টুকরো খবর
শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
আট মাসের এক শিশুকন্যার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল চিকিৎসক, নার্স ও আয়ার বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাট ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে মৃত শিশুটির পরিবারের তরফে বনগাঁ থানায় এবং হাসপাতালের সুপার গয়ারাম নস্করের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বনগাঁ থানা সূত্রে জানানো হয়েছে, একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি মেডিক্যাল বোর্ডের কাছেও পাঠাচ্ছে পুলিশ। গয়ারামবাবু বলেন, “প্রাথমিক ভাবে চিকিৎসায় গাফিলতি ছিল না বলেই জানতে পেরেছি। তবে ঘটনার পূণার্ঙ্গ তদন্ত করা হচ্ছে। শিশুটির ময়না তদন্তের জন্য কলকাতায় এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে।” পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাগদার কোনিয়ারা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকারের আট মাসের শিশুকন্যাকে মঙ্গলবার রাত ৯টা নাগাদ বনগাঁ মহকুমা হাসপতালে ভর্তি করানো হয়। মৃত্যুঞ্জয়বাবুর অভিযোগ, রাত মেয়েকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। গভীর রাতে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আমার সত্রী নার্সকে ডাকা সত্ত্বেও তিনি ঘুমিয়েছিলেন। ভোরবেলা নার্স এসে ফের একটি ইঞ্জেকশন দেওয়ার পরে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ শিশুটি মারা যায়। অভিযুক্ত চিকিৎসক অমিত চক্রবর্তী বলেন, “দ্বিতীয়বার অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়ার পরে শিশুটির মধ্যে তার প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। ভর্তি থাকা অন্য শিশুদেরও ওই ডোজ দেওয়া হয়। ১৫-২০ হাজার শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এটা ঘটতে পারে।”

পরিদর্শনে স্বাস্থ্য-অধিকর্তা
তমলুক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য-অধিকর্তা। নিজস্ব চিত্র।
নবজাতকদের বিশেষ পরিচর্যাকেন্দ্রের কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক কল্যাণ মুখোপাধ্যায়। অসুস্থ সদ্যোজাতদের বিশেষ দেখভালের জন্য রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ‘সিক নিওনেটাল কেয়ার ইউনিট’ (এসএনসিইউ) তৈরির পরিকল্পনা নিয়েছিল স্বাস্থ্য দফতর। তবে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ওই ইউনিটটি এখনও চালু হয়নি। মালদহ হাসপাতালে শিশু-মৃত্যুর ঘটনার পরে প্রতিটি জেলা হাসপাতালে এই পরিচর্যাকেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালেও ওই ইউনিট চালুর কাজ শুরু হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগেই এ দিন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিকারিক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দাস বলেন, “ওই ইউনিটটি যাতে খুব দ্রুত চালু করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্কুলেই মিলবে অক্সিজেন সিলিন্ডার
মুমূর্ষুু রোগীদের সাহায্যের জন্য স্কুলে অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করলেন চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর শিক্ষানিকেতন স্কুল। বুধবার এক অনুষ্ঠানে ওই সিলিন্ডার রাখার কথা ঘোষণা করা হয়। এলাকার যে কোনও রোগীর অক্সিজেন প্রয়োজন হলে সিলিন্ডার দেওয়া হবে স্কুল থেকে। ন্যূনতম একটা খরচ শুধু নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক কৌশিক বসু। তাঁর কথায়, “গ্রামীণ এলাকায় অক্সিজেন পাওয়া খুবই কঠিন। তাই স্কুলেই এই ব্যবস্থার উদ্যোগ।” এই উপলক্ষে স্কুলে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। যে শিবিরে ৭৬ জন রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক, মেদিনীপুর রামকৃষ্ণ মঠের মহারাজ।

আন্দোলনের বাম-হুমকি
দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় উদাসীনতার অভিযোগ তুলে বুধবার আন্দোলনের হুমকি দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। অভিযোগ, একজন চিকিৎসকের বিরুদ্ধে টানা বাজে ব্যবহারের অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা নিতে পারেননি ওই স্বাস্থ্য কর্তা। দুই দিন আগে ওই চিকিৎসক একজন কর্তব্যরত নার্সকে অপমান করেন বলে অভিযোগ। ডিওয়াইএফ-এর জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “মুখ্যস্বাস্থ্য আধিকারিককে নানা অভিযোগ জানালেও তিনি আশ্বাস ছাড়া কিছু দেননি। আমরা ওঁর দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করব।” মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “সমস্ত অভিযোগগুলি সঠিক নয়। নার্সদের একটি অভিযোগ পেয়েছি। সুপারের কাছে রিপোর্ট চাইব। সবকিছুর জন্য একটু সময় লাগবেই। আন্দোলনকারীদের বিষয়টি বুঝতে হবে।” পাশাপাশি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০১০ সাল থেকেও ১৩২ টি শূন্যপদ খালি হয়ে থাকলেও কর্তৃপক্ষ কিছুই করছেন না বলে ডিওয়াইএফের অভিযোগ।

স্থায়ীকরণের দাবি
স্থায়ীকরণ, নিয়মিত বেতন ও সরকারি সুযোগসুবিধা দেওয়ার দাবিতে বুধবার রামপুরহাট হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি প্রভাবিত হাসপাতালের অস্থায়ী কর্মী সংগঠন। সুপার হিমাদ্রি হালদার বলেন, “দরপত্র না হওয়া পর্যন্ত সরকারি অনুযায়ী বেতনক্রম চালু করা যাবে না এবং সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থায়ীকরণ করা যাবে না।”

শিবির
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির করল জ্ঞানজ্যোতি কলেজ। শিলিগুড়ির দাগাপুরের এই কলেজ অষ্টম বছরে পড়ল। কলেজের শিক্ষক জয়ারামন সুরেশ জানান, নিউ চামটা গ্রামে আজ, বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে গরম পোশাক বিলি করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.