টুকরো খবর |
খোঁজ নেই ব্যবসায়ীর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও জলপাইগুড়ি |
সেবক রোড থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির ভক্তিনগর থানার দুই মাইল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম বিজয় কিল্লা। শহরের খালপাড়া এলাকায় তাঁর বাড়ি। দুই মাইল এলাকায় বিজয়বাবুর একটি রোলিং মিল রয়েছে। এ ছাড়াও চা বাগানে বিভিন্ন জিনিসপত্র সরবরাহের ব্যবসাও রয়েছে। তাঁর ছেলে অনুপবাবু ভক্তিনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ীদের অভিযোগ, বিষয়টি জানানোর পরেও ভক্তিনগর থানার তরফে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। জেলা পুলিশের দফতরে জানানোর পরে থানা নড়ে বসতে বাধ্য হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত অবধি মুক্তিপণ চেয়ে অপহৃতের পরিবারের কাছে ফোন আসেনি। গত মঙ্গলবার গভীর রাতে রোলিং মিল থেকে বাড়িতে টেলিফোনে করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাচ্ছেন বলে জানান। তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। এদিন সকালে ইসলামপুরের ভাঙাপুল এলাকায় ওই ব্যবসায়ীর পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়ির চাবিটি ঝোলানো ছিল। গাড়ির ভিতরে দুটি কীটনাশকের বোতলও উদ্ধার হয়েছে। ঘটনার পরেই ইসলামপুর-সহ বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি শুরু করেছে। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকটি সূত্র মিলেছে। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ অনুমান, বিজয়বাবুকে অপহরণ করে বিহারে নিয়ে যাওয়া হতে পারে। পুলিশের পাশাপাশি পরিবারের লোকও ইসলামপুর এবং বিহার এলাকায় খোঁজাখুজি করেছেন। অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, রোলিং মিল বা লোহার কারখানার হওয়ার সুবাদে বিভিন্ন সরকারি দফতর থেকে লোহা কিনতে হয়। অনেক সময় নিলামেও অংশগ্রহণ করতে হয়। সেই সুবাদে নানা ধরনের ব্যবসায়ী এবং ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে হয়। সেই সূত্র ধরে লেনদেনের গোলমালের জেরে ঘটনাটি ঘটেছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। বিষয়টি নিয়ে পরিবারের কেউ মন্তব্য করতে চাননি। বিজয়বাবুর এক ছেলে এবং এক মেয়ে। ছেলে অনুপ বাবার সঙ্গেই ব্যবসা দেখাশুনো করেন। তিনিই পুলিশে অভিযোগ করেন।
|
টিউশন, শো-কজ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
প্রাইভেট টিউশন করায় বিধিভঙ্গের অভিযোগে স্কুলশিক্ষকদের একাংশকে শো-কজের প্রক্রিয়া শুরু করল জেলা শিক্ষা দফতর। প্রাইভেট টিউশন করার অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ির ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে শো কজ করেছে পরিচালন সমিতি। সাত দিনে জবাব দিতে বলা হয়েছে। পরিচালন সমিতি সম্পাদক মরণ বারুই বলেন, “শো কজের উত্তর পাওয়ার পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না তা আলোচনা হবে।” যে স্কুলশিক্ষকরা গৃহশিক্ষকতা করছেন বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দিনভর প্রাইভেট টিউটরস আসোসিয়েশনের সদস্যরা বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে রাখে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে ৪২ জন স্কুল শিক্ষকের তালিকা জমা দিয়ে দাবি করা হয়, সকলেই গৃহশিক্ষকতা করছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের পদস্থ অফিসারের উপস্থিতিতে স্কুলশিক্ষকরা গৃহশিক্ষকতা করছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয় জেলা শিক্ষা দফতর। বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ বলেন, “ওই তালিকা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাঁরা রিপোর্ট