায় বলেন, “মাথাভাঙা কলেজে টিএমসিপি আমাদের এক জনের মনোনয়ন কেড়ে নিতে চেষ্টা করে। পুলিশে অভিযোগ করেছি। তুফানগঞ্জে টিএমসিপির সন্ত্রাসে নির্বাচন বয়কট করেছি।” টিএমসিপি জেলা সভাপতি ওই অভিযোগ অস্বীকার করেছেন। জেলাশাসক মোহন গাঁধী জানান, ছাত্র সংসদ নির্বাচন-জনিত পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সমস্ত এসডিও, অধ্যক্ষ ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করবেন তিনি।

কৃষক সভার পথ অবরোধ
সরকারি উদ্যোগে চাষিদের থেকে ধান কেনার দাবিতে আন্দোলনে নামল সিপিআইয়ের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা কমিটি। বুধবার দুপুর ১২টা থেকে কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ও প্রশাসনিক কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংগঠনের তরফে সার, বীজ, কীটনাশক, ডিজেল ও চাষের নানা যন্ত্রপাতির দাম নিয়ন্ত্রণে দাবি জানানো হয়েছে। জেলা পরিষদ সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “জেলার ৯টি ব্লকে সরকারি উদ্যোগে চাষিদের থেকে সরাসরি ধান কেনার ব্যাপারে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। আশা করি, খুব শীঘ্রই ধান কেনার কাজ শুরু হয়ে যাবে। কৃষি বিষয়ক নানা সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করার এক্তিয়ার আমাদের নেই। সমস্যার কথা রাজ্যকে জানানো হয়েছে।” এ বার জেলার ৫০ হাজার হেক্টর জমিতে ১৪ লক্ষ কুইন্টাল আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে চাষিরা ধান কেটে কেউ নিজেদের বাড়িতে আবার কেউ খামারে মজুত করতে শুরু করেছেন। সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি সমর ভৌমিক বলেন, “বহু চাষি জমি বন্ধক দিয়ে ও চড়া সুদে মহাজন এবং বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষে নেমেছিলেন। এ বছর বিগত বছরগুলির তুলনায় এবছর ধানের ফলন বেড়েছে। ধান ওঠার পর ঋণদাতারা তাগাদা শুরু করায় চাষিরা বিভিন্ন হাটে ফড়েদের কাছে ৮০০ টাকা কুইন্টাল দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ওই টাকায় ঋণ শোধ দূরের কথা চাষের খরচটুকুও উঠছে না। সমস্ত বিষয় প্রশাসনকে বুঝিয়ে বলা সত্ত্বেও সরকারি উদ্যোগে চাষিদের থেকে সরাসরি ধান কেনার কাজ শুরু না হওয়ায় আন্দোলনে নামা হল।”

বিবেকানন্দের জন্মসার্ধশতবষর‌্
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষে উত্তরবঙ্গ ব্যাপী প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। স্থানীয় বেসিক স্কুল প্রাঙ্গনে আজ, বৃহস্পতিবার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। বর্ণময় শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতার আসর। রয়েছে ছোটদের দাদাগিরি, খবর পড়ছি এবং ক্যুইজের মতো অনুষ্ঠান। ১৪ জানুয়ারি শিশুদের হাতের লেখা প্রতিযোগিতায়। মহিলারা অংশগ্রহণ করবেন ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে। শেষ দিন রয়েছে স্বরচিত কবিতা, নৃত্য, লোক সঙ্গীত, দেশাত্মবোধক ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। ওই দিন সীমান্তের বাসিন্দাদের মন মাতাতে বসবে হাস্যকৌতুকের আসর।

কলেজ নিয়ে ক্ষোভ দীপার
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষের উপর হামলার ঘটনায় অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। বুধবার ইসলামপুরের সার্কিট হাউসে বসে এ কথা জানান তিনি। এ দিন দলীয় কর্মসূচিতে অংশ নিতে ইসলামপুরে আসেন সাংসদ দীপা দেবী। তিনি বলেন, “নিগৃহীত অধ্যক্ষের উপর হামলার পরে রাত পর্যন্ত ঠিক ছিল মূল অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হবে। তার পরেও সকালে তা কী ভাবে পরিবর্তিত হয়? নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহের নামে মামলা রয়েছে বলে দাবি করে সাংসদ বলেন, “রায়গঞ্জ কলেজে নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।”

পিছোল বইমেলা
পাশের শহরে বইমেলা শুরু হওয়ায় উদ্যোক্তারা চতুর্থ বর্ষ হলদিবাড়ি বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হলেন। বইমেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, ১২ জানুয়ারির বদলে ১৮ই জানুয়ারি হলদিবাড়ির রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বইমেলা হবে। চলবে ২২শে জানুয়ারি পর্যন্ত। গত ৯ জানুয়ারি জলপাইগুড়ি বইমেলা শুরু হয়েছে। হলদিবাড়ি বইমেলা কমিটির সম্পাদক চন্দন রায় বলেন, “পুস্তক বিক্রেতারা সকলেই জলপাইগুড়ির বইমেলায় অংশ নেওয়ায় চতুর্থ বর্ষ হলদিবাড়ি বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হলাম।” প্রতিযোগিতা। বুধবার হলদিবাড়ি ব্লকের যুব সংসদ এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা হল। আঙুলদেখা গ্রামের কমলাকান্ত হাই স্কুলে এই প্রতিযোগিতা হয়। ব্লকের কমলাকান্ত, কালুরাম, হেমকুমারী, ধৈর্যনারায়ণ এবং আব্দুল কাদের হাই স্কুলের ছাত্ররা প্রতিযোগিতায় অংশ নেয়।

শিক্ষককে চড় ছাত্রের
শিক্ষককে চড় মারায় পুলিশ দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ত্রিমোহিনী হাই স্কুলে ওই ছাত্রকে নিগৃহীত শিক্ষক বই চুরির অপবাদ দেওয়ায় ঘটনার সূত্রপাত। পুলিশ জানায়, ওই ছাত্রটি স্কুলের বৃত্তিমূলক কোর্সে পড়াশোনা করে। বুধবার ধৃত ছাত্রকে পুলিশ বালুরঘাট আদালতে পাঠালে বিচারক তাকে জামিনে মুক্তি দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.