পাঠালে ব্যবস্থা হবে।” স্কুল শিক্ষকের গৃহশিক্ষকতা বন্ধ করার দাবিতে ৪ ডিসেম্বর থেকে জেলা বিদ্যালয় পরির্শকের দফতরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বেঙ্গল প্রাইভেট টিউটর্স আসোসিয়েশন। অভিযোগ, এক সপ্তাহ অবস্থান বিক্ষোভ চললেও জেলা বিদ্যালয় পরির্শকের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ওই দিন সকালে দফতরের সামনে বিক্ষোভরত সদস্যরা শুয়ে পড়েন। বেলা ১২টা পর্যন্ত দফতর অবরুদ্ধ থাকার পরে জেলা স্কুল পরিদর্শক দফতরে এলে অবরোধ তোলা হয়। আন্দোলনকারী সংগঠনের নেতা সুজয় বর্মন বলেন, “ওই শিক্ষকদের তালিকা প্রশাসনে জমা দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি।”
|
জন্মসার্ধশতবর্ষে নানা কর্মসূচি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষে মিছিল ধূপগুড়িতে ছবি: রাজকুমার মোদক। |
স্বামী বিবেকানন্দের সার্ধ জন্মশতবর্ষ উপলক্ষে উত্তরবঙ্গ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে জন্মোৎসব কমিটি। আজ, বৃহস্পতিবার এই ব্যাপারে একটি ট্যাবলো নিয়ে শ্রদ্ধাঞ্জলী যাত্রা দার্জিলিং থেকে যাত্রা শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের প্রতিটি জেলা সফর করবে। ২৭ জানুয়ারি শ্রদ্ধাঞ্জলী যাত্রা কলকাতায় সমাপ্ত হবে। রাজ্যের অন্যত্রও এই কর্মসূচি হবে বলে জানান জন্মোৎসব কমিটির আহ্বায়ক তপন দাস। সমিতির উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর সঞ্জীব শিকদার জানান, ১৪ জানুয়ারি শ্রদ্ধাঞ্জলী যাত্রা শিলিগুড়িতে পৌঁছবে। বুধবার ফুলবাড়ি-১ অঞ্চলের জ্যোতির্ময় প্রাথমিক স্কুলের তরফে স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ জন্ম দিবস পালন করা হয়।
|
জিটিএ বিরোধিতায় ১৬ই বন্ধের ডাক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তি হয়ে গেলেও দার্জিলিং পাহাড়ের বিভিন্ন সাইনবোর্ড থেকে কেন গোর্খাল্যান্ড শব্দটি মুছে দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলল বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটি। বুধবার সংগঠনের সভাপতি মুকুন্দ মজুমদার অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারও বামেদের মতোই মোর্চাকে তোষণ করার নীতি নিয়েছে। সেই জন্যই পাহাড়ে গোর্খাল্যান্ড শব্দ মোছা না-হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” জিটিএ চুক্তির বিরোধিতা করে আগামী ১৬ জানুয়ারি ২৪ ঘণ্টার বাংলা বন্ধ পালনের হুমকি দিয়েছে বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটি। ডুয়ার্সে মোর্চা সমর্থকদের একাংশ এখনও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
|
মিট রেকর্ড ইউসুফের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অশেষ, মৌসুমীর পর এ বার মিট রেকর্ড করলেন ইউসুফ খানসামা। বুধবার শিলিগুড়িতে জেলাস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব ২০ বিভাগে লং জাম্পে ৭.৩৯ মিটার লাফিয়ে নিজেরই পুরনো রেকর্ড ভাঙেন তিনি। গত বছর ওই বিভাগেই ৭.৩৩ মিটার লাফিয়েছিল ইউসুফ। আগের দিন হাই জ্যাম্পে ১.৯১ মিটার লাফিয়ে অনূর্ধ্ব ১৮ বিভাগে জেলাস্তরে মিট রেকর্ড করেছেন অশেষ চন্দ্র রায়। ১২.৮ মিনিটে ১০০ মিটার দৌড়ে রেকর্ড করেছে মৌসুমী রায়। মহিলা বিভাগে জেলাস্তরে তিনি সেরা উঠতি ক্রীড়াবিদ হয়েছেন। এ দিন কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত, মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল, প্রাক্তন ক্রীড়াবিদ রতন সিংহ-সহ অনেকেই। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত জেলাস্তরে এই ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা উঠতি খেলোয়াড় প্রদীপ সিংহ। হাই জাম্পে অনূর্ধ্ব ১৮ বিভাগে তিনি ১.৮৮ মিটার লাফিয়েছেন। সার্বিকভাবে সেরা হয়েছে দাদাভাই স্পোর্টিং ক্লাব। তারা ছেলেদের অনূর্ধ্ব ২০, অনূর্ধ্ব ১৬ এবং মেয়েদের অনূর্ধ্ব ১৮, অনূর্ধ্ব ১৪ বিভাগে সেরা হয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ১৬ বিভাগে সেরা শিলিগুড়ি সাই। অনূর্ধ্ব ১৮ ছেলেদের বিভাগেও তাদের প্রতিযোগীরা সেরার সম্মান এনেছেন। অনূর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগে যৌথ ভাবে সেরা হয়েছে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব এবং শিলিগুড়ি উল্কা দল।
|
নির্বাচন পিছোল |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তাঁদের ভোটাধিকার রয়েছে কি না জানতে চেয়ে পার্শ্বশিক্ষকেরা আদালতের দ্বারস্থ হওয়ায় স্থগিত হয়ে গেল আলিপুরদুয়ার কলেজের পরিচালন সমিতির নির্বাচন। আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, চার বছর অন্তর কলেজের পরিচালন সমিতির নিবার্চন হয়। এ বছর ফ্রেবুয়ারি মাসের শেষের দিকে ১৪ সদস্যের পরিচালন সমিতির নিবার্চন হওয়ার কথা ছিল। তার আগে চার সদস্যের শিক্ষক প্রতিনিধির নির্বাচনের দিন ১১ জানুয়ারি স্থির ছিল। অধ্যক্ষ বলেন, “মঙ্গলবার আমাদের হাতে আদালতের নির্দেশ আসায় নির্বাচন আপতত স্থগিত রাখা হয়েছে।” অধ্যক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিয়মে পার্শ্ব শিক্ষকরা পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারেন না। সেই নিয়ম মেনেই নির্বাচন করা হচ্ছিল।
|
দুর্ঘটনায় জখম |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেবকে তিস্তা করোনেশন সেতুর ফাটল সংস্কারের কাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় জখম হলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যনিবাহী বাস্তুকার, সহকারি বাস্তুকার এবং তাঁদের গাড়ির চালক। বুধবার সেবকের ১০ মাইলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গুরুতর জখম অবস্থায় নির্বাহী বাস্তুকার নির্মল মণ্ডল, সহকারি বাস্তুকার গৌরাঙ্গ ভৌমিক এবং তাঁদের গাড়ির চালকে শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।
|
দুর্নীতি স্বীকার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিদায়ী স্কুল পরিচালন সমিতির সদস্য অঘোরলাল সিংহকে পাশে বসিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন দেবীগঞ্জ হাই স্কুলের শিক্ষক নির্মাল্য শীল এবং পরিচালন সমিতির অনন্ত লাল সিংহ। সম্প্রতি স্কুলেরই এক শিক্ষক এবং একদল অভিভাবক স্কুলের ক্লাসঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ করেন। এ ব্যাপারে এক স্কুল শিক্ষক এবং অঘোরলাল সিংহের মোবাইলে কথোপকথন পেশ করেন তাঁরা। এদিন অঘোরলাল সিংহ দাবি করেন, ওই শিক্ষকই তাঁকে প্ররোচিত করে এই ধরনের মন্তব্য করিয়েছেন। শিক্ষক নির্মাল্য শীলের দাবি, “তখন আমিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম। দুর্নীতি হয়নি। তদন্তে আপত্তি নেই।”
|
দুর্নীতির অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ফের ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল ফাঁসিদেওয়ায়। একটি সমবায় সংস্থার তরফে বুধবার সরকারি মূল্যে ফাঁসিদেওয়ার চটহাটের পেটকিতে ধান কেনা হয়। চাষিদের থেকে না কিনে ফড়েদের কাছ থেকে কেনা হয় বলে অভিযোগ। সম্প্রতি ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় একই অভিযোগ ওঠে। সমবায় সংস্থায় যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। পঞ্চায়েত প্রধান রাজু মণ্ডল বলেন, “আমার কিছু জানা নেই।” ব্লক প্রশাসনর তরফে জানানো হয়েছে বিষয়টি খাদ্য দফতরে জানানো হবে।
|
বিরোধিতায় বন্ধের ডাক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তি হয়ে গেলেও দার্জিলিং পাহাড়ের বিভিন্ন সাইনবোর্ড থেকে কেন গোর্খাল্যান্ড শব্দটি মুছে দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলল বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটি। বুধবার সংগঠনের সভাপতি মুকুন্দ মজুমদার অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারও বামেদের মতোই মোর্চাকে তোষণ করার নীতি নিয়েছে। সেই জন্যই পাহাড়ে গোর্খাল্যান্ড শব্দ মোছা না-হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” জিটিএ চুক্তির বিরোধিতা করে আগামী ১৬ জানুয়ারি ২৪ ঘণ্টার বাংলা বন্ধ পালনের হুমকি দিয়েছে বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটি। ডুয়ার্সে মোর্চা সমর্থকদের একাংশ এখনও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
|
হুমকি দিল কেপিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তরাই ও ডুয়ার্স এলাকাকে জিটিএ’তে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলে রাস্তা নামবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। বুধবার শিলিগুড়িতে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই হুমকি দিয়েছেন সংগঠনে দার্জিলিং জেলা সভাপতি কেদারনাথ সিংহ। তাঁর সাফ কথা, “আমরা জিটিএ-র বিরোধী নই। পাহাড়ে কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্য দিলেও আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু তরাইয়ের ১৯৬ এবং ডুয়ার্সের ১৯৯টি মোর্জাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা হলে কোনও ভাবেই মানা হবে না। প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করা হবে।” পৃথক রাজ্য ও ভাষার দাবিতে ১৬ জানুয়ারি বাঘা যতীন পার্কে জনসভার ডাক দিয়েছে কেপিপি। |
২৭ জনকে পাট্টা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বুধবার নকশালবাড়ির হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের বড় ঝরুজোত এবং ঝাপসুজোতের ২৭ জনের হাতে পাট্টা দিলেন মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, মোট এক একর ৮৮ ডেসিমেল জমি বিতরণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, জয়েন্ট বিডিও জিতেন্দ্র তামাং, বিএলআরও প্রবাল দাশগুপ্ত-সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|
শংসাপত্র পেল সাত কিশোরী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মহিলা নিরাপত্তা রক্ষীর প্রশিক্ষণ নেওয়া শিলিগুড়ির বস্তি এলাকার ৭ কিশোরীর হাতে শংসাপত্র তুলে দিল আইসিডিএসের শিলিগুড়ি কেন্দ্র। এলাকার স্কুল ছুট কিশোরীরা যাতে পাচারকারীদের খপ্পড়ে না-পড়ে সে জন্য ওই দফতরের পক্ষ থেকে স্বনির্ভর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুটি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে গত আড়াই মাস ধরে ওই কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
|
যৌথ অভিযান |
চোলাই মদের বিরুদ্ধে আলিপুরদুয়ার মহকুমার বিভিন্ন জায়গায় অভিযান চালাল মহকুমা প্রশাসন ও আবগারি দফতর। বুধবার সকাল থেকে নারারথলি, গুয়াবাড়ি, নিমতি, দমনপুরে অভিযান চালিয়ে কয়েকশো লিটার চোলাই মদ নষ্ট করে প্রশাসন। এদিন প্রায় এক হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়। বাজেয়াপ্ত করা হয় ১৫টি মদ তৈরির যন্ত্রও।
|
কম্পিউটার মেলা |
শিলিগুড়ির আইটি ডিলারদের উদ্যোগে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪ দিনের উত্তরবঙ্গ কম্পিউটার মেলা। শিলিগুড়ির সিটি গার্ডেনে ওই কম্পিউটার মেলা হবে।
|
বাৎসরিক ক্রীড়া |
মঙ্গলবার ফাঁসিদেওয়ার কান্তিভিটা সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হল স্থানীয় ফুটবল মাঠে।
|
শিবির |
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার নিখরচায় যোগ প্রশিক্ষণ শিবির হবে ৬ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর রুমা নাথের উদ্যোগে এই শিবির হবে। |
|